Bismillahir Rahmanir Rahim,
Hello, my dear friends,
good morning,
how are you all I hope everyone is well and healthy. Alhamdulillah by the infinite mercy of Allah Subhanataala and your prayers I am also well and healthy. Today is English 12th December 2022 Christmas day only 13 days left. Various beautiful scenes are being arranged from now on. Today I will understand why.
Friends I went yesterday with my friends to a very beautiful place decorated there are many beautiful scenery for next Christmas day. First of all, my friend and I took the picture in front of two deers, because the horns of the deers were very long, it seemed that we were under the horns of the deers.
The deers are created in such a way, it seems that the full beauty of the deer is brought out. You can see behind that at the same time the car of the deer.
I took a selfie with my phone's camera. You don't see such a scene of beauty all the time. At this time of Christmas, most of the markets display such beauty.
Touching the antlers of the deer, I took this picture, each picture was like touching the heart and binding in the album.
In fact, the beauty of the pictures increases only when the pictures are taken in front of the beautiful scenery. Very beautiful environment inside this market everyone is eager to take pictures like me.
So guys, this was about my photography today and some of the beauty that has emerged in every market in the run up to Christmas has been shown in my photos. I hope you all like this article. God bless everyone.
English to Bengali translation
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো, আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ ইংরেজি ১২ই ডিসেম্বর ২০২২ ক্রিসমাস দিবসের আর মাত্র ১৩ দিন বাকি। এখন থেকে সাজানো হচ্ছে বিভিন্ন নন্দনীয় দৃশ্য। আজ এই সম্পর্কে আমি বুঝতে কেন করব।
বন্ধুরা আমি গত কালকে বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে খুবই একটি সুন্দর স্থান সেখানে সাজানো হয়েছে আগামী ক্রিসমাস দিবসে উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। প্রথমে ছবি উঠেছে আমিও আমার বন্ধু মিলে দুইটা হরিণএর সামনে থেকে হরিণ এর শিং অনেক লম্বা থাকায় মনে হয়েছিল যে আমরা হরিণের সিং এর নিচে আছি।
হরিণগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যে হরিণের পূর্ণাঙ্গ সৌন্দর্য ফুটে উঠেছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে একই সাথে হরিণের গাড়ি।
নিজের ফোনের ক্যামেরা দিয়ে নিজে নিজে সেলফি উঠেছি সৌন্দর্যের এমন দৃশ্য সব সময় দেখা যায় না ক্রিসমাসের এই সময় বেশি অংশ প্রতিটি মার্কেটে এমন সৌন্দর্য ফুটিয়ে তোলে।
হরিণের সিঙ্গে স্পর্শ করে আমি এই ছবিটা উঠিয়েছি প্রতিটা ছবি হৃদয় স্পর্শ করার মত এবং অ্যালবামে বেঁধে রাখার মত হয়েছে।
আসলে ছবি সৌন্দর্য তখনই বৃদ্ধি পাই যখন সুন্দর সিনারির সামনে থেকে ছবিগুলো উঠানো হয়। খুবই সুন্দর পরিবেশ এই মার্কেটের ভিতরে সবাই যেন ছবি তুলতে আগ্রই আমারই মতো।
তো বন্ধুরা এই ছিল আজকের আমার ফটোগ্রাফি সম্পর্কে এবং ক্রিসমাস সামনে রেখে প্রতিটা মার্কেটে যে সৌন্দর্য ফুটে উঠেছে তার কিছু অংশ আমার ফটো গুলির ভিতরে তুলে ধরেছে আশা করি আমার এই লেখাটি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.