গ্রন্থটি ছিল খুবই জনপ্রিয়। কারণ ইউরোপীয় রেনেসাঁর যুগে এলেই যাবে প্রিয় পাঠকগণ গ্রিক ও রোমান ইতিহাসের পাতায় ইংল্যান্ডের সমকালীন ইতিহাসের সমান্তরাল অধ্যায় বা ঘটনা খুঁজতে খুবই আগ্রহী ছিলেন। প্লুটার্ক তার গ্রিক রোমান ইতিহাস পর্যালোচনায় যথেষ্ট নিরপেক্ষ মনোভাবের পরিচয় দেন, যা ছিল উক্ত ইতিহাস গ্রন্থের জনপ্রিয়তার আর একটি কারণ।
খ্রিস্টপূর্ব ৬০ সালে জুলিয়াস সিজার ছিলেন তিনজনের সমন্বয়ে গঠিত রোমান ক্ষমতাধর একজন সদস্য। ওপর দুজন ক্ষমতাধর শাসক ছিলেন পম্পিও ক্রাসাস। পম্পি ছিলেন সুশাসক, কিন্তু তিনি ছিলেন অদক্ষ কূটনীতিতে।
সিজার ছিলেন কুশলী রাজনৈতিক, চতুর্ভু সুবিধাবাদী করতে এবং পারদর্শী যোদ্ধা। খ্রিস্টপূর্ব ৫৩ সালে প্রার্থী আন্দের বিপক্ষে উক্ত পরিচালিত একটি যুদ্ধের প্রাক্কালে, ক্রাসাস তার নিজের লোকদের দ্বারাই অপসারিত হন। অতঃপর পরিচালিত হতে থাকে পম্পি ও সিজারের দ্বারা।
খ্রিস্টপূর্ব অরমপত্রের সালে ইতালির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রাক্কালে সিজারে একাধিক গুরুত্বপূর্ণ জয়লাভের ফলে পম্পির পতন ঘটে যায়। অতঃপর তিনি একক ক্ষমতাধর শাসক রুপে আবির্ভূত হন। তার রাজনৈতিক দলের নাম ছিল জনপ্রিয় গোষ্ঠী। তিনি তার সমর্থকগোষ্ঠীর সহায়তায় একনায়তন্ত্রর রূপে রোম সাম্রাজ্যের অধিকর্তা হয়ে বসেন। তার সমর্থকদের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিলেন মার্ক এন্টনি। সিজারের ছিল জনগণকে মুগ্ধ করার ক্ষমতা, আর ছিল নেতারশুলভ গুণাবলী। তিনি যেভাবে একের পর এক রাজ্য জয় করে চলছিলেন তার জনপ্রিয়তার পথে অগ্রসর হচ্ছিলেন, তাতে একটা প্রবাদ দাঁড়িয়ে গিয়েছিল তার সম্পর্কে যে "এলাম, দেখলাম, জয় করলাম।"
কয়েকশো বছর আগেই রোমান রাস স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তারা স্বৈরাচার, একনায়ক তন্ত্র পছন্দ করতে পারেনি। মার্কাস ব্রুটাসের পূর্বপুরুষ জুলিয়াস ব্রুটাস টার্কুইনএকরায়ককে উৎখাত করেছিল। সে ইতিহাস ও ঐতিহ্য লালন করে চলছিল রমুক অভিজাত লোকজন এবং সেনাপতিরা। বুড়ুটাস এর মায়ের নাম ছিল সার্ভিয়া এবং সিজারের সাথে সার্বিয়ার রোমাঞ্চকর প্রেমের সম্পর্কের ফলে। সিজার তাকে সেরকমই গুরুত্ব দিতেন। ক্ষমতায় আসার পর সিজার যখন রোম সাম্রাজ্যের বিচারক নিয়োগ দিতে গিয়ে দেখলেন যে ক্যাশিয়াস বয়সে জ্যেষ্ঠ আর ব্রুটাস অপেক্ষাকৃত স্বল্পবয়স্ক, তিনি তবুও ব্রুটাসকেই মনোনয়ন দিলেন। এই পক্ষপাত মূলক আচরণ ক্যাসিয়াসকে ক্ষুব্ধ করেছিল।
ক্যাসিয়াস সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দানা বাঁধিয়ে তোলে। সাফল্য নিয়ে আসার জন্য তার একটি প্রবল বিশ্বাস ও প্রতিটি দাঁড়ায় যে ব্রুটাসকে পক্ষে না নিতে পারলে সিজারের বিপক্ষে ষড়যন্ত্রের জাল বিস্তার করা সম্ভব হবে না, এবং সম্ভব হয়ে উঠলেও শেষ পর্যন্ত জনগণের সমর্থনের স্বভাবে যাবতীয় কর্মকাণ্ড বিফলে যাবে। অতঃপর ক্যাসিয়াস ব্রুটাস কে প্রচলনচিত করার প্রয়াস চালিয়ে যেতে থাকে।
এবং একসময় কাসিয়াস এর ফাঁদে ব্রুটাসকে পড়তে হয়। এবং শেষ পর্যন্ত সিজারের প্রিয় ব্যক্তিত্ব ঘনিষ্ঠ বন্ধু পুরোটাস ও সিজারের হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। এবং একটি হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়ে কাহিনীটি সমাপ্ত হয়।
ধন্যবাদ সকল বন্ধুকে আমার লেখাটি পরিদর্শন করার জন্য।
The book was very popular. Because by the time of the European Renaissance, dear readers were very interested in looking for parallel chapters or events in the history of England in the pages of Greek and Roman history. Plutarch's review of Greco-Roman history was fairly impartial, which was another reason for the history's popularity.
In 60 BC, Julius Caesar was a member of the Roman triumvirate. The two most powerful rulers were Pompey Crassus. Pompey was a good ruler, but he was inept at diplomacy.
Caesar was a skilled politician, quadrupedal opportunist and skilled warrior. In 53 BC, on the eve of a war waged against the candidate Andes, Crassus was deposed by his own men. It was then ruled by Pompey and Caesar.
A series of important victories by Caesar led to the fall of Pompey on the eve of the war against Italy in 4 BC. Then he emerged as a single powerful ruler. His political party was called the Popular Group. He ruled the Roman Empire as a dictator with the help of his followers. The most active of his supporters was Mark Antony. Caesar had the ability to impress the people, and had the qualities of a leader. As he rose to popularity as he conquered one kingdom after another, a saying stood out about him: "I came, I saw, I conquered."
Hundreds of years ago, the Roman Empire struggled against tyranny. They did not like autocracy, dictatorship. Julius Brutus, the ancestor of Marcus Brutus, overthrew the Tarquins. Ramuk nobles and generals were cherishing that history and tradition. Burutas' mother's name was Servia and a result of Servia's thrilling love affair with Caesar. Caesar valued him as such. After coming to power, when Caesar was appointing judges for the Roman Empire, seeing that Cassius was older and Brutus was younger, he still nominated Brutus. This favoritism infuriated Cassius.
Cassius hatches a conspiracy against Caesar. He had a strong belief and every effort to bring about success that it would not be possible to plot against Caesar unless Brutus was won over, and even if possible, all actions would ultimately fail due to the nature of popular support. Cassius then continued to try to popularize Brutus.
And once Brutus falls into Cassius' trap. And eventually Caesar's favorite figure becomes involved in close friend Purotas and Caesar's murder. And the story ends with a heartbreaking scene.
Thanks to all friends for visiting my post.
Greetings,
Also, keep in touch with Blurtconnect-ng family on Telegramand Whatsapp
Peace