সবাই যেন মহা খুশি।

in r2cornell •  11 months ago 

সবাই যেন মহা খুশি।

clock-2696234_1280.jpg

কিছু কিছু সময় আছে যখন আমরা সবাই খুবই খুশি থাকি। বা এমন কোনো মুহূর্ত আমাদের জীবনে আসে যেটার সংবাদ শোনার পর আমরা খুশি হয়ে যায়। বিভিন্ন পরিকল্পনাও করি সেই সংবাদের বিষয় নিয়ে। পলিটেকনিক ছাত্রদের জীবনে এমনই একটা সংবাদ হলো প্রতি সেমিস্টার শেষে সরকার থেকে দেওয়া ৪০০০ টাকা নিয়ে। যারা প্রতি সেমিস্টারে পাশ করে সরকার থেকে তাদেরকে ৪০০০ করে টাকা দেওয়া হয়৷ এই টাকা নিয়ে সবার কত শত স্বপ্ন পরিকল্পনা থাকে। কেউ টাকা দিয়ে পোশাক কিনবে, কেউ তো আবার ঘুরতে যাওয়ার কথা ভাবে।

কেউ আবার প্রতি সেমিস্টারের টাকা জমায়ে ফোন বা বড় কিছু কিনতে ব্যস্ত। মোটামুটি টাকা হাতে পেলে সবাই যেন মহা খুশিতে থাকে। এর চেয়ে বড় খুশি হয় যখন ডিপ্লোমা শেষে ১২০০০ টাকা দেয়। তখন তো সবাইই উল্লাসে মাতওয়ারা। আমি বর্তমানে ডিপ্লোমা শেষ করলাম। আমি নিজেও সেই ১২ হাজার টাকা পাব। এমন কি গতকালকো সারা রাত ধরে জার্নি করে কলেজে গিয়েছিলাম আজকে সেই টাকা আনার জন্য। গতকালকে আমাদের গ্রুপের টাকা দিয়েছিল। কিন্তু আমি গাজিপুরে থাকার কারণে যেতে পেরেছিলাম না। এজন্য আজকে নিলাম।

সবাই এই টাকাগুলো হাতে পেয়ে অনেক খুশি। কেউ তো আবার টাকা পাওয়ার সাথে সাথেই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে চলে গেল খেতে। টাকা হাতে পেয়ে যেন সবাই কি করবে হুদিশ খুজে পাচ্ছে না। তবে আমার বিষয়টা ভিন্ন৷ আমি টাকা গুলো তুলে ৪৪০০ টাকা দিয়ে একটা ক্যালকুলেটর, ৩৩৩০ টাকা দিয়ে গরুর কিছু খাবার কিনে দিয়েছি। আর বাকি টাকা গুলো আমার কাছে আছে। প্রয়োজন হলে সেগুলো খরচ করব।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!