হ্যালো বন্ধুরা,
আশা করি সকলে সৃষ্টিকর্তার ইচ্ছাই ভালো আছেন সেই সাথে আমিও ভাল আছি। এবং আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খরগোশ এবং প্রকৃতির সম্পর্কিত কিছু ফটোগ্রাফি সংক্রান্ত আমার দেখা তথ্য।
Hello friends,
I hope everyone is doing well and I am doing well too. And today I'm going to present to you some of my observations regarding rabbits and nature photography.
দেখুন এই ফটোগ্রাফিতে সাদা রঙের খরগোশের মাঝারি আকৃতির একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু খুবই শান্ত স্বভাবের। দুইটি দিন পূর্বে আমি আমাদের বাজারে গিয়েছিলাম সকালের নাস্তা শেষ করার পর এবং তখন দেখি আমার পরিচিত একটি ছোট ভাইয়ের কোলের মধ্যে এই বছরটি রয়েছে এবং ওই ছেলেটি খুব আদর করে এই বাচ্চাটিকে অর্থাৎ খরগোশের বাচ্চাটিকে বাজারে নিয়ে এসেছে।
আমি প্রথমে বুঝতে পারিনি যে এটি খরগোশের বাচ্চা আমি মনে করেছি যে হয়তো ওর বাড়িতে পোষা কোন বিড়াল হয়তোবা হবে কারণ আমাদের এলাকায় এই খরগোশের প্রচলনটা একেবারে নেই বললেই চলে। কিন্তু না কিছুক্ষণ পরে দেখলাম না বিড়াল দেখাচ্ছে না ওটাকে অন্য কিছু মনে হচ্ছে তবে মনে মনে ধারণা করেছিলাম যে এটা হয়তো বা খরগোশ এই হবে।
এবং যখন আমার ওই ছোট ভাইটিকে বললাম তখন সে তার কল থেকে এই খরগোশের ছোট্ট বাচ্চাটি রাস্তার উপর রাখল তার পায়ের কাছে এবং আমি তার কাছে গেলেও সে ভয় পাচ্ছে না কারণ আমি আস্তে আস্তে গিয়েছি যাতে খরগোশের এই ছানাটি ভয়ে পালিয়ে না যায়।
দেখুন এটি সৃষ্টিকর্তার সৃষ্টি প্রকৃতির অপর মহিমা এবং কত সুন্দর যেটা অন্য কোন কিছুর সাথে তুলনা করা যায় না আপনি যতই টাকা ব্যয় করুন না কেন সৃষ্টিকর্তার যে সৃষ্টি প্রকৃতি বা জীবজন্তু এটা সৌন্দর্যের সাথে কোন কিছু কখনোই তুলনা করলেও হবে না।
See in this photograph you can see a medium size baby white rabbit and it is very calm. Two days ago I went to our bazaar after finishing breakfast and saw a younger brother of my acquaintance with this year in his arms and the boy very lovingly brought this baby i.e. baby rabbit to the bazaar.
I didn't realize at first that it was a baby rabbit, I thought it might be a pet cat because in our area rabbits are not common at all. But after a while I didn't see the cat, it looked like something else, but I thought it might be a rabbit.
And when I told that little brother of mine he put this little baby rabbit from his call on the road at his feet and even when I went to him he wasn't afraid because I went slowly so that this baby rabbit wouldn't run away in fear.
See this is another glory of God's creation nature and how beautiful it is that nothing else can be compared no matter how much money you spend, nothing will ever compare to the beauty of God's creation nature or animals.
এরপর আমাদের গ্রামের মাঝামাঝি অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান যেটা আমার বাবা এবং তার বাবা এবং তারও অনেক আগে থেকে পূর্বপুরুষ থেকে এই অনুষ্ঠানে বা এই স্থানটিতে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান।
এখানে রয়েছে একটি বড় বট বৃক্ষ যেটা দেখতে খুবই সুন্দর। এবং এই বট বৃক্ষের নিচে যদি আপনি যান তাহলে আপনি কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির মাঝে সবুজের মাঝে হারিয়ে যাবেন। আপনার কাছে সবকিছুই সবুজ মনে হবে তখন আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন। আসলে আমার এরকমটা মনে হয় কারণ আমি প্রকৃতি প্রিয় একজন মানুষ আমি প্রকৃতির সৌন্দর্য মন থেকে উপলব্ধি করতে খুব বেশি ভালোবাসি।
এবং যখনই আমার অবসর সময় থাকে আমি একা একা ঘুরতে বেশি পছন্দ করি এবং সেটি যদি হয় বৃক্ষরাজের মধ্যে তাহলে তো কোন কথাই নাই। আমি তখন খুব স্বার্থপর হয়ে যাই শুধুমাত্র প্রকৃতি আমার আপন থাকে তখন এবং প্রকৃতির এই সৌন্দর্য আমার মনকে উপকৃত করে সব সময়।
প্রিয় বন্ধুরা অনেক ধন্যবাদ আমার লেখাটি পর্যবেক্ষণ করার জন্য এবং আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করবে পরবর্তী আবারো নতুন কোন তথ্য সংক্রান্ত ফটোগ্রাফি লেখা আপনাদের সামনে উপস্থাপন করতে।
Then there is a traditional place located in the middle of our village which is my father and his father and from ancestors since long before that there are various ceremonies or ceremonies especially religious ceremonies at this place.
There is a big banyan tree here which looks very beautiful. And if you go under this botanic tree, you will be lost in the greenery of nature for a while. Everything will seem green to you then you will merge with nature. Actually I feel like this because I am a nature loving person and I love to appreciate the beauty of nature from my mind.
And whenever I have free time I prefer to travel alone and it doesn't matter if it is in Vriksharaj. I become very selfish then only when nature is mine and this beauty of nature benefits my mind all the time.
Dear Friends, Thank you very much for viewing my article and your comments will encourage me to come up with new informational photography articles in the future.
Device 🤳 Realme 8
Subject 🤳 Animal&Nature
Location 🏦 Bangladesh,Khulna
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.
Greetings
Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.
Thank you for more engagement on posts in the Blurtconnect community.
Upvotes are regularly obtained on posts published by authors that engage with fellow Blurtians through comments under articles.
Your vote, by clicking here, will mean a lot to the Witness team
Peace
Greetings,
Also, keep in touch with Blurtconnect-ng family on Telegramand Whatsapp
Peace