১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস

in r2cornell •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আশা করি সকলে ভাল আছেন।

আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাংলাদেশের একটি স্মরণীয় দিন এবং ঐতিহাসিক দিন ১৬ই ডিসেম্বর। এবং আজকে সেই স্মরণীয় দিন ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের মহান বিজয় দিবস।

IMG20221216105738.jpg

IMG20221216105557.jpg

IMG20221216105608.jpg

IMG20221216105613.jpg

IMG20221216105629.jpg

IMG20221216105649.jpg

IMG20221216105704.jpg

IMG20221216105714.jpg

IMG20221216105725.jpg

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তকেই সংগ্রামের পর আমরা অর্থাৎ আমার দেশ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল এবং লাল সবুজের পতাকে পেয়েছিল। ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলার স্বাধীনতা। এবং ১৬ই ডিসেম্বর বাংলাদেশ সম্পূর্ণ রূপে শত্রুমুক্ত হয়।

বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট দৃশ্য লৌহ এই দেশটির ইতিহাস স্মরণীয় সারা বিশ্বের কাছে এবং গৌরবজ্জ্বল এই দেশের সংগ্রামী মানুষের ইতিহাস। বাংলার দামাল ছেলেরা কতটা সংগ্রামী ও সাহসী সেটা তার ইতিহাস ঘুরে আসলে উপলব্ধি করা যাবে। ছাত্র সমাজের ভূমিকা ছিল এই যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ।
পৃথিবীর যে জাতি তার ইতিহাস জানে না সেই সাথে অভাগা আর পৃথিবীতে কেউ নেই। ইতিহাসকে বাদ দিলে বর্তমান হবে না তাই ইতিহাস জানতে হবে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রত্যেকটি সরকারি বেসরকারি দপ্তর গুলো এ দিবসটি পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। বিশেষ করে বিজয় দিবস সম্পর্কিত বক্তৃতা উল্লেখযোগ্য।

তবে আজ ফটোগ্রাফিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি মাধ্যমিক বিদ্যালয়ের বিজয় দিবস উপলক্ষে বালিশ নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আসুন সকলে দেশের ঐতিহাসিক দিবস গুলো উদযাপন করি।

ছবিগুলো ধারণ করা হয়েছে আমার নিজস্ব মোবাইল ক্যামেরা থেকে।

Mobile:- Realme8
Location:- Bangladesh, Rampal, Bagerhat

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!