মানুষের জীবন সবসময় একভাবে চলে না।

in r2cornell •  10 months ago  (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মানুষের জীবন সবসময় একভাবে চলে না।

আমরা হলো মানুষ আমাদের জীবন সব সময় একভাবে চলবে না কেননা আমাদের জীবনের দুঃখ কষ্ট আছে। এক সময় দুঃখের জীবন চললে এ দুঃখ জীবন হয়তো আমাদের সারা জীবন থাকবে না কোন না কোন এক সময়ে এই দুঃখর জীবন আমাদের কাটিয়ে উঠতে পারবো যেভাবেও কারণ আমরা যদি চেষ্টায় থাকে তাহলে অবশ্যই দুঃখের জীবন কাটিয়ে উঠতে পারব কারণ মানুষের এ জীবন সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে।

IMG_20231001_174454.jpg

এই পরিবর্তনের সময় অনেক মানুষ ধরে রাখতে পারে আবার অনেকে ধরে রাখতে পারে না। যখন মানুষের জীবন পরিবর্তন হতে শুরু হয় তখন অধিকাংশ মানুষই দেখবেন এই পরিবর্তনের সময়টা তারা ধরে রাখতে পারে না আবার এমনও কিছু মানুষ আছে তারা এই পরিবর্তনের সময়টা খুব সুন্দরভাবে ধরে নিতে পারে।

যারা এই পরিবর্তনটি ধরে নিতে পারে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায় এবং তাদের জীবনে কোন দুঃখ কষ্ট আর থাকে না কিন্তু যারা ধরে নিতে পারে না তাদের জীবন আগের মতনই থেকে যায়।

সেকেন্ডের ভিতরে আমাদের সবকিছু পরিবর্তন হতে পারে এবং সেকেন্ডের ভিতরে আবারা আগের মত হতে পারে এর কারণে যখন মানুষের জীবন পরিবর্তন হয় তখন সেই সময়টা ধরে রাখার জন্য চেষ্টা করা প্রয়োজন নাইলে সারা জীবনই পস্তাতে হয়।

আজকে যদি একটা মানুষ গরিব থাকে সে খুব দ্রুতই আওয়ারা বড়লোকের দিকে চলে যেতে পারে যদি তার চেষ্টা থাকে তাহলে আর যদি চেষ্টা না থাকে তাহলে সে সারা জীবনে তার জীবনকে পরিবর্তন করতে পারবে না।

এটাই হল মানুষের জীবন কখন কিভাবে যে পরিবর্তন হয়ে যায় সেটা কেউ বলতে পারেন। এখন আমরা একটা মানুষকে দেখে অবহেলা করছি এক সময় সে মানুষটাই আমাদের কাছে অনেক মূল্যবান হয়ে যায় আমরা এখন যেসব মানুষের জন্য করি সেসব মানুষই একসময় অনেক উপরে উঠে যেতে পারে খুব সহজ কেননা সে যদি চেষ্টা করে তাহলে তার জীবনটা খুব সহজভাবে পরিবর্তন করতে পারে।

এখন আমি মনে করি যে মানুষের জীবন পরিবর্তন হতে খুব বেশি একটা সময় লাগে না এ যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে আমার জীবনটা এক সময় আওলা ঝগলা ছিল এবং এখন অনেকটাই পরিবর্তনশীল এবং আমি মনে করি যে মানুষের জীবন পরিবর্তন হতে সময় খুবই কম লাগে কখন কিভাবে যে পরিবর্তন হয়ে যায় সেটা কেউ বলতে পারে।

তো আজকে মানুষের জীবন সব সময় একভাবে চলে না এই নিয়ে কিছু কথা আমার নিজে থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং গল্পের ভিতর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!