আজকে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক।
আজকের শুক্রবার আজকে আমাদের সকল মুসলমানদের জন্য একটি বিশেষ দিন।
আমরা যদি আল্লাহ তালাকে ভয় করে থাকি তাহলে
আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত এবং আল্লাহর হুকুম মেনে চলা উচিত। আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না এর কারনে আমাদের শুক্রবারে নামাজটাও যাতে মিস না যায় সেদিকে আমরা সবসময় জন্য খেয়াল রাখব ভাবতা শেষে একটি দিনই আসে আমাদের নামাজ পড়ার সুযোগ এবং দিনটা হল শুক্রবার আমরা যত কাজের মাঝে থাকি না কেন শুক্রবার দিন আমাদের সব কাজ বন্ধ থাকে এর কারণ আমরা সবসময় চিন্তা করব জুম্মার নামাজটা আমরা সবাই একসাথে পড়তে পারি।
আমরা যখন সকল মুসলমান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়ায় তখন আমাদের মনের ভিতরটা অনেকটাই আনন্দে ভরে ওঠে কেননা আমরা সকল মুসলমান একে অপরের ভাই ভাই এর কারনে আমরা শুক্রবারের দিন যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে আপনি গিয়ে নামাজের জন্য তারা তখন দেখতে অনেকটাই ভালো দেখা যায় এবং নিজের ভিতরেও অনেক ভালো লাগে।
আমরা সবসময়ের জন্য আল্লাহতালার কথা মেনে চলতে পারে না কিন্তু যে একটুকু সম্ভব আমরা সবসময়ের জন্য চেষ্টা করব সেটুকু নামাজ আদায় করার জন্য।
আমরা হয়তো সবসময়ের জন্য নামাজের সময় দিতে পারি না তারপরও আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যাতে নামাজের সময় দিতে পারি এবং যদি আমরা নামাজের সময় দিতে নাও পারি তাহলে চেষ্টা করব সব তো শেষে একদিন আমাদের নামাজের দিন আসে সেটা হল শুক্রবার জুম্মার দিন।
এই দিনের জন্য আমরা সকলে একসাথে নামাজ আদায় করতে পারি সেদিকেও আমরা খেয়াল রাখব আমরা যদি এই শুক্রবারে নামাজ মিস করি তাহলে আমাদের মতন আর কেউ থাকবে না।
আমাদের সমাজে দেখবেন যে এমন কিছু লোক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না তারপরও সপ্তাহ শেষে এর জুমার নামাজটাও পড়ে না। আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন কিংবা শুক্রবারে জুমার নামাজটা না পড়েন তাহলে আপনার শয়তানের মধ্যে কোন পার্থক্য থাকলো না।
আজকে হয়তো আপনি ভালোভাবে দিন কাটাচ্ছেন কালকে হয়তো এই দিনটা আপনার কাছে নাও আসতে পারে আজকে শুক্রবার টা হয়তো আপনি যেতে পারেন কিন্তু পরের শুক্রবার হয়তো আপনার কাছে নাও আসতে পারেন আমরা এখন থেকে তওবা করব যে আমরা যাতে প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজটা পড়তে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।
আজকের সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারক এর শুভেচ্ছা এই বলেই আজকের জুম্মা মোবারক এর গল্পটি এখানে শেষ করছি।