একজন হাড়কিপটা মানুষের সম্পর্কে।

in r2cornell •  6 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক বেশী ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন হারকিপটে মানুষের সম্পর্কে।

একগ্রামে এক মানুষ ছিল যে প্রচুর পরিমানে কিপটামো করতো, সে এতটা পরিমাণে কিপটামো করত যে সেই এক বেলা খেতে তো আর এক বেলা না খেয়ে থাকতো এতটা পরিমাণে কিপটোমো করতসে।

যদি বাজারে যেত তাহলে সবচেয়ে কম দামের মাছগুলো কিনে নিয়ে আসতো, এবং মাছ কিনতে গেলে সে যেতো একেবারে বাজারে শেষে যখন সকল জিনিস প্রচার সময় হয়ে যায় ,এবং সে সময় গেলে সে খুবই কম দামে মাছ শাকসবজি কিনতে পারতো এর কারণে সে বাজার শেষে বাজার করতে যেত যাতে কম দামে কিনতে পারে।

Screenshot_2023_1206_184249.jpg

সে টাকাকে খুব বেশি পরিমাণে ভালোবাসতো টাকার মতো খরচ করতে চাইতো না, প্রয়োজন ছাড়া একটি টাকা বেশি খরচ করত না সে তার যতটুকু প্রয়োজন হতো সে ততটুকু খরচ করত এবং চিন্তা কত তাছাড়া কম টাকা যাতে যেখানে খরচ হয় সেখানে সে যেত।

আপনি দেখবেন আপনার আশেপাশে যদি কোন মানুষ এতটা পরিমাণে কিপটামো করে চলে তাহলে তাকে সবাই হারকিপটে বলে চিনে থাকে।

তাকে সবাই এক নামে চেনে যে সে হারকিপটে, দেখবেন হাড় কিপটে মানুষের সবসময়ের জন্য রান্না বান্না এবং কি বিভিন্ন ধরনের খরচ পাতির দিক থেকে খুবই হিসাব কিতাব করে খরচপাতি করে থাকে, সে সবসময় জন্য চিন্তা করত যে কিভাবে কটা টাকা বাঁচিয়ে রাখা যায়।

এবং দেখবেন যে এই হারকিপটে মানুষের জীবনে একদিন কোন দিক থেকে উন্নত লাভ করেছে এবং সে জীবনে কোন দিক থেকে কিছু করে উঠেছে।

ঠিক তেমনি এই হারকিপ্টের লোকটি এমন একটি কাজ করে উঠেছিল যেটা সবার ভাবার বাইরে ছিল।

এত পরিমানে হারকিপটে করার কারণে তাকে গ্রামের লোকজন সবাই হারকিপটে বলে ডাকত, কিন্তু হঠাৎ করে একদিন তার এমন এক আপন জন অসুস্থ হয়ে পড়ে যে তার অপারেশনের জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়ে থাকে,

এবং সেই সময় তার সেই লোকটার কাছে এত পরিমাণ টাকা ছিল না টাকার অভাবে সে চিকিৎসা করতে পারত না। পরে সেই লোকটি বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়েও ,কোন জায়গায় সাহায্য পায় না ঠিক তখনই এই হারকিপ্টের লোকটি তার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার যত অপারেশনের খরচের টাকা সবকিছু এই হারকিপটে মানুষটি বহন করে।

Screenshot_2023_1206_184319.jpg

সেখান থেকে গ্রামের মানুষ তাকে জানতে শেখে যে কিপ্টেমে করে কি করেছে অবশ্যই সে একটি ভালো কাজের জন্য টাকা দিয়েছে এতদিন পর্যন্ত যে হার কি করে টাকাগুলো জমিয়েছে সে এটা একটি ভালো কাজে দিয়ে দিয়েছে এবং তখন গ্রামের মানুষটাকে ভালো করে জানতে থাকে।

তো বন্ধুরা আজকে আমি যে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে যাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!