পড়ন্ত বিকালে মোবাইলের ক্যামেরা দিয়ে আবুলি বা Crossandra ফুলের ফটোগ্রাফি।

in r2cornell •  last year 

পড়ন্ত বিকালে মোবাইলের ক্যামেরা দিয়ে আবুলি বা Crossandra ফুলের ফটোগ্রাফি।

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

শুভ বিকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন ফুলের ফটোগ্রাফি নিয়ে।

Adobe_Express_20230822_2255280_1.png

Edited by Canva

কিভাবে শুরু করব নিজেই বুঝতে পারছি না কেননা যে ফুলের ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আমি আগে কখনোই এই ফুল গুলো দেখি নাই এবং এই ফুলের নাম শুনি নাই কারোর মুখ থেকে। কিন্তু আমাদের মাঝে এখন তো রয়েছে সবজান্তা নামে গুগোল বাবা খুঁজতে লাগলাম ফুলের রহস্য জানলাম এবং এই ফুল সম্পর্কে এক ঘন্টা খানি পড়লাম তারপর এখন লিখতে বসেছি নিজের মতো করে কিছু কথা।

IMG_20230805_190345.jpg

IMG_20230805_190334.jpg

IMG_20230805_190309.jpg

ফুলের নাম,
যদি প্রতিটি ফুলের নাম ইংরেজির সাথে বাংলার মিল থাকতো তাহলে কতই না ভালো হতো সবাই এক নামে জানতো, তো যাই হোক ইংরেজিতে যে নামে ডাকা হয় সেটি হল - Crossandra flowers। ইংরেজি নাম তো জানাই হলো এখন জেনে নেই বাংলা নামটা -,, আবুলি ফুল ।

IMG_20230805_190301.jpg

IMG_20230805_190250.jpg

IMG_20230805_190249.jpg

IMG_20230805_190245.jpg

আবুলি ফুল ও রঙ্গের বিবরণ

আমারে দেখা এই সর্বপ্রথম কমলা কালারের আবুলি ফুল তবে এর আরো রং রয়েছে যেমন সাদা ও লাল। ফুলের পাপড়ি গুলো গোছালো স্তরে সাজানো থাকে । একেকটি পুষ্পমঞ্জরিতে প্রচুর সংখ্যার ফুল থাকে। যে কেউ এই ফুলগুলো দেখলে তার পছন্দ হবেই।গাছের প্রতিটি ডালের শীর্ষে দন্ডের ন্যায় নিচের দিক থেকে গুচ্ছ আকারে প্রচুর ফুল ফোটে। যখন এই ভুলগুলো একসাথে ফুটে থাকে তখন দেখতে কিছুটা রজনীগন্ধা ফুলের মতই দেখা যায়। এই ফুলগুলো সাধারণত বাংলাদেশ ভারতসহ আশেপাশের দেশগুলোতে বসন্তকাল থেকেই গাছে ফুল ফোটা শুরু করে এবং শীতের সময় আসলেই গাছগুলোতে ফুল কমতে শুরু করে। দুই থেকে তিন মাস এই গাছে প্রচুর পরিমাণ ফুল দেখা যায়। কিন্তু মালয়েশিয়া এক ঋতুর দেশ বলে বারো মাস এই ফুলগুলো ফুটতে দেখা যায়।

আবুলি ফুল গাছ লাগানোর পদ্ধতি

আপনারা যদি এই ফুল গাছগুলো সরাসরি মাটিতে প্রতি স্থাপন করতে চান তাহলে মাটিগুলো ভালোভাবে কুপিয়ে এক থেকে দেড় মাস রেখে যেতে হবে তারপর মাটিতে মিশ্রণ করতে হবে জৈব সার, নয় মাসের পুরানো গোবর সার, পাতাপঁচা সার, সাথে এক মুঠো হাঁড়গুড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো সরিষার খোল মাটির সাথে ভাল করে মিশিয়ে ১০ থেকে ১৫ দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে| উপযুক্ত মাটি তৈরি হয়ে গেলে ওই মাটির উপরে গাছটি প্রতিস্থাপন করতে হবে। আর কেউ যদি মাটির টপে গাছ প্রতি স্থাপন করতে চান তাহলে একটি বড় সাইজের টপ নির্বাচন করতে হবে যেমন ১৫ থেকে ২০ ইঞ্চি টবের আয়তন হলে ভালো হয়। এবং উক্ত টপের নিচে ছিদ্র করতে হবে যাতে করে পানি নিচে জমে না থাকে। উপরের একই পদ্ধতিতে মাটি তৈরি করে নিতে হবে তারপর উক্ত মাটিতে গাছ প্রতি স্থাপন করতে হবে। টপের গাছগুলি এমন একটি জায়গা রাখতে হবে যাতে করে দিনের ৫ থেকে ৬ ঘন্টা রৌদ্র থাকে এমন স্থানে।

IMG_20230805_190236.jpg

IMG_20230805_190231.jpg

তো বন্ধুরা ফুল গাছ ও ফুলের বিবরণ দিতে দিতে ভুলেই গেছিলাম যে আজকে ফুলের ফটোগ্রাফি কোথা থেকে সংগ্রহ করছি এ কথা বলতে। আজকে বিকেলে আমি আমার কোম্পানি থেকে বের হয়ে যাচ্ছিলাম ২ টাকা নামে মালয়েশিয়াতে একটি মার্কেট রয়েছে ওই মার্কেটে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। আমার কোম্পানি থেকে পাঁচ মিনিট লাগে মার্কেটে যেতে তাই আমি হেঁটে যাচ্ছিলাম যাওয়ার পথে একটি বাড়ির সামনে দেখতে পাই এই সুন্দর ফুলগুলো তারপর আমার ফোনের ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি উঠাই এবং এই ছবিগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করেছি।

তো বন্ধুরা আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

[ফুল সম্পর্কে জানা সকল তথ্য এই সাইট থেকে(https://creativitygardening.com/crossandra-infundibuliformis-care/)

অসংখ্য ধন্যবাদ আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!