তারা ঘাস পরিবারের সবচেয়ে বড় সদস্য। বাঁশ গাছগুলো সাধারণত গুচ্ছ আকারে একসাথে বেড়ে ওঠে। 10-70/80টি বাঁশ গাছ একটি গুচ্ছে একসাথে দেখা যায়। এই গুচ্ছগুলোকে বাঁশের কান্ড বলা হয়।
প্রথমেই আসা যাক বাঁশের ঝাঁকুনির প্রসঙ্গে। বাঁশ 60-70 ফুট লম্বা হয়। কিন্তু গাছ নয়। ঘাস। বলা হয়ে থাকে বাঁশ পৃথিবীর সবচেয়ে বড় ঘাস। অতএব, একটি গাছের মতো, এর কাণ্ডের অভ্যন্তরটি শক্ত নয়, তবে ফাঁপা।
আধা ফুট দূরত্বে একটি গিঁট। বাঁশ অন্যান্য গাছের মত শক্ত নয় কারণ এটি ভিতরে ফাঁপা। তাছাড়া বাঁশের ওপরের দিকে অনেক কঞ্চি আছে। তারাও অনেক বড়। তাই আগার পাল্লা ভারী হয়ে যায়। তখন বাঁশের ওপর অভিকর্ষ বলের প্রভাব ভালোভাবে কাজ করে। সব ঘাসের মতো বাঁশও পড়তে বাধ্য। কিন্তু চারা বা খোঁড়া বাঁশের হেলান দেওয়ার অনুভূতি নেই। বাঁশ অনেক বড় হওয়ার পর ধীরে ধীরে এর কাণ্ড ভারী হতে থাকে। এই প্রক্রিয়াটি একদিনের জন্য নয়, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। ধীরগতির এই প্রক্রিয়ার প্রধান বাধা হল বাঁশের ভিতরে থাকা ফাইবার।
মাধ্যাকর্ষণ শক্তি যতই এটিকে বাঁকানোর চেষ্টা করুক না কেন, বাঁশের দেহের ভিতরের তন্তুগুলি এটিকে কিছুটা হলেও প্রতিহত করার চেষ্টা করবে। আর তখনই বাঁশঝাড়ে বিকট শব্দ হল। দুপুরের দিকে মাঠ প্রায় জনশূন্য। নিস্তব্ধ নির্জনতায় দূর থেকে সামান্য শব্দও শোনা যায়। গ্রামের মানুষ এত ব্যাখ্যার জন্য প্রস্তুত নয়। তারা ভয় পেতে ভালোবাসে। নিঃসঙ্গ বাঁশঝাড়ের মধ্যে হঠাৎ কোলাহল শুরু হলে তারা থেমে গিয়ে তাকাল। কিন্তু শব্দের উৎস খুঁজে পাচ্ছি না। ফলে কাল্পনিক শিকার তার ভয়কে সার্থক করে তোলে।
মাঝ-দুপুরে বাঁশের গর্জন হওয়ার আরেকটি কারণ আছে। ধরা যাক, একজন কৃষক তার গরু-বাছুরের পাল নিয়ে মাঠে যাচ্ছেন। একটা বাঁশ রাস্তায় পড়ে গেল। এটি এমনভাবে কাত হয়ে গেছে যে এর নিচ দিয়ে গরু যাওয়ার পর্যাপ্ত জায়গা নেই।
They are the largest members of the grass family. Bamboo plants usually grow together in clumps. 10-70/80 bamboo plants are seen together in one cluster. These bunches are called bamboo shoots.
Let's first come to the matter of rattling bamboo. Bamboo grows 60-70 feet tall. But not a tree. Grasses. It is said that bamboo is the largest grass in the world. Therefore, like a tree, the inside of its trunk is not solid, but hollow.
A knot at a distance of half a foot. Bamboo is not as strong as other plants because it is hollow inside. Moreover, there are many kanchi on the upper side of the bamboo. They are also very big. So Aga's side becomes heavy. Then the effect of the force of gravity on the bamboo works well. Like all grasses, bamboo is bound to fall. But saplings or lame bamboos do not have the feeling of leaning. After the bamboo becomes very large, its stem gradually becomes heavy. This process does not last for a day, but from a few weeks to a few months. The main obstacle in this slow process is the fiber inside the bamboo.
No matter how much the force of gravity tries to bend it, the fibers inside the bamboo body will try to resist it to some extent. And then there was a loud sound in the bamboo trees. At noon the field is almost deserted. Even the slightest sound can be heard from far away in the quiet solitude. The village people are not ready for so many explanations. They love to be scared. They stopped and looked when there was a sudden rustling in the lonely bamboo grove. But can't find the source of the sound. As a result, the imaginary victim makes his fear worthwhile.
There is another reason for the mid-afternoon rattling of bamboo. Let's say, a farmer is going to the field with his herd of cows and calves. A bent bamboo fell on the road. It is tilted in such a way that there is not enough space for cows to pass under it.