Source
ইঞ্জুরির জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পাক বোর্ডের (পিসিবি) মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটি তাকে ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।
হাঁটুর লিগামেন্টে চোট আছে আফ্রিদির। এই খবর নিশ্চিত হওয়ার পরেই রসিকতা করে টুইট করেছেন আর এক বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। ২০২০ সালে অবসর নিয়ে ফেলেছিলেন আমির কিন্তু গত বছর অবসর ভেঙে ফিরে আসেন, যদিও জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হচ্ছে তার পক্ষে।
এবার এশিয়া কাপ থেকে আফ্রিদি ছিটকে যাওয়ার পর থেকে পাক সমর্থকরা টুইটারে আমিরকে ‘ট্রেন্ডিং’ করে চলেছেন। তাঁদের দাবি, আফ্রিদির পরিবর্তে আমিরকে দলে নিতে হবে। এসব কাণ্ড দেখে আমির নিজেই টুইট করে লিখেছেন, ‘আমি টুইটারে ট্রেন্ডিং, কিন্তু কেন?’
তাকে কেন ট্রেন্ডিং করা হচ্ছে তা ভাল মতোই জানেন আমির। পাকিস্তানের জার্সিতে আবারও খেলার ইচ্ছা তার যথেষ্টই। আর সে কারণেই হয়তো বিতর্ক উস্কে দিলেন তিনি যাতে নির্বাচকদের চোখে পড়ে। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বল হাতে আমিরকে দেখা যাবে কি না তা সময়ই বলবে।