হ্যালো বন্ধুরা,
সৃষ্টিকর্তার ইচ্ছায় আশাকরি সকলেই ভাল রয়েছেন।
আজ আমি আপনাদের সামনে কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি এবং সেই সাথে রয়েছে কিছু ফুল এবং আকর্ষণীয় গাছের প্রাকৃতিক দৃশ্য।
এই গাছ সম্পর্কে আপনারা মনে হয় অনেকেই পরিচিত আছেন। এবং এই কাজগুলো সাধারণত নার্সারিতে এবং শহর অঞ্চলে বা গ্রামে যাদের পাকা ঘর রয়েছে তাদের ছাদে তবে চারা লাগানো হয় এবং দেখুন চার লাগানোর পরে যখন গাছটিতে ফুল ধারণ করেছে কত সুন্দর লাগছে দেখতে। এখানে মনে হচ্ছে একটি ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক বাল্ব যেমন আলোকিত করে রাখে ওই কক্ষটি ঠিক তেমনি এই কাজটিকে আলোকিত করে রেখেছে এই ফুলটি।
এই ফুলগুলোকে বলা হয় ঘাসফুল বা বনফুল। এগুলো বাজার থেকে যেগুলো আমরা কিনে এনে বাড়িতে চারা লাগাই । এবং দেখা যায় একটি ঋতুপার হলেই পরের ঋতুতে এই গাছের শাখা প্রশাখা অনেক বেশি বিস্তার লাভ করে এবং অনেক বেশি ফুল ফুটে ওঠে এবং তার সৌন্দর্য বিলিয়ে দেয় মানুষের মাঝে।
এই ফুল গাছটি আমার বাড়িতে পূর্ব থেকেই ছিল কিন্তু যখন আমি নার্সারিতে দেখলাম তখন এটিকে আরও বেশি আকর্ষণই মনে হচ্ছিল তাই আর বিলম্ব না করে আমি এটিকে আমার বাড়িতে ছাদে তবে লাগানোর জন্য নিয়ে আসলাম এবং দেখুন সেই কাজটি এখন আমাদেরকে তার সুন্দর সুন্দর ফুল উপহার দিচ্ছে। তবে প্রিয় বন্ধুরা টা কথা আমি বলতে চাই আপনাদের মাঝে সব সময় যে যার স্থানে অনেক বেশি সুন্দর এবং আরামদায়ক অবস্থানে অবস্থান করে। সবাই আমরা আমাদের সামান্যতম ভালো লাগা থেকে এই ফুলগুলো কাছ থেকে অপ্রয়োজনে ছিড়ে ফেলি এবং আমাদের হাতে রাখি কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই ফুলটি তার কাছে যতটা সৌন্দর্য আমাদেরকে উপহার দিচ্ছিল আমাদের হাতে সেরকম দিচ্ছে না।
এবং এখন যে জাস্টিস দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এটি হচ্ছে এলোভেরা গাছ এবং আমরা অনেকেই জানি যে এই অ্যালোভেরা গাছের যে ডগা এটি পানের ধারণ করে রাখার ক্ষমতা রাখে এবং এটি বেশ পুরু। এটি কে দুই পাশ দিয়ে যে ফলগুলো ছুলে আমরা ভিতরের অংশ খাই ঠিক সেরকম ডগা গুলো দুই পাশ দিয়ে ছিলে ফেলা যায়। এবং এরপর এর ভিতর যে লালা জাতীয় অংশ এটি আমাদের মাথাকে ঠান্ডা রাখার কাজে ব্যবহৃত হয় এবং কোন জায়গা কেটে গেলে আমাদের শরীরের যদি আমরা এই লালা জাতীয় অংশটি লাগিয়ে দিতে পারি তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের শরীর থেকে রক্ত নির্গত হওয়ার বন্ধ হয়ে যায়।
আসলে প্রকৃতির সৃষ্টি খুবই বৈচিত্র্যময় এগুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে উপকার করে যাচ্ছে বরং আমরা প্রকৃতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছি যার পর দেখা যার প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আঘাত করে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের জনজীবনকে।
স্থান:- বাংলাদেশ রামপাল বাগেরহাট
বিষয়:- প্রাকৃতিক দৃশ্য
Mobile:- Realme
Model:- Realme 8
Please vote for my witness!!!!!
🗳️ https://blurtwallet.com/~witnesses?highlight=outofthematrix
I will try
Thanks so much! 🍀🙏
https://blurtwallet.com/~witnesses?highlight=outofthematrix