হ্যালো বন্ধুরা,
আবারও আজ চলে আসছি আপনাদের সাথে গ্রামের সেই মুঠো পাকা পথে হাঁটার সময় কার কিছু দৃশ্য নিয়ে।
কিছু দোষ যেতে না যেতেই চোখে পড়লো সেই বিখ্যাত খাসির মাংস যেটা সকল শ্রেণীর মানুষ খুব বেশি পছন্দ করে খেতে। একটি মা ছাগলসহ সাথে দুইটি বাচ্চা ছাগলের দেখা মিলল। ছাগলের ছানাগুলো দেখতে বেশ খৃষ্টপুষ্ট এবং বেশ মায়াবী এদের চেহারা। কয়েকটি ফটোগ্রাফি সংগ্রহ করলাম এবং তারপর এই ছাগলের ছানা সহ মা ছাগলটি রাস্তার উপরে শুয়ে ছিল। আমি ওদের খুব কাছাকাছি গেলাম এবং সারা দুটোকে একটু আদ র করতে থাকলাম। কিছু সময় পরে একটি ইট ভর্তির তোলে গাড়ি এই রাস্তার ভিতর দিয়ে আসতে ছিল এবং এটা দেখে আমি ছাগলের ছানা দুটিকে নিজের হাতে ধরে রাস্তায় নিচে নামিয়ে দিলাম। এরপর ছাগল ছাড়া সহ্য মা ছাগলের রাস্তার নিচে আস্তে আস্তে হাঁটতে লাগল এবং এই গাড়িটি চলে যাওয়ার পর ছাগলছানা এবং মা ছাগলটি একটু দূরে অবস্থান করলো আমার থেকে তাই আর বিশেষ ফটোগ্রাফি সংগ্রহ করতে পারলাম না।
এবং কিছু দূর যেতে না যেতেই আবারও তিন চারটি ছাগলের সঙ্গে দেখা মিলল আমার। তবে এই ছাগলগুলো আগের ছাগল গুলোর মত ছোট নয় তাই কিছু ছাগল আমাকে দেখে দূরে চলে গেলে এবং ইচ্ছা করলে অবশেষে শুয়ে রইল। এরপর ছাগলের কাছে গেলাম এবং মুখের খুব কাছ থেকে তার ফটোগ্রাফি সংগ্রহ করলাম।
এরপর বাসায় ফিরে গোসল ছেড়ে এবং দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ আমার কক্ষে বিশ্রাম নিলাম। তারপর সুন্দর এক মুহূর্তে রাস্তার দিকে হাঁটতে বের হয়েছি এর মাঝে চোখে পড়ল বাড়ির পাশে আমার এক কাকুর বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে কাজগুলো একপ্রকার শুরু হয়েছে বলা যায় তাই এই কংক্রিটের কাজ চলছে এরকম কয়েকটি ফটোগ্রাফি ধারণা করলাম।
আর এই কংক্রিটের কাজের ফটোকপি ধারণ করার কারণ রয়েছে আমার কাছে। যেন সূত্রে আমি বাংলাদেশের একটি গ্রামে বসবাস করি এবং আমি বহির্বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছি যে গ্রামেও এখন শহরের আধুনিকতার ছোঁয়া লেগেছে। বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিষয়ের শহরের মতো সামনের দিকে অর্থাৎ অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে দিনের পর দিন।
স্থান:- বাংলাদেশ রামপাল বাগেরহাট
বিষয়:- ফটোগ্রাফী
Mobile :- Realme
Model:- Realme 8
Please vote for my witness!!!!!
🗳️ https://blurtwallet.com/~witnesses?highlight=outofthematrix