হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, তা আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চলে আসলাম,
গল্পটি হল সুখী ব্যক্তি কে এ বিষয়ে কিছু কথা,
আচ্ছা আপনার মতে কি মনে হয়, যে একজন মানুষের যদি টাকা পয়সা ধনসম্পদ থাকে, তাহলে সে কি একজন সুখী ব্যক্তি আমার কাছে এত মনে হয় না সে একজন সুখী ব্যক্তি হতে পেরেছে কিংবা পারছে হয়তো তার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার ভিতরে সুখ নাই।
দেখবেন যে মানুষের সবচেয়ে বেশি টাকা-পয়সা আছে সে রাইতে বিছানায় ঘুমাতে পারে না ঠিক মতন তার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে বসবাস করে, সে বিভিন্ন ধরনের টেনশনে জর্জরিত হয়ে থাকে, কিন্তু তার তো অনেক টাকা পয়সা তাহলে সে এসব গুলো টাকা দিয়ে কিসের জন্য কিনতে পারছে না। আসলে সুখ কোনদিন টাকা দিয়ে কেনা যায় না যদি তাই যেত তাহলে এসব কিছুই টাকা দিয়ে কিনে নিত।
সুখ জিনিসটা সবার কপালে সয়না এবং সবার কপালেও আসে না যদি আমাদের কাছে টাকা পয়সা ধন-সম্পদ গাড়ি-বাড়ি সবকিছুতেই যদি সুখ আসতো তাহলে মানুষ এটা নিয়েই সুখে থাকতো কিন্তু এসব কিছুতেই কোন কিছুই সুখ আসে না বলে আমি মনে করি আপনাদের কাছে কেমন মনে হয়, তাহলে তো আমি জানি না কিন্তু আমার যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি।
এবং একজন রিকশাওয়ালা সে যদি সারাদিন রিকশা চালিয়ে একশত টাকা ইনকাম করে এবং সারাদিন পরে বাড়িতে গিয়ে, সে কোন রকম না খেয়ে না পড়ে বেঁচে থাকে তাহলে তার ভিতরে একটা শান্তি আছে সে সারাদিন যখন রিকশা চালিয়ে বাড়িতে গিয়ে বালিশে মাথা দেবে তখন সে শান্তির একটা ঘুম দিতে পারবে।
ওই রিক্সাওয়ালার মতন সুখী হয়তো আর কেউ নাই কারণ তার কোন টেনশন নাই সে সারা দিন যা ইনকাম করছে তাই দিয়ে তার ফ্যামিলি চালাচ্ছে ,এবং সেও চলছে তার মাথায় কোন চিন্তাভাবনা নেই তার ভিতরে কোন রোগ বালাই নেই এর কারনে সে সবচেয়ে পৃথিবীর ভিতরে সুখী ব্যক্তি।
তার যে সুখ আছে এরকম সুখ হয়তো সবার কপালে হয় না এর কারণে বলে যে টাকা পয়সা থাকলেই শুধু সুখ কেনা যায় না টাকা পয়সা না থাকলেও সুখী হওয়া যায়।
তা আমি আজকে আপনাদের সাথে একদিন সুখী ব্যক্তি নিয়ে কিছু কথা শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন।