Fang then tells Souchi what he thinks about being a girlfriend. Souchi says he is an alien he won't stay on earth for long. So if he loves her for a few days then Fang will suffer a lot. But Fang Souqi could not understand anything. He thinks that maybe Souchi likes Lai. And that's why Souchi doesn't want to have a relationship with him. Fang then tells Souchi that from now on I will impress you in such a way that you will automatically go crazy for me. It is then seen that Fung starts watching romantic movies to impress Souchi. Started reading love books. Cole even started practicing with a pillow. How will he propose to Sauchi?
The next morning, Fang woke up and went to meet Sou Chi. On arrival he brings flowers for Sauchi. Then wants to go for a walk with Sauchi. But he doesn't. Then Fung comes to the office and asks his secretary to order food at Chai's restaurant. In fact, Chai's restaurant was running off-season. So Fung ordered a lot of food to increase their sales. And if the cell increases, Sauchi will impress him.
Meanwhile, Sawchi saw that an order of 1000 cups of coffee came to him. Sauchi can't do this alone so Lai helps her. The two then checked the customer's order and found it was Fung's order. Then Souchi went to Fang's office and started giving copies to everyone. And now when he goes to Fang he will talk about being a girlfriend so he comes to the secretary and asks Fang to take the copy. But the secretary wants to have a relationship with Sauchie Fang so she pretends that my legs hurt. I can't go anywhere.
Forced, Soochi comes to Fang's room with coffee, then he blurts out that he ordered so many coffees to impress Soochi. Then Souchi gets very angry. And say you don't like me. But you want to make me girlfriend. To you, relationships, love and relationships seem like games. But I do what I do with love. So I don't want to play any boy with you. Sauchi says this and leaves from there. Fang decides he won't force her anymore. Fung then visits his personal doctor. It is again seen by his step-uncle. And takes his picture.
The next day, Han comes to Souchi and explains to Souchi that Fang is mentally ill. And only you can heal him. On the other hand, Fung's stepmother showed the pictures to his father. Then Fang's father asks him why he went to the mental hospital. Fang doesn't know what to say when Souchi comes there. And said in front of everyone that Fang went to the hospital for me. Actually I'm sick then Fang's stepmother asks who are you again.
Souchi then introduces herself as Fang's girlfriend. Fang then tells his father yes, I have been in a relationship with Souchi for a long time. Fung's father hears this and leaves in anger. After everyone left, Lai came and congratulated them both. Meanwhile, it appears that Fang's stepmother is his brother, don't worry, now we have a great opportunity to keep an eye on Souchi. I will use him in our work. There's Xian in it again. Fang will be trapped very well this time. Lai heard these words of mother and uncle.
On the other hand, Fang asks Sou Chi why she came to save him. Souchi says your secretary told me everything so I decided to pretend to be your girlfriend to save you. After that, Fang and Souchi are seen doing a lot of shopping. He takes her to the parlor and dresses her up beautifully. And this is the first time Fang goes crazy seeing Souchi. Fang tells Souchi my father wants me to break up with you. Because you have no status. In that again they know you are mentally ill. Don't you worry I will make you like that. So that father likes you.
তারপর ফাং সাউছিকে বলে গার্লফ্রেন্ড হওয়ার ব্যাপারে তার কি চিন্তাভাবনা। সাউছি বলে সে একজন এলিয়েন সে বেশিদিন পৃথিবীতে থাকবে না। তাই অল্প কয়েক দিনের জন্য যদি সে তাকে ভালোবাসে তাহলে ফাং অনেক কষ্ট পাবে । কিন্তু ফাং সাউছির কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে ভেবে নেয় সাউছি হয়তোবা লাই কে পছন্দ করে। আর সেজন্যই সাউছি তার সাথে রিলেশন করতে চায় না।ফাং তখন সাউছি কে বলে এখন থেকে আমি তোমাকে এমন ভাবে ইমপ্রেস করব তুমি নিজে থেকেই আমার জন্য পাগল হয়ে যাবে। এরপর দেখা যায় সাউছি কে ইমপ্রেস করার জন্য ফাং রোমান্টিক মুভি দেখতে থাকে। ভালোবাসার বই পড়তে শুরু করে। এমন কি কোল বালিশ নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয়। সে কিভাবে সাউছি কে প্রপোজ করবে।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ফাং সাউছির সাথে দেখা করতে চলে আসে। আসার সময় সে সাউছির জন্য ফুল নিয়ে আসে। তারপর সাউছির সাথে ঘুরতে যেতে চায়। কিন্তু সে না করে দেয়। এরপর ফাং অফিসে এসে তার সেক্রেটারি কে বলে চাই এর রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে। আসলে চাই এর রেস্টুরেন্টে এখন অফ সিজন চলছিল।তাই ফাং অনেক খাবার অর্ডার করে যাতে করে তাদের সেল বেড়ে যায়। আর সেল বেড়ে গেলে সাউছি তার উপর ইমপ্রেস হবে।
এদিকে সাউছি দেখে তার কাছে এক হাজার কাপ কফির অর্ডার এসেছে। একা সাউছি এসব পারবেনা তাই লাই তাকে সাহায্য করে। তারপর দুজন মিলে কাস্টমার অর্ডার চেক করে দেখতে পায় এটা ফাং এর অর্ডার ছিল। তারপর সাউছি ফাং এর অফিসে গিয়ে সবাইকে কপি দিতে থাকে। আর ফাং এর কাছে গেলেই এখন সে গার্লফ্রেন্ড হওয়ার কথা বলবে তাই সে সেক্রেটারির কাছে এসে বলে ফাং এর কাছে কপি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেক্রেটারি মনে মনে চায় সাউছি ফাং এর সাথে রিলেশন করুক তাই সে নাটক করে বলে আমার পায়ে ব্যথা। আমি কিছুতেই যেতে পারবো না।
বাধ্য হয়ে সাউছি ফাং এর রুমে আসে কফি নিয়ে তখন কথায় কথায় সে বলেই ফেলে সে সাউছি কে ইমপ্রেস করার জন্য এতগুলো কফি অর্ডার করেছে। তখন সাউছি অনেক রেগে যায়। আর বলে তুমি আমাকে পছন্দ করো না । অথচ তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাচ্ছো। তোমার কাছে সম্পর্ক ভালবাসা এসব খেলা মনে হয়। কিন্তু আমি যা করি তা মন থেকে ভালোবেসে করি। তাই তোমার সাথে কোন ছেলে খেলায় জড়াতে চাই না।সাউছি এসব বলে সেখান থেকে চলে যায়। ফাং সিদ্ধান্ত নেয় সে আর তাকে জোর করবে না। এরপর ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে আসে। এটা আবার তার সৎ মামা দেখে ফেলে। আর তার ছবি তুলে রাখে।
পরের দিন হান আসে সাউছির কাছে সে সাউছি কে বুঝিয়ে বলে আসলে ফাং মানসিকভাবে অসুস্থ। আর তাকে একমাত্র তুমি সুস্থ করে তুলতে পারো। অন্যদিকে ফাং এর সৎ মা ওই ছবিগুলো তার বাবাকে দেখায়। তখন ফাং এর বাবা তার কাছে জানতে চায় সে কেন মেন্টাল হসপিটালে গিয়েছিল।ফাং কি বলবে বুঝতে পারছিল না এমন সময় সাউছি সেখানে চলে আসে। আর সবার সামনে বলে ফাং আমার জন্য হসপিটালে গিয়েছিল। আসলে আমি অসুস্থ তখন ফাং এর সৎ মা জিজ্ঞেস করে তুমি আবার কে।
সাউছি তখন নিজেকে ফাং এর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়।ফাং তখন তার বাবাকে বলে হ্যাঁ সাউছির সঙ্গে অনেকদিন থেকেই আমার সম্পর্ক রয়েছে।ফাং এর বাবা এটা শুনে রেগে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর লাই এসে তাদের দুজনকে অভিনন্দন জানাই। এদিকে দেখা যায় ফাং এর সৎ মাকে তার ভাই বলে চিন্তা করো না আপা এখন আমাদের হাতে অনেক বড় সুযোগ এসেছে আমাদের সাউছির উপর নজর রাখতে হবে। ওকে আমাদের কাজে ব্যবহার করব। তার মধ্যে আবার জিয়ান রয়েছে।ফাং এবার খুব ভালোভাবেই ফেঁসে যাবে। মা আর মামার এই কথাগুলো লাই শুনে ফেলে।
অন্যদিকে ফাং সাউছি কে জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচাতে এসেছে। সাউছি বলে তোমার সেক্রেটারি আমাকে সবকিছু জানিয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বাঁচানোর জন্য তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করব। এরপর দেখা যায় ফাং আর সাউছি অনেক শপিং করে। পার্লারে নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে।আর এই প্রথম ফাং সাউছিকে দেখে পাগল হয়ে যায়। ফাং সাউছিকে বলে আমার বাবা চায় আমি তোমার সাথে ব্রেকআপ করি। কারণ তোমার কোন স্ট্যাটাস নেই। তার মধ্যে আবার তারা জানে তুমি মানসিক রোগী। তুমি চিন্তা করো না আমি তোমাকে এমন ভাবে গড়ে তুলবো। যাতে বাবা তোমাকে পছন্দ করে।