আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভাল আছি। আমি মোঃ রবিউল ইসলাম। আমার দৈনন্দিন জীবনে কাজ থেকে আজকে আমি লিখবো।
সকাল ৯ টার দিকে আমার ঘুম ভাঙ্গে। বর্তমান সময়ে শেষ রাতের দিকের কিছুটা ঠান্ডা পড়ে তাই সকাল বেলা ঘুমটা খুব ভালো হয় তাই উঠতে অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে।
সকালের নাস্তায় আম্মু হালিম রান্না করেছে গরুর মাংস দিয়ে। হালিম আমার খুব পছন্দের একটি খাবার।
আমি নিজের খাবার খেয়ে দেয়ে গরুর জন্য খাবার তৈরি করি। গুরুর জন্য খের কাটার পরে আমি সেগুলো গরুকে খেতে দেই।
আমাদের এলাকায় একটি গ্রাম সমিতির ঘর আছে। এই ঘরটা অধিকাংশ সময় বন্ধ থাকে। তাই আমি প্রায় প্রতিদিনই এখানে এসে আড্ডা দেই। এখানে বসে আমি আমার অনলাইনে সকল কাজ গুলো করি। বিকেলবেলা আমি ও আমার দুই বন্ধু মিলে ঘুরতে বের হই নদীর পারে। রাস্তায় এক মাদ্রাসায় আমরা কিছু ফুল দেখতে পাই।
ফুলগুলো ছিল সূর্যমুখী ফুল ও অন্যান্য কিছু ফুল ছিল সেগুলোর নাম আমি জানিনা। আমরা সেগুলোর ফটো তুলি।
নদীর পাড়ে অনেক কাশফুল ফুটেছিল দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমরা সেগুলোর ফটো তুলি।
কাশফুল গুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমরা তিন বন্ধু মিলে সেখানে অনেকক্ষণ আড্ডা দেই।বিকেলবেলা নদীর পাড় সাথে কাশফুল আবহাওয়া টা খুব সুন্দর ছিল তাই আমাদের সময়টা খুব সুন্দর কাটছিল সেখানে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা সেখান থেকে চলে আসি আমাদের বাড়ির দিকে।
এই ছবিটা সূর্যাস্তের ছবি আমাদের এলাকার এক ব্রিজ থেকে তোলা। সত্যি খুব সুন্দর লাগতেছিল সূর্যাস্তটি। ব্রিজ থেকে আমি এই সূর্য অস্তেরছবিটি তুলি।
সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লকটি পড়ার জন্য।