শ্বেত দূতীবা Wrightia antidysenterica ফুলের ফটোগ্রাফি।

in r2cornell •  10 months ago 

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

শুভ সন্ধ্যা,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব‌ Wrightia antidysenterica কিছু ফুলের ফটোগ্রাফি।

মোবাইল ফটোগ্রাফি

ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আজকে লিখতে এসেছি Wrightia antidysenterica ফুলের ফটোগ্রাফি সম্পর্কে। যদি ও এই ফুলগুলো একেবারেই নতুন তিন থেকে চার বছর মানুষ দেখছে এই ফুলের গাছগুলি, এই ফুলের বৈজ্ঞানিক নাম, Wrightia antidysenterica এবং লোকমুখে যে নামে ডেকে থাকে সে টি হলো: ভুটান জুঁই, বা‌ শ্বেত দূতী, নামে পরিচিত।

প্রকৃতির মাঝে হাজারো প্রকার ফুল আমরা দেখতে পাই কিন্তু সব ফুলের কি নাম জানা আছে আমাদের ইউটিউব ফেসবুক google ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেকটাই সহজ হয়ে গেছে ফুলের নাম জেনে নেয়ার জন্য খুব সহজে আমরা যে কোন ফুলের নাম খুঁজে বের করতে পারি। এবং ওই ফুল সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তেমনি ভাবে আমার দেখা এই প্রথম‌ শ্বেত দূতী, ফুল আমি নিজেই আগে কখনো এই ফুলের নাম শুনি নাই।

ফুলগুলো দেখতে ছোট কিন্তু সৌন্দর্যে ভরপুর চারিপাশে চরকার মত পাপড়ি গুলো ছড়িয়ে আছে মধ্যখানে সাদা পরাগ জুমকোর মত। এই ফুলের সুবাস খুব একটা বেশি নয় বললেই চলে।

ফুল গুলোর পাতা অনেক পুরো পুরো সবুজ রঙের। কেউ যদি এই পাতাগুলোতে স্পর্শ করে তাহলে সে মনে করবে যে এগুলো হয়তো প্লাস্টিকের গাছ কিন্তু না প্রকৃতপক্ষে এই গাছের পাতাগুলোই এমন ।সম্ভবত বসন্তের সাথে শেষে সমস্ত গাছে ফুল আসে। এবং ৮ থেকে ৯ মাস এই গাছটিতে একা ধরাই ফুল ফুটতে থাকে রুদ্র স্থানে এই গাছ প্রতি স্থাপন করলে আরো বেশি ফুল ধরে যখন এই গেছে ফুল ধরা আরম্ভ করে তখন প্রতিদিনই ফুল গাছটি সাদা রঙ্গে ভরে ওঠে। এই ফুল সহজে ঝরে পড়ে না এক থেকে দুই দিন এই ফুলগুলো দাঁড়িয়ে থাকে।

শ্বেত দূতী, ফুলের কোন গন্ধ নাই তবুও এর সৌন্দর্যে কারণে মানুষ, তাদের বাড়িতে লাগিয়ে থাকে এই ফুল গাছগুলোতে খুব একটা বেশি যত্ন নেওয়া লাগে না মাঝেমধ্যেই গড়ায় একটু বেশি করে পানি দিলেই হয়ে যায়। বছরে ১ থেকে ২ বার অল্প কিছু করে জৈব সার এর সাথে হাড় কচু এক চামচ ইউরিয়া আধা চামচ ফসপেট মিশ্রণ করে মাটিতে ছড়িয়ে দিলেই গাছগুলা সব সময় সবুজ থাকবে। শুধু একটি জিনিস খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে।

DeviceName
Picture

Photography 📷📷
•Category

sunset 🌇
•Camera Used ‌

Handphone
•Model

vivo 15y
•Photographer@mdsahin111
•LocationAceh 📍🌐/

Malaysia

Software EditingAdobe Lightroom

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

অসংখ্য ধন্যবাদ আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাকে পরিদর্শন</করছেন।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!