হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্পটি হল একটি দরিদ্র মেয়ের জীবনের কথা।
আসলে আমাদের সমাজে এমন এমন কিছু দরিদ্র ফ্যামিলি আছে যেগুলো হয়তো আমরা দেখেও না দেখার ভান করে থাকি ঠিক তেমনি একটি গ্রামে একটি দরিদ্র ফ্যামিলি মেয়ে ছিল তার ফ্যামিলি এতটাই দরিদ্র ছিল যে তার লেখাপড়া করানোর কোন সামর্থ্য তার ফ্যামিলি ছিল না।
কিন্তু ওই এত দরিদ্র ফ্যামিলির মেয়েটির লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল এবং সে লেখাপড়া করতে অনেক বেশি ভালোবাসতো এর কারনে সে একটি বাসায় কাজ খুঁজে নাই এবং সে কাজের ফাঁকে ফাঁকে সে স্কুলে যাওয়ার চেষ্টা করে এবং অনেক কষ্ট করে সে লেখাপড়া চালিয়ে যায় মেয়েটি তার ফ্যামিলি থেকেও তার কোন সাপোর্ট মিলতো না কারণ তার ফ্যামিলি এতটাই দরিদ্র ছিল যে তাকে একটু পিছনে হেল্প করবে সেটাও তার ফ্যামিলি করতে পারত না দিন আনা দিন খাওয়া ছিল তার ফ্যামিলি।
এর কারণে সে পড়ালেখার পাশাপাশি যে কাজ করত সেই কাজে থেকে কিছু অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে লেখাপড়া চালাতো এবং তার ফ্যামিলিকে কিছু পরিমাণ অর্থ দিত এবং এভাবেই সেই লেখাপড়া চালিয়ে যেতে লাগলো।
এবং এভাবে সে লেখাপড়া চালিয়ে যাতে যাতে এক সময় এসএসসি ফাইনাল দেওয়ার সময় এসে যায় কিন্তু সে ফাইনাল এক্সাম ফিস দিতে পারছিল না। তারপরে সে তার এক্সাম ফিস দেওয়ার জন্য অনেক লোকের কাছে হাত পেতেছিল কিন্তু কেউ তাকে সাহায্য করে নাই অবশেষে সে যেখানে কাজ করতো সেখান থেকে তার ফাইনাল টাকা নিয়ে সে ফাইনাল এক্সাম টাকা জমা দিয়ে ফাইনাল এক্সাম দিয়েছিল।
এবং সেই এসএসসি ফাইনালএক্সাম সেই গরিব ছেলেটি গোল্ডেন প্লাস পাই এবং এতে ওই মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং তার ফ্যামিলি ও অনেক খুশি হয়।
এবং এভাবেই সে অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং এমন এক সময় আসে যে তার কষ্টের দিন শেষ হয়ে যায় এবং সে অনেক হাসিখুশিতে তার ফ্যামিলির সাথে থাকতে শুরু করে এবং এর মধ্যে সে আরো একটি চাকরির সন্ধান পেয়ে যায় এবং সে চাকরি করার সঙ্গে সঙ্গে সে কিছু টিউশনিও করা শুরু করে।
এভাবেই সে তার দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে এবং তার অভাব অনটনা থেকে সে মুক্তি পায় এ কারণে আমি মনে করি জীবনে যদি কেউ কষ্ট করে থাকে তাহলে এই দরিদ্র মেয়েটার মতন যদি কেউ কষ্ট করে তাহলে অবশ্যই একদিন তার ফল সে পাবে।
কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে আসলেই এই মেয়েটির কাছ থেকে সেটা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সে এত কিছুর মাঝেও লেখাপড়া চালিয়ে গেছে এবং এখন সে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে।
তো বন্ধুরা আজকে দরিদ্র মেয়েটার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।