বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে গল্পটি শুরু করছিলাম সেই গল্পটি শেষ করার চেষ্টা করব। সকাল থেকে গল্পটি অল্প অল্প করে লিখতে শুরু করছি। তো যাই হোক আমরা মূল গল্পই ফিরে আসি ।
ক্যানভা দ্বারা সম্পাদিত
কালকে আমি শেষ করছিলাম তুহিনকে তার চাচাতো ভাই সৌদি আরব নিয়ে যাবে( এখানে)। যারা আমার লেখাটি পড়েছেন তারা অনেকে এই বিষয়টি জানেন। তুহিনের কাগজপত্র সবকিছু রেডি করে চাচাতো ভাইয়ের কাছে পাসপোর্ট এর এক কপি ছবি পাঠিয়ে দেন। দুই মাসের মধ্যেই তার আকামা বেরিয়ে আসে।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ শুক্রবার 6:30 মিনিটে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট হয় তুহিনের খুব ভালো ভাবেই সেখানে পৌঁছে যাই, নতুন জায়গা মানিয়ে নিতে কয়েকদিন সময় লাগলেও তুহিন সবকিছুই সামনে নিয়ে কাজের জন্য প্রস্তুত।
কোম্পানি প্রথমে তিন মাসের আকামা দিয়ে থাকে যারা সৌদি আরব গিয়েছেন তারা হয়তো বা বিষয় কি জানেন। তিন মাসের আকামাই তুহিন যে কোম্পানিতে গিয়েছে ওই কোম্পানিতে কাজ করতে শুরু করল। বেশ মোটামুটি ভালই কাজ চলছে বাড়িতে প্রথম দুই মাসের বেতন পাঠিয়েছে আর এক মাসের বেতন তার আকামার জন্য রেখে দিয়েছে।