বিসমিল্লাহির রাহমানির রাহিম,
পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে এবং বাপ মায়ের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি ও ভাল আছি এবং সুস্থ আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব মালয়েশিয়ান রেড প্লুমেরিয়া ফুলের ফটোগ্রাফি। এ টি বাংলাদেশে লাল কাঠ গোলাপ নামে পরিচিত।
PHOTOGRAPHY
রোমান সাম্রাজ্যে ফুলকে ধরা হতো ভালোবাসার পথিক হিসেবে। এখনো পর্যন্ত ওই ধারাবাহিকতা আমাদের ভিতরে রয়েছে। প্রেমিকার রাগ মিটানোর জন্য আমরা ফুল কে ব্যবহার করে থাকি ফুল দেখলে যেকোনো মানুষের রাগ নিমিষেই হালকা হয়ে যায়। তবে সেই ফুলটা যদি লাল কাঠ গোলাপ হয় তাহলে তো কথাই নেই। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই ফুলগুলো এখন খুব কম দেখা যায়। তবে বাণিজ্যিকভাবে আমাদের যশোর অঞ্চলে এই ফুলগুলো চাষ করে থাকে।
কাঠ গোলাপ ফুলের উৎপত্তি
আমি কয়েকদিন আগে google একটি সাইট থেকে কাঠ গোলাপ ফুলের উৎপত্তি সম্পর্কে পড়েছিলাম। সেখানে উল্লেখ ছিল , ফ্রান্সের একজন উদ্ভিদবিদ তিনি তার গবেষণাগার থেকে প্রথম এই ফুলের বর্ণনা মানুষের কাছে তুলে ধরেন। তার নাম ছিল charles plumeria তিনি এই ফুলের অস্তিত্ব সম্পর্কে বিশাল এক বর্ণনা এবং এর বিভিন্ন জাত সম্পর্কে উল্লেখ করেছেন এই ফুলের নামকরণ করা হয়েছে তার নামের সাথে মিল রেখে। লাল কাঠ গোলাপ ফুল এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, ফ্রান্স আমেরিকা, কলম্বিয়া এবং ভেনিজুয়েলা অঞ্চলের স্থানীয় এ উদ্ভিদটি বিশ্বজুড়ে দেখা যায়।
** Your post has been upvoted (1.04 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Thank you so much for supporting me ❤️❤️❤️