বন্ধুরা,
সারা বিশ্বে অনেক উঁচু উঁচু ভবন রয়েছে সে ভবনগুলোকে তাদের গর্ব বলে মনে করা হয়। তবে পৃথিবীর এমন একটি শহরে রয়েছে যা মাটির নিচে অবস্থিত। সেখানে হোটেল-বার সহ সব সুযোগ-সুবিধা রয়েছে। এ শহরটি মাটির নিচে এমনভাবে তৈরি করা হয়েছে যে তাপমাত্রা বেশি থাকা সত্ত্বেও এসি প্রয়োজন হয়না। কি বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হলেও সত্যি এমন একটি শহর রয়েছে অস্ট্রেলিয়া।শহরটির নাম কুবার প্যাডি। কুবার প্যাডি সবচেয়ে বিখ্যাত কারণে শহরটি মাটির নিচে অবস্থিত। এখানে উপর রত্ন পাথর পাওয়া যায়। এ শহরটি মরুভূমির মাঝখানে অবস্থিত। এখানকার সৌন্দর্য দেখে মানুষ অবাক হয়। কুবার প্যাডি শহরের মানুষ মাটির ভেতরে থাকবে পছন্দ করে। কুবার প্যাডি দক্ষিণের অ্যাডিলেডের উত্তরে ৮৬৪কিলোমিটার দূরে মরুভূমিতে অবস্থিত। তবে মাটির নিচে বসে থাকার কারণে কেউ কেউ একে আধুনিক পাতলু বলে থাকেন। এখানে কয়েক দশক ধরে খনি খনন করা হচ্ছে অমূল্য রত্ন পাথর আহরণের জন্য। যার কারণে এখানে বড় বড় গর্ত তৈরি করে মানুষ তাদের ঘর বানিয়েছে।
একটি অনুমান কোন সারে কুবার প্যাডি প্রায় ১৫০০ ঘর রয়েছে যা খনিতে নির্মিত। এসব বাড়িতে সুযোগ সুবিধার অভাব নেই। কুবার প্যাডি কে বিশ্বের উপাল ক্যাপিটাল বলা হয় কারণ এখানকার বেশিরভাগ মানুষ মাটির নিচে তৈরি বাড়িতে বসবাস করে। কুবার প্যাডি শহরের বসতির গল্পটি খুব মজার।
আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের ৭০% পাল রত্নপাথর এখানে কুবার প্যাডি তে উৎপাদিত হয়। খনির কারণে যে গর্তগুলো তৈরি হয়েছিল পরে মানুষ সেগুলোতে বসতি স্থাপন করে। উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়ার কুবার প্যাডি তে তাপমাত্রা খুব দ্রুত পরিবর্তন হয়।এখানে একটি মরুভূমি এবং একটি পাথরে এলাকা রয়েছে। প্রচণ্ড গরমে এখানে মাটির উপরে থাকা খুব কঠিন। কুবার প্যাডি তাপমাত্রা কখনো কখনো ১০০ ফারেনহাইট পর্যন্ত হয়।
Hi, @realsort,
Thank you for your contribution to the Blurt ecosystem.
Your post was picked for curation by @priyanarc.
Please consider voting for our Upkeep Proposal by Symbionts.