বাংলাদেশ ক্রিকেট কথন "সুযোগ"

in r2cornell •  3 years ago 

gggg.jpg

এইতো সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হয় ইন্ডিয়ান ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের। প্রথম ইনিংসে সেঞ্চুরি,দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের একটি ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টে সেইরকম নিজেকে মিলিয়ে ধরতে পারিনি প্রথম ইনিংসে ১৮,দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেন। সাউথ আফ্রিকা সিরিজে স্কোয়াডে জায়গা হলেও এখন পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ হলেও তিনি একাদশে জায়গা পাননি।

এজাজ প্যাটেল ইন্ডিয়ার বিপক্ষে মুম্বাই টেস্টে একাই ১০ উইকেট নিয়েছিলেন ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে। কিন্তু তারপরেও ঘরে মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে জায়গা হয়নি তার।

করুন নায়ার , অজিঙ্কা রাহানের ইঞ্জুরির জন্য ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পায় তিনি। প্রথম ম্যাচেই একটা ট্রিপল সেঞ্চুরি করে ছিলেন তিনি। কিন্তু তার পরের টেস্টেই তিনি দলে জায়গা পায়নি।

Bangladesh.jpg

ট্রেভিস হেডের ইঞ্জুরির কারণে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েই পর পর দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এরপরেও তিনি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে পরের ম্যাচে অটো চয়েজ হিসেবে একাদশে জায়গা ডিজার্ভ করবে।

আর বাংলাদেশে আমি এমনও শুনেছি উইকেট কীপারের পিছনে থাকতে দেওয়া হবেনা জন্য অভিমান করে খেলেননি।

আমাদের দেশে সেই আশরাফুল কবে কি করছে এইটা নিয়ে এখন পর্যন্ত আমাদের ফ্যানবেজ যে পরিমাণে সাফাই গায় এমন প্রশংসা হয়তো আশরাফুল সেই সময়টা পায়নি। আর না পাওয়ার কারণেই হয়তো ফিক্সিংয়ের মত এত বড় ভুল করে নিজের ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে।

বিজয়ের ফর্ম নিয়ে আমি কিছু বলতে চাইনা,তবে ২০১৫ বিশ্বকাপে ছেলেটার ইঞ্জুরির কারণেই ওই যে দল থেকে বাদ পড়লো সেই বাদ অবস্থাতেই আছে। সৌম্য,লিটন,নাঈম যে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে তাকে সেই সুযোগ দেয়া হয়নি।

আমাদের দেশের নির্বাচকদের উইনিং কম্বিনেশন জিনিষটা চেঞ্জ আনতে হবে। শুধু যে নির্বাচকদের কথা বলবো তা না এইটার সাথে সিনিয়র খেলোয়াড়রা জড়িত আছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.19 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote