বিছমিল্লাহির রাহমানির রাহিম।
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার একটি দিনের কার্যাবলী।
Edited by Canva
প্রতিদিন সকালে একই টাইমে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ডাক্তারের পরামর্শ দেয় যে রাতে দ্রুত ঘুমোতে যাওয়া এবং সকালে দ্রুত ঘুম থেকে ওঠা। আমি চেষ্টা করি যে প্রতিদিন সকালে একই টাইম ঘুম থেকে উঠার জন্য কেননা সকালে ফরজের নামাজ পড়তে হয় আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। আমি গতকাল ছয়টা ত্রিশে ঘুম থেকে উঠি। তারপর প্রতিদিনের নাই ওযু করে ফরজের নামাজ শেষ করি।
ফরজের নামাজ শেষ করে সকালের জন্য নাস্তা তৈরি করি আজকের নাস্তায় নুডুলস বানানো হয়েছে। আমি এই নুডুলসটি অনেক ভক্তি করে খাই আর এটার রান্না খুবই সহজ তাই এজন্য সকালের নাস্তা হিসেবে প্রায় প্রতিনিয়তই নুডুলস তৈরি করা হয়।
সকালের নাস্তা
আমার বন্ধু, অতএব রুমমেট আবার আমি যেভাবে লুডুস রান্না করি সে এভাবে খেতে চাই না ওর ভালো লাগে নুডুলস ভাজি করে খেতে। তাই যখন আমি নুডুলস তৈরি করি আমার নিজের জন্যই তৈরি করি আর আমার বন্ধু সে যখন তৈরি করে তার নিজের জন্যই তৈরি করে। আসলে একেক জন একেক রকম করে খেতে ভালোবাসে। সবার গালের স্বাদ মে এক রকম নয়।
কুয়াশায় ঘেরা সকালের আবহাওয়া।
তো যাই হোক সকালে খাওয়া-দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কাজের গন্তব্য স্থলে আজকে শনিবার তাই আমাদের ডিউটি টা ৪ ঘন্টা আর কোম্পানির অন্যান্য অফিস স্টাফ আজকের ছুটি।সকালে গিয়ে দশটা পর্যন্ত কাজ করার পরে আমাদের সুপারভাইজার এসে জানালো যে কাজের অতিরিক্ত চাপ তাই আজকে সবাই কে ওভারটাইম করা লাগবে। অভার টাইমের কথা শুনে অনেকটা খুশি লাগলো কেন না বিদেশের মাটিতে ওভারটাইমে কাজ করলে ১.৫ স্যালারি পাওয়া যায়। তাই বিদেশের মাটিতে ওভারটামকে বলা হয় সোনার হরিণ ।
বারোটার সময় দুপুরে খাওয়া শেষ করি , এরপরে এক ঘন্টা বিশ্রাম টাইম। বিশ্রাম টাইমে ফোনটা হাতে নিয়ে steemitblog সাইটে ঢুকে কয়েকটি কমেন্ট করলাম কেননা, কাজের সাইটে এক্টিভ থাকা টা খুবই প্রয়োজনীয় তাই কাজের ফাঁকে ফাঁকে যখনই সমান পাই steemitblog সাইটে সময় দেওয়ার চেষ্টা করি। আমরা যেখানেই কাজ করি না কেন যদি আমাদের কাজের এক্টিভিটি ভালো না হয় তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, আসলে আপনি যেখানে অর্থ উপার্জন করছেন সেখানে সময় দিবেন না এটা কি কখনো হয়।
কোম্পানির ভিতর থেকে উঠানো একটি চিত্র
তারপর আবারও সেই কাজ পুনরায় করতে লাগলাম, তিনটার সময় জোহরের নামাজ পড়ে ১৫ মিনিট বিশ্রাম করে কাজ করতে শুরু করলাম পাঁচটা পর্যন্ত কাজ করে আমাদের হাজীরা সম্পন্ন হল। আসলে কাজের ভিতরে থাকলে কখন যে সময় অতিবাহিত হয়ে যায় বোঝা যায় না। তাই আমি সাজেস্ট করব যারা বেকার আছেন তারা কিছু না কিছু কাজের সাথে ইনভোল্ট হন যাতে করে আপনাদের সময়টা ভালো কাটবে এবং মনটা ভালো থাকবে।
ফোনের ক্যামেরা দিয়ে উঠানো মায়াবী বিড়ালের ছবি।
পাঁচটার সময় বাসায় আসলাম তারপর ফ্রেশ হয়ে একটু বাহিরে বের হলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাইরে বের হয়ে দেখি ঘি কালারের নাদুস নুদুস ফুটফুটে একটি বিড়াল রাস্তার সাইটে বসে আছে এটা মূলত পোষা একটি বিড়াল আমি তার কাছে গিয়ে গায় একটু হাত বুলিয়ে দিলাম তারপর তার দুইটা ছবি উঠেছি। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন যে বিড়াল টি দেখতে কেমন আমার কাছে অনেক ভালো লাগছে তার এই অপলক চাহনি।
কেনাকাটা করে বাসায় আসলাম তারপর রান্না করতে হবে এটাই একটি ঝামেলার কাজ যেটা ৭ বছর যাবত করে আসছে। মাঝে মাঝে একটু অসহ্য লাগে রান্না করতে তবুও যে নিরুপায় করতেই হবে। ততক্ষণে শম্পা দিদির মেসেজ চলে আসছে আজকে হ্যাং আউট হবে মজার মজার গল্প হবে সবাই মিলে আনন্দ করবো ।
রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে আম্মার কাছে একটু কল করলাম কেননা এখন বাংলাদেশ আবহাওয়া খুবই খারাপ প্রায় বাড়িতে বাড়িতে জ্বর সর্দি কাশি লেগে আছে। প্রায় প্রতিদিন একবার করে আম্মার সাথে কথা বলতেই হয় তা না হলে কিছুই ভালো লাগেনা। মা যে আমার পৃথিবীর স্বর্গ। মায়ের ভালোবাসা থেকে দূরে আছে তাই কি মায়ের দোয়া থেকে দূরে নয়।
রাত ১১ টার সময় হ্যাংআউটে যুক্ত হলাম অনেকদিন পর শম্পা দিদিকে দেখে অনেক ভালো লাগলো কেননা অনেকদিন যাবত শম্পা দিদি আমাদের সাথে এক্টিভ ছিল না তিনার পারিবারিক কিছু সমস্যার কারণে। যাইহোক আমরা অনেক মজা করলাম বিভিন্ন রকম প্রশ্ন আর ধাঁদাই কেটে গেল এক দেড় ঘন্টা। সময় যে কেমনে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না আসলে আনন্দের সময় গুলো খুব দ্রুতই অতিবাহিত হয়ে যায়।