My girlfriend alien movie explain part 4

in r2cornell •  23 days ago 

IMG_20241129_071715.jpg

IMG_20241129_071729.jpg

IMG_20241129_071740.jpg

While I can't concentrate on art, Sou Chi starts encouraging Lai, hearing which Lai becomes more confident. On the other hand, Jian came to Fang's office and Fang said that he would give him a treat for helping in the exhibition. So he came to Fang's office and said that I have to give him a treat today. Fang then comes to Chai's restaurant with Jian. Fang is surprised because Soochi might get angry seeing Jian with him. But nothing happens to him, Sauchi is very happy to see them both. Souchi then brings food for both of them. Sauchi says if you share pictures of food on our page then you will be given cash doll. Fung says we don't need these. Then the drink fell on the doll due to the impact of his hand. Then Sauchi gets angry and says why are you doing this. If you don't like it, I will give it to someone else. Fang then realizes that Southee will give Lai the doll so he becomes very jealous. He approaches Chai and buys all the dolls.

Xian then asks him are these for me Fang can't understand anything so he Xian who yes these are for you. After that, when he came home, his stepmother came to him and said that for so long I thought Lai was like me. But now I see Lai is just as stubborn as you. Many years ago your mother wanted to divorce your father but you refused and ran out of the house angry and while trying to save you your mother had an accident Fang heard about her mother's accident. I remember And suddenly he got sick. Then his secretary came and asked his stepmother to leave.

In the next scene we see Lai drawing a picture very intently as Sauchie is with her then Fang calls her to tell her that Mr. Filner is leaving again. After hearing that there is another flight so he will go to the airport with Lai, Sauchi goes out to stop Filner. Then Fang and Lai left for the airport. On the road, we see Sauchi freezes everyone and then lies down in front of Filner's car so that everyone thinks that he had an accident with Filner's car. The accident causes him to miss his flight. At that moment Fang and Lai come there and Fang is worried to see Sou Chi like this then Sou Chi signals to Fang that he is fine.

After a while Lai comes to Filner and says Sauchie did this play just for me so that I can show you my painting Mr. Filner says I understand everything then Filner is surprised to see Lai's picture. And seeing Fang and Souchi's love for Se Lai, he agrees to the exhibition again. They are very happy with the joy of exhibition again.

And that day, when Fang Souchi says, will you be my girlfriend, he is so nervous that he doesn't say anything to Fang. Fang is very upset about not saying anything, he comes to the doctor and says why he didn't agree to the proposal of such a handsome and rich boy like me? Doctor says you have to impress him. Then propose nicely! The next day, Fang's secretary arrives and says that the stone they found during the accident has never been found before in the world! This stone is very special.

Moreover, there are many magical things in it. Fang then tells his secretary to start a new project in the company with this stone. Souichi on the other hand feels the magnetic fill around him. And he realizes his blue stone is just around the corner. So he went out into the street to look for it. Souji then moved to Fang's research building. He realizes that this is where his stone lies. But he can't get in there anyway. So he asks Lai for help. But Lai and the guard do not let him in. So Lai sneaks there with him. But they got caught.

IMG_20241129_071740.jpg

IMG_20241129_071804.jpg

IMG_20241129_071820.jpg

অথচ আমি আর্টে মনোযোগী দিতে পারছি না তখন সাউছি লাই কে উৎসাহ দিতে থাকে যেগুলো শুনে লাই অনেক বেশি কনফিডেন্ট হয়ে পড়ে। অন্যদিকে জিয়ান আসে ফাং এর অফিসে আসলে এক্সিবিশনে হেল্প করায় ফাং তাকে ট্রিট দিবে বলেছিল।তাই সে ফাং এর অফিসে এসে বলে আমাকে আজকে ট্রিট দিতে হবে। এরপর ফাং জিয়ানকে নিয়ে চাই এর রেস্টুরেন্টে চলে আসে।ফাং তখন অবাক হয়ে যায় কেননা তার সাথে জিয়ানকে দেখে সাউছি হয়তোবা রেগে যাবে। কিন্তু তার কিছুই হয় না সাউছি তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়। এরপর সাউছি তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে। সাউছি বলে খাবারের ছবি যদি আমাদের পেইজে শেয়ার করেন তাহলে আপনাদেরকে কাঁপল ডল দেয়া হবে।ফাং বলে আমাদের এসব লাগবে না। তখন তার হাতের ধাক্কা খেয়ে পুতুলের উপর ড্রিংকস পড়ে যায়। তখন সাউছি রেগে বলে তুমি এমন কেন করছো। তোমার পছন্দ না হলে এটা আমি অন্য কাউকে দিয়ে দিতাম। ফাং তখন বুঝতে পারে সাউথি লাই কে পুতুল দিবে তাই তার অনেক হিংসা হতে থাকে। সে চাই এর কাছে এসে সবগুলো পুতুল কিনে নেয়।

জিয়ান তখন তাকে জিজ্ঞেস করে এগুলো কি আমার জন্য ফাং কি বলবে কিছুই বুঝতে পারে না তাই সে জিয়ান কে হ্যাঁ এগুলো তোমার জন্য। এরপর বাসায় আসলে তার সৎ মা তার কাছে আসে এসে বলে এতদিন ধরে ভেবেছি লাই আমার মত হয়েছে। কিন্তু এখন দেখছি লাই পুরোপুরি তোমার মত অনেক জেদি হয়েছে অনেক বছর আগেও তোমার মা তোমার বাবার থেকে ডিভোর্স নিতে চেয়েছিল কিন্তু তুমি রাজি হওনি আর রাগ করার বাসা থেকে বের হয়ে গিয়েছিলে আর তোমাকে বাঁচাতে গিয়েই তোমার মায়ের এক্সিডেন্ট হয়ে যায় এই কথা শুনে ফাং তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। আর হঠাৎ করে এসে অসুস্থ হয়ে পড়ে। তখন তার সেক্রেটারি এসে তার সৎ মাকে সেখান থেকে চলে যেতে বলে।

এর পরের দৃশ্য আমরা দেখতে পাই লাই খুব মনোযোগ দিয়ে একটা ছবি আঁকছিল সাউছি তখন তার সাথে ছিল ফাং তখন তাকে কল করে জানায় মিস্টার ফিলনার আবার চলে যাচ্ছে। একটু পরেই তো আর ফ্লাইট তাই সে লাই কে নিয়ে এয়ারপোর্ট যাবে একথা শুনে সাউছি ফিলনার কে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। তারপর ফাং ও লাই কে নিয়ে এয়ারপোর্টে রওনা হয়। রাস্তায় আমরা দেখি সাউছি সবাইকে ফ্রিজ করে দেয় এরপর ফিলনার এর গাড়ির সামনে এসে শুয়ে পড়ে যাতে সবার মনে হয় ফিলনার এর গাড়ির সঙ্গে তার এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্টের ঝামেলা যেন তার ফ্লাইট মিস হয়ে যায়। ওই মুহূর্তে ফাং ও লাই সেখানে চলে আসে ফাং তো সাউছি কে এভাবে দেখে চিন্তায় পড়ে যায় তখন সাউছি ফাং কে ইশারা দেয় সে ঠিক আছে।

একটু পর লাই ফিলনার এর কাছে এসে বলে সাউছি এ নাটকটা করেছে শুধুমাত্র আমার জন্য যাতে আমি আপনাকে আমার আঁকা ছবিটা দেখাতে পারি মিস্টার ফিলনার বলে আমি সব কিছু বুঝতে পেরেছি এরপর ফিলনার লাই এর ছবি দেখে অবাক হয়ে যায় । এবং সে লাই এর প্রতি ফাং এবং সাউছির ভালোবাসা দেখে আবারো এক্সিবিশনের জন্য রাজি হয়ে যায়। আবার এক্সিবিশন হওয়ার আনন্দে তারা অনেক বেশি খুশি হয়ে যায়।

আর সেদিন ফাং সাউছি কে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এটা শুনে সে অনেক ঘাবড়ে যায় সে ফাং কে কোন কথাই বলে না। কোন কিছু না বলাতে ফাং অনেক বেশি বিরক্ত হয় সেটা ডাক্তারের কাছে এসে বলে আমার মত এত হ্যান্ডসাম এবং ধনী ছেলের প্রপোজাল পেয়েও ও রাজি হল না কেন? ডাক্তার বলে তোমাকে ওকে ইমপ্রেস করতে হবে। তারপর সুন্দর করে প্রপোজ করবে! পরের দিন ফাং এর সেক্রেটারি এসে বলে এক্সিডেন্টের সময় তারা যে পাথরটি পেয়েছে তা পৃথিবীতে আগে কোথাও পাওয়া যায়নি! এই পাথরটি খুবই স্পেশাল।

তাছাড়া এটার মধ্যে অনেক জাদুকরি বিষয় রয়েছে ফাং তখন তার সেক্রেটারি কে বলে এই পাথর নিয়ে কোম্পানিতে নতুন প্রজেক্ট শুরু হোক। অন্য দিকে সাউছি তার আশেপাশে ম্যাগনেটিক ফিল অনুভব করে। আর সে বুঝতে পারে তার নীল পাথরটি আশেপাশেই রয়েছে। তাই সে খুঁজতে রাস্তায় বের হয়ে পড়ে। এরপর সাউছি ফাং এর রিসার্চ বিল্ডিং এ চলে আসে। সে বুঝতে পারে এখানেই তার পাথরটি রয়েছে। তবে সে সেখানে কোন ভাবেই ঢুকতে পারে না। তাই সে লাই এর কাছে সাহায্য চায়। কিন্তু লাই কে ও গার্ড ঢুকতে দেয় না।তাই লাই ওকে নিয়ে লুকিয়ে সেখানে চলে আসে। কিন্তু তারা ধরা পড়ে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  23 days ago  ·  

আপু আপনার পাওয়ার গুলো এখন Blurt space এ ডেলিগ্রেশন করে দিয়েন। আশা করি খুব শীঘ্রই দেখতে পাবো। ধন্যবাদ