শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। সবার ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের আর্টিকেল।
ভুল ধারণা,
মানুষের ধারণাই ভুল থাকতে পারে, মানুষ মাত্র
ভুল করে আর এই ভুলের উপরেই জীবন চালানোটাই অনেকটাই বোকামি। আমি যে ধারণাটা ছোটবেলা থেকেই শিখে আসছি তার ভিতরেও ভুল থাকতে পারে। নিজের ভুল ধারণা শুধরানোর সময় এলে অবশ্যই নিজেরা শুধরে নেব। তবে যদি আমার ভুল ধারণার প্রতি যথাযথ সঠিক তথ্য ও প্রমাণ থাকে।
source
ভুলের উপর বিশ্বাস,
শব্দটা অনেকটাই পুরাতন তবে এই শব্দের পেছনে রয়েছে লম্বা একটি বিশেষ কারণ। মানুষের বুদ্ধিমত্তা যদি অল্পের ভেতরে সীমাবদ্ধ থাকে তাহলে সে ভুলের সঠিক উপায় খুঁজে পাবে না, আর যদি মানুষের জ্ঞান সমুদ্রের মতো বিচরণ করতে থাকে তাহলে সে ভুল খুঁজতে সক্ষম হবে।
বিশ্বাস নিজের ব্যক্তিগত বিষয়, ও নিজের কনফিডেন্স, তবে ভুল বিশ্বাসের প্রতি অবিচাল থাকা নিজের অজ্ঞতা। উদাহরণস্বরূপ,
আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজনই, তিনি মহান তিনি বান্দার সব খবরই রাখেন,
কিন্তু কেউ আমাকে বলল যে ভাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই,
আমি তাকে বললাম ভাই প্রমাণ দাও যদি সঠিক হয় তোমার কথা মেনে নিতে আমার কোন সমস্যা নাই।
কিন্তু সে আমার প্রশ্নের সন্তুষ্টমূলক উত্তর দিতে পারল না এবং সঠিক তথ্য উপস্থাপনা করতে পারল না সে ক্ষেত্রে নিজের বিশ্বাসের উপরে অটল থাকাটাই উত্তম এটা আমার জ্ঞানে বলে।
source
ভুল শোধরানো,
মানুষ মাত্রই ভুল করে থাকে। আর জ্ঞানী মানুষরা একটি কথা বলে যে নিজের ভুল শুধরে নিজেকে পরিবর্তন করা অতিশয় উত্তম । উদাহরণস্বর , একটা সময় আমরা বই পুস্তকে পড়েছিলাম পড়েছিলাম পৃথিবীটা গোল, কিন্তু এখন মানুষের জ্ঞানের বিকাশিত ঘটার কারণে সেই ভুলটা শুধরে দিয়েছে বৈজ্ঞানিকরাই, এখন আমরা জানি যে পৃথিবীটা বত্তুল আকার আরো বলেছেন যে অনেকটাই উট পাখির ডিমের মতো। আমাদের বোঝার সুবিধার্থে।
source
ভুল শুধরানোর ক্ষেত্রে লজ্জা বোধ:-
অনেকেই রয়েছে যে নিজের ভুল শুধরোনা বদলাতে চাই না। কেননা সে একটি বিষয় ছোটবেলা থেকে জেনে আসছে দুই যোগ দুই সমান তিন হয়, কিন্তু এখন কেউ তাকে বলছে দুই যোগ দুই সমান চার হয় আর এটাই সঠিক। কিন্তু সে মেনে নিতে পারছে না, মেনে নিলেও লজ্জ্যার ক্ষেত্রে বলতে পারছে না। কেননা সে ছোটবেলা থেকেই এই ভুলটা করে আসছে।
উপসনহার,
মানুষের ভুল হবে স্বাভাবিক, এবং সেই ভুলটা মানুষই শুধরে দেবে এর মধ্য অস্বাভাবিক কোন কিছুই নাই, আমাদের নিজেদের ভুল গুলো অন্যের কাছ থেকে শুধরে নেব এবং অন্যের ভুলগুলো ধরিয়ে দেব। এবং নির্ভুলভাবে জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি, আমার লেখার ভেতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি ।
আল্লাহ সবার মঙ্গল করুন।
(আল্লাহাফেজ)