My village scenery

in r2cornell •  2 years ago 

দেখুন মুরগি দুইটি গর্ত করে শুয়ে আছে এবং তারা মাটি দিয়ে নিজেদেরকে দেখে ফেলছে। দেশি মুরগির অর্থাৎ গ্রামে যে মুরগি গুলো পালন করা হয় এবং ছেড়ে দেওয়া থাকে তাদের একটু খারাপ অভ্যাস আছে এটা। এরা গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলে দেয় এতে গাছের ক্ষতি হয়।

তবে এটি কিন্তু পরিবারের জন্য মাঝেমধ্যে বেশি বেশি সাহায্যপূর্ণ হওয়ার কারণ এদের ডিম থেকে কিছু টাকা সংগৃহীত থাকে এবং যখন হঠাৎ কোনো বিপদ আসে এবং অতিভু কাজে সেই টাকা ব্যয় করা হয় সে ক্ষেত্রে দেখা যায় উপকৃত হয় একজন সাধারণ গ্রামের নারী কারণ বিশেষ করে দেখা যায় গ্রামের নারীরা এই হাঁস পালন বা মুরগি পালন করেন বাড়িতে।

দেখুন পথের দুই পাশে সবুজ গাছ এবং রাস্তার উপর দুটি ছাগলের বাচ্চা শুয়ে আছে। একটি মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে যে কালো রঙের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচন্ড ছাদে চড়তে পছন্দ করে যার কারণে এক সপ্তাহ আগে দ্বিতীয় তলা ছাদের উপর থেকে পড়ে গিয়ে তার সামনের একটা হাত ভেঙে গিয়েছে। তবে অশেষ সৃষ্টি কর্তার কৃপায় এখনো সুস্থ হয়েছে এবং ক্রমশ ভালোর দিকে যাচ্ছে।

See the chickens are laying in two holes and they are looking at themselves through the ground. Country chickens, that is, chickens that are reared and released in the village, have a little bad habit. They remove the soil from the root of the plant and it damages the plant.

But it is sometimes more helpful for the family because some money is collected from their eggs and when a sudden danger comes and that money is spent on extra work, a common village woman is benefited because it is especially seen that village women are They keep ducks or chickens at home.

Look at the green trees on both sides of the road and two baby goats lying on the road. A funny thing is that the black kid you see likes to climb on this huge roof because of which he broke his front arm a week ago after falling from the second floor roof. But by the grace of the eternal creator, he is still recovering and is gradually getting better.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!