জিকোর মামার ফজলি আমের বাগান রয়েছে এবং তাদের পুকুর পাড়ে রয়েছে একটি বড় তেতুল গাছ।
(source)[https://images.app.goo.gl/eEWN1Y8teytxUAbV8]
আম গাছ ও তেতুল গাছের মধ্যে পার্থক্য রয়েছে। আম গাছ ও তেতুল গাছের মূল ও কাণ্ডের ক্ষেত্রে সাদৃশ্য থাকলেও আম ও তেতুল গাছের পাতার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলেই বুঝা যাবে যে আমপাতার ফলকটি অখণ্ডিত কিন্তু তেঁতুলপাতার ফলব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। আমের পাতা হলো সরল পত্র যার বৃত্তের উপর একটিমাত্র পত্র ফলক থাকে। আমের একটি পাতার কিনারা অখন্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। অন্যদিকে তেঁতুল পাতা হলো যৌগিক পত্র যার ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত তাই দেখা যাচ্ছে আম ও তেঁতুল উদ্ভিদের মধ্যে পার্থক্য রয়েছে।
মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। উদ্দীপকে A অংশটি হচ্ছে পাতা। একটি পাতার চিহ্নিত চিত্র অংকন
কোন গাছের উপরে উঠতে হলে, মাটির ওপরে গাছের বাড়া লম্বা। অংশটি আঁকড়ে ধরে উপরে উঠতে হয়। এই অংশ থেকে গাছের শাখা
প্রশাখা, পাতা উৎপন্ন হয়। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা আম গাছের কাণ্ডকে কেন গম্বুজ আকৃতির কান্ড বলা হয়?
অংশগুলো হচ্ছে- পাতা ও কাণ্ড মানবজীবনে উদ্ভিদের এই দুইটি অংশের প্রয়োজনীয়তা অনেক। ১. পাতার প্রয়োজনীয়তা: লাউশাক, পুঁইশাক, লালশাক, পালংশাক, পাটশাক ও কলমিশাক ছাড়াও আরও নানা ধরনের শাক আমরা প্রতিদিন খাদ্য হিসেবে খেয়ে থাকি। কলা, তাল, আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। তালপাতা ও গোলপাতার ছাউনি দেওয়া ঘর তৈরি করা হয়। খেজুর পাতা দিয়ে সুন্দর পার্টি তৈরি হয়। বাসক, নিশিন্দা, কুচি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষধ পাওয়া যায়। ২. কাণ্ডের প্রয়োজনীয়তা: বীরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা ওলকচু কাণ্ড আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। খেজুর ও আখের কান্ড । হতে পাওয়া রস উপাদেয় পানীয়। বড় বড় কান্ড থেকে আমরা ঘরবাড়ি, আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। পাট বা শণের কান্ড