উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়

in r2cornell •  2 years ago 

উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। উদ্ভিদকোষের সবুজ প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্টে এই প্রক্রিয়া ঘটে থাকে।

1200px-Photosynthesis_en.svg.png
(source)[https://images.app.goo.gl/jgNuJMD9V6gXVPeu9]
উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টের পরিমাণ সবচেয়ে বেশি। এজন্য সবুজ পাতাকে খাদ্য তৈরির রাসায়নিক কারখানা বলা হয়।
O নিচে জীব জগতে (O, ও CO. এর গুরুত্ব আলোচনা করা হলো সালোসংশ্লেষণের সময় উদ্ভিদ পরিবেশ থেকে CO, গ্রহণ করে এবং O ত্যাগ করে। ফলে পরিবেশে প্রাণিকুলের বেঁচে থাকার জন্য অভি প্রয়োজনীয় O, গ্যাসের অভাব ঘটে না। অতএব জীবজগতে প্রাণিকণ বাঁচিয়ে রাখছে ০, গ্যাস। আবার অন্যদিকে প্রাণিজগতের সকল প্রাণী ) গ্রহণ করে এবং CO, ত্যাগ করে, ফলে পরিবেশে O. ঘাটতি এবং (CO, আধিক্য ঘটার কথা। কিন্তু প্রকৃত অর্থে তা ঘটছে না। কারণ সালোকসংশ্লেষণের সময় পরিবেশ থেকে CO. গৃহীত হচ্ছে এবং Op নির্গত হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে, জীবজগতের কল্যাণে পরিবেশের ভারসাম্য রক্ষায় O. ও CO, বিশেষ অবদান রেখে চলেছে।

-GR+ পানি

কাজেই আবিরের বাবার উক্তিটি যথার্থ ছিল।

৪ সোহা তার আম্মু কে প্রশ্ন করল গাছ যদি জীব হয় তাহলে এগুলো খাবার খায় কোথা থেকে? উত্তরে মা বললেন, আমাদের জীবন বাঁচানো অসম্ভব শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক সচল এন্ড কলেজ, ঢাক্কা পাঠ-৩-৬৪৭

হাইড্রিলা কি? খ. কচি কাজেও সালোক সংশ্লেষণ ঘটে ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত খাদ্য তৈরির বিশেষ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত মায়ের শেষ বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ

করো।

হাইড্রিলা হলো একটি জলজ উদ্ভিদ যা দ্বারা সালোকসংশ্লেষনে ৪ নং প্রশ্নের উত্তর অক্সিজেন নির্গমন পরীক্ষআ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!