হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন, একটা মানুষকে সাহায্য করলে সে মানুষ কখনো আপনার কথা মনে রাখবেন।
আমরা সবাই জানি যে মানুষ মানুষের জন্য কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ একটা মানুষ যখন বিপদে পড়বে তখন আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাকে সাহায্য করবেন, এবং সে সাহায্য পেয়ে সে খুব ভালোভাবে বিপদ থেকে উঠে দাঁড়াবে ,কিন্তু যখনই বিপদ থেকে উঠে দাঁড়াবে তখনই আপনার কথা সে মনে রাখবে না।
যদি আপনার কথা মনে
Src
রাখে তাহলে তা তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সে সবসময় যেন মনে করবে যে সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে ,সে যদি আমার কাছে কোন কিছু চেয়ে বসে কিংবা সেও যদি আমাকে কোন বিপদ থেকে উদ্ধার করার জন্য বলে এটার জন্যই দেখবেন আপনি যাকে সাহায্য করবেন সে আপনাকে সব সময় জন্য এড়িয়ে চলবে, এবং আপনি যাকে সাহায্য করেছেন সে কথা কখনো সে মুখ থেকে বলবে না সবসময়ের জন্যই বলবে যে তুমি আমার জন্য কি করেছো।
মানুষকে সাহায্য করলে মানুষ কখনোই মনে রাখবে না ঠিক কিসে একদিন ভুলে যাবে কিন্তু এই সাহায্য যদি আপনি অন্য কাউকে করেন কিংবা অন্য জীবজন্তুকে করেন তাহলে তারা অবশ্যই মনে রাখবে মানুষের ছাড়া জীবজন্তুরাই ভালোবেসে কারণ আপনার সাহায্যের মূল্য হয়তো মানুষ দিতে পারবে না কিন্তু জীবজন্তুর ঠিক সে আপনার এই সাহায্যের মূল্য কোন না কোন একদিন দিবে।
তারপরও আমরা মানুষ আমাদের মনটা অনেক নরম এর কারণে কোন একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করি তাকে যতটুক সম্ভব সাহায্য করার জন্য কিন্তু যখনই আমরা সাহায্য করি তারপরে সে সাহায্য থেকে উঠে দাঁড়ালে আর কিছু মনে রাখে না তখন সে আপনাকে চিনতেই পারবে না।
Src
এ কারণে দেখবেন এখন মানুষ যদি বিপদে পড়ে তাহলে একটা মানুষ পাশে গিয়ে দাঁড়ানোর আগে দশবার ভাবে আমি তার পাশে দাঁড়াবো কিনা শুধুমাত্র একটাই কারণ যে মানুষ কখনো সাহায্য করলে সে মানুষের কথা মনে রাখে না তখন দেখবেন সে আপনাকে উপরে আরো বেশি ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকবে আপনি যে তার উপকার করেছেন সেটা সে মনে রাখবে না সে সবসময় যেন মনে করবে তার আপনি ক্ষতি করেছেন।
যদি আপনি একটা মানুষকে ক্ষতি করেন তাহলে সে মানুষটা আপনাকে সারা জীবন মনে রাখবে যে এই লোকটা আমাকে কোন একদিন ক্ষতি করেছিল কিন্তু আপনি সাহায্য করলে সেটা কখনো মনে রাখবেনা ক্ষতি করলে আপনাকে মনে রাখবে কিন্তু সাহায্য করলে মনে রাখবে না।
তো আজকে আমি মানুষের সাহায্য করা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।