কত দামে বিক্রি হলো বেল্ট.....................

in r2cornell •  2 years ago 

শুভেচ্ছা এবং ভালোবাসা সকল বন্ধুদের প্রতি। আপনাদের ভালো এবং সুস্থ্য থাকার জন্য সব সময় দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ্য ও ভালো থাকতে পারি।

বন্ধুরা,

৫৮ কোটি ৩০ লাখ টাকায় বিaক্রি হলো বক্সার মোহম্মদ আলীর ঐতিহাসিক সেই চ্যাম্পিয়নশীপ বেল্ট। শতাব্দীর অন্যতম বিখ্যাত বক্সিং লড়াইয়ে জেতা এই বেল্টটি সম্প্রতি নিলামে বিক্রি হয়। অনেকেরই প্রশ্ন, ইতিহাস গড়া চ্যাম্পিয়নশীপ বেল্টটি বর্তমানে এখন কোথায়! ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে সেই বেল্টের সর্বশেষ খবর। ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’খ্যাত হেভিওয়েট ম্যাচটি অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’। জয় তুলে নেওয়ার পর আলী যে চ্যাম্পিয়নশিপ বেল্ট পেয়েছিলেন, তা ৬.১৮ মিলিয়ন ডলারে কিনে নেন জিম ইয়ারসে। বিংশ শতাব্দীর অন্যতম সেরা এই ক্রীড়া ইভেন্টটিতে ১৯৭৪ সালে জর্জ ফোরম্যানের বিপক্ষে লড়েছিলেন মোহাম্মদ আলী। কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত ছিল মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের মহাকাঙ্ক্ষিত দ্বৈরথের।

image.jpg

source

আলীর বয়স তখন 32 পেরিয়ে গেছে।জোফরেজিয়ারের কাছে ফাইটার অব দ্যা সেঞ্চুরিতে মুখোমুখি হয়েছিলেন 25 বছর ফোরম্যানের। কিন্তু সেদিন আলী বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন কেন তাকে গ্রেটেস্ট বলা হয়। আন্ডারডগ হিসেবে নেমে অষ্টম রাউন্ডে তার হাতেই নকআউট ফোরম্যান। গ্যালারিতে 60 হাজার দর্শকের সামনে সেদিন দ্বিতীয়বার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল অর্জন করেছিলেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর বিশ্বজুড়ে টিভিতে দেখেছিলেন 100 কোটিরও বেশি দর্শক। সেই সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোন অনুষ্ঠান সর্বোচ্চ সংখ্যক দর্শক দেখার রেকর্ডটি। আয়োজকরা তুলে নেন 100 মিলিয়ন ডলারের বেশি। ১৯৬৪ সালের সনি লিস্টন কে হারিয়ে প্রথমবারের ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জিতে ছিলেন আলী। সেই টাইটেল জেতার সময় অবশ্য তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। এর মাস খানেক পরেই ধর্মান্তরিত হন তিনি। এই কিংবদন্তীর ১৯৭৮ সালের পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। সনি লিস্টন কে হারানোর পর থেকেই আলীর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে আলী পরিণত হন তাঁর সমকালীন সেরা বক্সারের। তার পেশাদারী জীবনে তিনি প্রথম সত্তিকারের চ্যালেঞ্জের মুখোমুখি ১৯৭১সালে জোফরেজিয়ারের বিপক্ষে। মুখোমুখি হবার আগ পর্যন্ত দুজনই ছিলেন অপরাজিত। ১৫তম রাউন্ড পর্যন্ত একটা অসাধারণ দ্বৈরথের শেষে জয়ের মুখ দেখল জোফরেজিয়ার। আলী তার ক্যারিয়ারে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখেন।১৯৭১ সালের ৮ই মার্চ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত সেই ম্যাচটি স্বীকৃতি পায় গত শতাব্দীর সেরা লড়াই হিসেবে। অবশ্য পাঁচ বছর পর ১৯৭৫ সালে জোফরেজিয়ার’কে হারিয়ে আবার প্রতিশোধ নেন। সেই ম্যাচটা শুরু থেকেই আলী আক্রমণাত্মক ছিলেন এবং শেষ পর্যন্ত জয়ী হন।

তিনি তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনবার খেতাব হারিয়ে সেটা আবার পুনরুদ্ধার করেছেন যা কিনা বক্সিংয়ের ইতিহাসে বিরল। ১২৯৮১ সালের ডিসেম্বর মাসের দিনে অবসর গ্রহণ করেন।বেলটি সম্প্রতি নিলামে তোলা হয়েছে।বেলটি কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল টিম ইন্ডিয়ান পুলিশ ফোর্স এর প্রধান নির্বাহী।

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Mohammed ali