আজকের দুপুর ও গত কালকের সন্ধ্যার কিছু মুহূর্ত

in r2cornell •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আশা করি সকলে ভালো আছেন সৃষ্টিকর্তার ইচ্ছায়। আমিও ভাল আছি।

আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গতকালকে কিছু ঘটনা এবং এটাকে ঘটনা বলা যায় না কিছু মুহূর্ত এবং তার ফটোগ্রাফি এবং সেই ফটোগ্রাফি সম্পর্কিত কিছু লেখা।

IMG20221130173740.jpg

IMG20221130173744.jpg

IMG20221130173754.jpg

গতকাল বিকেলে বাজারে গিয়েছিলাম। এবং আমরা জানি বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে তাই বিভিন্ন দলের সমর্থন করে সবাই অনেক বেশি আনন্দ ফুর্তি করে, এবং গতকাল রাত একটাই আর্জেন্টিনা ও পোল্যান্ডের খেলা ছিল এবং এই উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকরা বড় ধরনের বনভোজনের আয়োজন করেছিল। যেখানে ৩০ কেজি ওজনের একটি খাসির মাংস বরাদ্দ ছিল। আর অন্যদিকে ব্রাজিল সমর্থকেরা নুডুলসের আয়োজন করেছিল এবং নুডুলস এর সঙ্গে ছিল পাবদা চিংড়ি ডিম ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল দলের ভক্ত বলতে পারেন। এবং মনে প্রানে ব্রাজিলকে সমর্থন করি। এবং আমার বাজারের এক চাচা এই আয়োজন করেছিল এবং তিনি আমাকে তার আয়োজনে অংশগ্রহণ করতে নির্দেশ করলেন এবং আমি সেখান থেকে সন্ধ্যার নাস্তা সেরে আসতে বাধ্য হলাম একপ্রকার।

IMG20221201123956.jpg

IMG20221201124004.jpg

IMG20221201124009.jpg

IMG20221201124021.jpg

আজ দুপুরের দিকে বাজারে গেলাম এবং সেখানে এই খেলা নিয়েই আলোচনা চলছে। আকাশে এক বিন্দু মেঘ নেই যেহেতু শীতের প্রথম অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে। খুব সকালের দিকে এখনকার সময়ে শীতের রৌদ্রজ্জ্বল আবহাওয়াটা বেশ মিষ্টি লাগে কিন্তু এই দুপুরের দিকে রোদের তাপটা একটু চড়া এবং অনেকক্ষণ বা দীর্ঘসময় রোদ্রে দাঁড়িয়ে থাকা যায় না।

IMG20221201124106.jpg

IMG20221201124114.jpg

IMG_20221201_145639.jpg

দেখুন আমাদের বাজারে কিভাবে বিভিন্ন দেশের পতাকা সহ আর্জেন্টিনাও ব্রাজিল এবং সেই সাথে জার্মানি দলের খেলোয়াড়দের ছবিগুলো টানিয়ে রাখা হয়েছে। এবং শীতের এই রাতে মধ্যরাতের দিকেও এখানে পর্দা ব্যবহার করে সকল ফুটবল ভক্তরা খেলা দেখেন।

IMG20221201124154.jpg

IMG20221201124159.jpg

এবং এরপর বাড়িত উদ্দেশ্যে রওনা হলাম বাজার থেকে এবং বাজার থেকে বের হতেই দেখি ডাব নারকেল ক্রয় করতে এসেছে কিছু লোক যাদের গাড়িটা রাস্তায় রেখেছে এবং দেখুন নারকেল এই কচি নারকেল কত প্রাণপ্রিয়ভাবে এরা রাখে যাতে এই নারকেলগুলোর শরীরে বা তাদের ছোলা বা খোসা বলেন অনেকে এটাতে কোন দাগ না লাগে।

স্থান: বাংলাদেশ রামপাল বাগেরহাট

বিষয়: ফটোগ্রাফি

Mobile: Realme

Model: Realme 8

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Please vote for my witness!!!!! Help me stay top 20!!!!!!
You can do this by logging into your wallet with your active key!
🗳️ https://blurtwallet.com/~witnesses?highlight=outofthematrix

Greetings

Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.

Thank you for more engagement on posts in the Blurtconnect community.

Upvotes are regularly obtained on posts published by authors that engage with others through comments under fellow Blurtians articles.

Your vote will mean a lot to the team Witness Here

Peace