বাংলাদেশের মাটি ও জলবা The soil and climate of Bangladesh is very suitable for the production of any type of fruit

in r2cornell •  2 years ago 

সফেদা গাছ 30 মিটার (98 ফুট) বা তার বেশি হতে পারে। এর ট্রাঙ্ক ব্যাস 1.5 মিটার (4.9 ফুট) পর্যন্ত হতে পারে। যাইহোক, এটি সাধারণত 9-15 মিটার (30-49 ফুট) লম্বা হয়; এবং এর কাণ্ড 50 সেমি (20 ইঞ্চি) এর বেশি পুরু নয়। [৪] এই গাছ ঝড় থেকে বাঁচতে পারে। এর ছালে প্রচুর পরিমাণে সাদা আঠালো সজ্জা থাকে, যা 'গাম' নামে পরিচিত। [৫] দুধের সজ্জা এতটাই আঠালো যে একে একসময় চুইংগাম শিল্পের একটি উপাদান হিসেবে বিবেচনা করা হত। সজ্জা ছিল অ্যাজটেক সভ্যতার উত্পাদিত চুইংগামের কাঁচামাল। এর পাতা সুন্দর, মাঝারি আকারের, সবুজ ও চকচকে। তারা নির্জন, উপবৃত্তাকার বা ডিম্বাকার, 7-15 সেমি। লম্বা এর ফুল সাদা, ঘণ্টার আকৃতির, ছয়টি পাপড়ির গুচ্ছে সাজানো।

সফেদা ফল একটি বড় ডিম্বাকার 'বেরি'। এর ব্যাস 5-10 সেমি পর্যন্ত। দেখতে অনেকটা মসৃণ আলুর মতো। এতে 2-5টি বীজ থাকে। ভেতরের বাকল হালকা হলুদ থেকে ম্যাট বাদামী রঙের। বীজ কালো। সফেদা ফলে প্রচুর ফাইবার থাকে। গাছ থেকে তুলে না নিলে সহজে পাকে না। বেক করার পর বাড়িতে রেখে দিলে কেক নরম ও ভোজ্য হয়ে যায়।

সফেদা ফল খুবই মিষ্টি। কাঁচা ফল শক্ত এবং স্যাপোনিন সমৃদ্ধ। সফেদা গাছ উষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল ছাড়া বাস করে না। ঠান্ডা আবহাওয়ায় সহজেই মারা যায়। সফেদা গাছে ফল ধরতে সময় লাগে ৫-৬ বছর। এটি বছরে দুবার ফল ধরতে পারে যদিও গাছে সারা বছর কিছু ফুল থাকে।

Safeda trees can grow to 30 m (98 ft) or more. Its trunk can be up to 1.5 m (4.9 ft) in diameter. However, it is usually 9–15 m (30–49 ft) tall; And its trunk is no more than 50 cm (20 in) thick. [4] This tree can survive storms. Its bark contains a large amount of white sticky pulp, known as 'gum'. [5] The milky pulp is so sticky that it was once considered an ingredient in the chewing gum industry. The pulp was the raw material of the chewing gum produced by the Aztec civilization. Its leaves are beautiful, medium in size, green and shiny. They are solitary, elliptic or ovoid, 7-15 cm. is tall Its flowers are white, bell-shaped, arranged in clusters of six-lobed petals.

Safeda fruit is a large oval 'berry'. Its diameter ranges from 5-10 cm. Looks like a smooth potato. It contains 2-5 seeds. The inner bark is light yellow to matte brown in color. The seeds are black. Safeda fruit contains a lot of fiber. It does not ripen easily unless it is plucked from the tree. If left at home after baking, the cake becomes soft and edible.

Safeda fruit is very sweet. The raw fruit is hard and rich in saponin. Safeda tree does not live except in warm and tropical regions. Dies easily in cold weather. Safeda tree takes 5-8 years to bear fruit. It may bear fruit twice a year although the plant has some flowers throughout the year.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Greetings

Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.

Thank you for more engagement on posts in the Blurtconnect community.

Upvotes are regularly obtained on posts published by authors that engage with fellow Blurtians through comments under articles.

Your vote, by clicking here, will mean a lot to the Witness team

Peace

  ·  2 years ago  ·  

Thanks

  ·  2 years ago  ·  

Done vote