টপ লেয়ার-১ ক্রিপ্টোকারেন্সি // পার্ট: ২

in r2cornell •  9 months ago 

আমরা গত পর্বে টপ লেয়ার-১ ক্রিপ্টো কারেন্সির লেয়ার-১ প্রথম বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে লেয়ার-১ দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের কয়েন গুলো নিয়ে আলোচনা করবো । এটা কোন বিনিয়োগের পরামর্শ নয় বরং একান্তই আমার ব্যক্তিগত মতামত তাই বিনিয়োগের পূর্বে নিজে গবেষণা এবং যাচাইবাচাই করে তবেই বিনিয়োগ করুক ।

hands-4348717_1280.jpg

image source

লেয়ার-১ দ্বিতীয় বিভাগ: আমরা ১০০০০ ডলারের মধ্যে ৭০০০ ডলার লেয়ার-১ প্রথম বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করেছি। এখন বাকি ৩০০০ ডলারের মধ্যে ২০০০ ডলার লেয়ার-১ দ্বিতীয় বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করবো। অর্থাৎ মোট বিনিয়োগের ২০% দ্বিতীয় বিভাগের কয়েন গুলোতে বিনিয়োগ করবো। প্রতিটি কয়েনে ২০০ ডলার বিনিয়োগ করবো ।

১. আইসিপি (ICP): আইসিপি ওয়েব ৩ ট্রেন্ডে অনেক ভাল পারফরমেন্স করতে পারে যদিও কয়েনটি লম্বা সময় ধরে নিম্নমুখী রেখায় গমন করছে এমনকি আরও নিচে যেতে পারে । তবুও এই কয়েনটিকে বর্তমান দামে অল্প পরিমাণে ক্রয় করা যেতে পারে । আমরা আইসিপি কয়েনটিকে $৩,$২.২৫,$১.৫০ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $২০ থেকে $৫০ যেতে পারে ।

২. ইনজেকটিভ (INJ): বর্তমানে ইনজেকটিভ কয়েনটি কিছু টা অতিমূল্যে ট্রেড হচ্ছে । তাই আমরা এই কয়েনটিকে একটু নিচে আসলে ক্রয় করতে পারি এজন্য $৪,$২.৭০,$১.৫০ উত্তম ক্রয় জোন হতে পারে । এই কয়েনটি আগামী বুল রানে অন্ততপক্ষে $২৫ থেকে $৫০ পর্যন্ত যেতে পারে ।

৩. অ্যালগো (ALGO): অ্যালগো কয়েনটি দীর্ঘ সময় ধরে নিম্নমুখী দিকে অবস্থান করছে। আমরা এই কয়েনটিকে $০.০৯,$০.০৬৫,০.০৪ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $১ থেকে $২.৫০ পর্যন্ত যেতে পারে ।

৪. ভেটকয়েন (VET): ভেটকয়েন ২০২১ এর বুল রানে অনেক ভাল পারফরমেন্স করেছেএবং আশা করা যায় আগামী বুল রানেও ভাল পারফরমেন্স করতে পারে । এটা অনেক শক্তিশালী একটা প্রোজেক্ট। আমরা এই কয়েনটিকে $০.০১২, ০.০০৮৫, $০.০০৫ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি ।

৫. ডজকয়েন (DOGE): আমরা সবাই জানি ডজকয়েন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রিয় কয়েন তাই এটি আমাদের ও প্রিয় কয়েনের তালিকায় থাকা উচিত । এটি ২০২১ এ অসম্ভব ভাল পারফরমেন্স করেছে । আমরা এই কয়েনটিকে $০.০৪৫,$০.০৩,$০.০১৬ এই তিনটি ভিন্ন দামে ক্রয় করতে পারি ।

৬. লাইটকয়েন (LTC): একসময় বিটকয়েন, ইথারিয়ামের পরে সবচেয়ে জনপ্রিয় কয়েন ছিল লাইটকয়েন যদিও অনেক প্রতিযোগিতার মুখে এটি অনেকটা পিছিয়ে গেছে তবুও এই কয়েনটি টপ ২০ কয়েনের তালিকায় আছে। তাই আমরা এই কয়েনটিকে $৫০,$৪০, $৩০ এ ক্রয় করতে পারি ।

৭. জিলিকা (ZIL): জিলিকা অনেক ভাল প্রজেক্ট যদিও বেয়ার মার্কেটে এটি অনেক ঘুমন্ত অবস্থায় আছে। আমরা এই কয়েনটিকে $০.০১২৫,$০.০০৯,$০.০০৬৫ এ ক্রয় করতে পারি ।

৮. কাভা (KAVA): কাভা একি সাথে লেয়ার-১ এবং টপ ডেফি কয়েন। আশা করা যায় আগামী বুল রানে এটি ভাল পারফরমেন্স করবে। আমরা এই কয়েনটিকে $০.৫৫,$০.৪০,$০.২৬ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $২ থেকে $৫ যেতে পারে ।

৯. মাল্টিভারসএক্স (EGLD): মাল্টিভারসএক্স একটি অনেক শক্তিশালী প্রজেক্ট । এটি ২০২১ এর বুল রানে প্রায় $৫০০ এ হিট করছিল যদিও এখন $২৩ এ ট্রেড হচ্ছে তবুও ভবিষ্যত পরিকল্পনা মোতাবেক আমরা এই কয়েনটিকে $২০,$১৪,$৮ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $১০০ থেকে $২৫০ যেতে পারে ।

১০. আডাকয়েন (ADA): আডা অতি ধীর গতির কয়েন যদিও এটি ২০২১ এ অনেক ভাল পারফরমেন্স করেছে এমনকি সব সময় টপ ১০ কয়েনের তালিকায় অবস্থান করছে। তাই এই কয়েনটিকে আমরা $০.১৬,$০.১০,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

লেয়ার-১ তৃতীয় বিভাগ: লেয়ার-১ তৃতীয় বিভাগে আমাদের অবশিষ্ট ১০০০ ডলার বিনিয়োগ করবো অর্থাৎ প্রতিটি কয়েনে $১০০ করে বিনিয়োগ করবো ।

১. টনকয়েন (TON): টনকয়েন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কয়েন তাই বলা যায় এই প্রজেক্টটির টিম অনেক শক্তিশালী এবং ভবিষ্যতে ভাল কিছু করতে পারি । ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী আমরা এই কয়েনটিকে $১,$০.৬৫,$০.৪০ এ ক্রয় করতে পারি ।

২. ট্রোন ( TRON): ট্রোন ক্রিপ্টো জগতের জনপ্রিয় ব্যক্তি জাসটিন সানের কয়েন। এই ব্লকচেইনে সবচেয়ে বেশি স্টাবলকয়েন লেনদেন হয়। আমরা ট্রোন কয়েনটিকে $০.০৪, $০.০২৬,$০.০১৬ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে ০.৩০ থেকে $০.৫০ এ যেতে পারে ।

৩. ফ্যানটম (FTM): ফ্যানটম ২০২১ এ অসম্ভব ভাল পারফরমেন্স করেছে এবং আশা করা যায় এটি আগামী বুল রানে ভাল পারফরমেন্স করবে। আমরা এই কয়েনটিকে $০.১৭,$০.১১,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

৪. ফ্লো (FLOW): ফ্লো দীর্ঘ সময় ধরে নিম্নমুখী দিকে গমন করছে। এই কয়েনটি অনেক ভাল পারফরমেন্স করার কথা থাকলেও হতাশাজনক পারফরমেন্স করছে। যদিও ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী আমরা এই কয়েনটিকে $০.৪০,$০.২৬,$০.১৫ এ ক্রয় করতে পারি । আশা করা যায় আগামী বুল রানে এটি অন্ততপক্ষে $৩ থেকে $১০ যেতে পারে ।

৫. সেই (SEI): সেই কয়েনটি অতি সম্প্রতি মার্কেটে এসেছে । আগেও বলেছি নতুন কয়েন গুলো বুল মার্কেটে ভাল পারফরমেন্স করে। সেই কথা মাথায় রেখে আমরা সেই কয়েনটিকে নির্বাচন করেছি। এই কয়েনটি $০.১,$০.০৫৫,$০.০৩ এ ক্রয় করতে পারি ।

৬. সেলো (CELO): সেলো কয়েনটি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যদিও এটার ভাল করার সম্ভাবনা আছে কারন অনেক ভাল প্রজেক্ট দীর্ঘ সময়ে উন্নতির ফলে ভবিষ্যতে ভাল করে। তাই আমরা এই কয়েনটিকে $০.৪০, $0.২৬,$০.১৬ এ ক্রয় করতে পারি ।

৭. ওয়েভস (WAVES): ওয়েভস অনেক পুরোনো একটা কয়েন। বরাবরের মতো বুল রানে এটি ভাল পারফরমেন্স করেছে। তাই ইতিহাস পর্যালোচনা করে আমরা এই কয়েনটিকে $১.২৫,$০.৮০,$০.৫০ এ ক্রয় করতে পারি ।

৮. টেজোস (XTZ): টেজোস কয়েনটিও বিপুল সম্ভাবনাময় কয়েন। এই কয়েনটি $০.৬০,$০.৪০,$.২৫ এ ক্রয় করতে পারি ।

৯. থরচেইন (RUNE): থরচেইন কয়েন টি আমরা $১, $0.৬০,$০.৪০ এ ক্রয় করতে পারি ।

১০. মুনবিম (GLMR): মুনবিম কয়েনটি ভবিষ্যতে ভাল করার সম্ভাবনা আছে । আমরা এই কয়েনটিকে $০.১৬,$.১০,$০.০৬৫ এ ক্রয় করতে পারি ।

আজ এই পর্যন্তই । আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো । আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, ধন্যবাদ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!