Tuesday 01 November 2022
English | Bangoli |
---|---|
Assalamu Alaikum,I am Mr. Nazrul, your Bangladeshi friend. Friends,How are you all. I hope that by the grace of Almighty Allah, everyone is healthy and busy with their work with their families.Alhamdulillah, I am also trying to write a post in front of you with a small news of the area today, with the blessings of Allah Almighty, with the prayers of you and the people of the area.Since I'm writing this promotional text and photography on the "@Blurt" platform, I've called it a post.I refer to today's post as a "Gift of Love".The person in the photo is one of the most famous people in my area. We have been seeing him almost since childhood. His love and respect impresses everyone in the area.In his working life he is a senior "Dafadar" of our Union Parishad. Everyone in the area knows him as Jalil Dafadar or Jalil Chowkidar. He first took the post of Chowkidari and after a short period of time, he was promoted to the post of Dafadar and is still a senior Dafadar. He may retire soon. He is known as a good hearted person in the area. He talks to everyone, young and old, with equal respect and affection. Yesterday evening when I went to the shop of veterinary doctor Chhotbhai Shahadat for special work. I saw Jalil Bhai already sitting there, busy talking with doctor Shahadat. When I reached there, he greeted me and asked me to sit. I also sat inside the medicine shop. When he saw two phones in my hand, he said, "Let's see what these phones are!" When I handed him my phone, he told me to take pictures. I turned on the front camera and gave it to him and told him to look at the phone and press the white button below, your picture will be uploaded. The wise understand little. He showed me these two pictures and told me how it is! I turned on the camera and showed him two pictures. In the conversation, he said, these are good phones, so the picture is good. He also said that my sons also want to buy me these phones. I can't drive. I said you don't need to do this. Continue with the phone you have. At that time, the doctor Shahadat said, he will now go to the holy Mecca Sharif to perform Hajj. Immediately I said "Alhamdulillah". I said when you go to Hajj, you will need a phone like this. Then you can video call or talk with your kids at home on this phone. Then he said that we will see. When I asked him for prayers, he immediately opened his heart and prayed for me. I said brother your own photo, I will try to publish it online. He said ok.In view of that, today I am trying to present Jalil Bhai's picture on my online page. Let our Jalil brother easily come back from the holy Makkah Sharif and return to everyone.Basically, I am writing this today to ask everyone for prayers for my Jalil brother and to fulfill his hopes. Amen | আসসালামু আলাইকুম,আমি মিঃ নজরুল(#mrnazrul) আপনাদের বাংলাদেশী বন্ধু।বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ থেকে, পরিবার পরিজন নিয়ে নিজ কাজের সাথে ব্যস্ত হয়ে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের এবং এলাকাবাসীর দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে সুস্থ শরীরে থেকে আজকে, এলাকার একটি ক্ষুদ্র সংবাদ দিয়ে আপনাদের সামনে পোস্ট লেখার চেষ্টা করছি।যেহেতু আমি এই প্রচার মূলক লেখা ও ফটোগ্রাফি "ব্লার্ট" প্লাটফর্মে লিখছি, তাই আমি একে পোস্ট বলেই আখ্যায়িত করলাম।আমার আজকের পোস্টটি একটি "স্নেহের দান" হিসেবে উল্লেখ করছি।ছবির ব্যক্তিটি আমার এলাকার অতি পরিচিতদের একজন । আমরা প্রায় ছোটবেলা থেকেই তাকে দেখে আসছি। তার স্নেহ ও শ্রদ্ধা এলাকার যে কাউকে মুগ্ধ করে থাকে। কর্মময় জীবনে তিনি আমাদের ইউনিয়ন পরিষদের প্রবীণ একজন "দফাদার"। এলাকার সবাই তাকে জলিল দফাদার বা জলিল চৌকিদার নামেই চেনে। তিনি প্রথমত চৌকিদারি পদে চাকরি নিয়া অল্প সামান্য সময় পেরিয়েই, দফাদার পদে উন্নীত হন এবং এখনো তিনি একজন সিনিয়র দফাদার। খুব শীঘ্রই হয়তো তিনি রিটায়ার্ড করবেন।তিনি এলাকায় একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। ছোট বড় সবার সাথে তিনি সমীহ শ্রদ্ধা ও স্নেহ করে কথা বলেন।গতকাল সন্ধ্যায় আমি যখন ভেটেনারি ডাক্তার ছোটভাই শাহাদাত এর দোকানে বিশেষ কাজে গেলাম। দেখতে পেলাম আগে থেকেই জলিল ভাই সেখানে বসে, ডাক্তার শাহাদাতের সাথে আলাপচারিতায় ব্যস্ত। আমি সেখানে পৌছলে ,আমাকে তিনি সালাম দিয়া বসতে বললেন। আমিও ঔষধের দোকানের ভিতরে প্রবেশ করে বসলাম।আমার হাতে দুটি ফোন দেখে তিনি বললেন ,দেখি এসব কি ফোন! আমি আমার এই ফোনটি তার হাতে দিলে, তিনি ছবি তুলবেন বলে আমাকে জানালেন। আমি ফ্রন্ট ক্যামেরা অন করে তার হাতে দিয়ে বললাম সুন্দর করে ফোনের দিকে দেখে নিচের সাদা'টায় টিপে দিলেই আপনার ছবি উঠে যাবে জ্ঞানী'রা অল্পই বোঝে ।তিনি আমাকে এই দুটি ছবি তুলে বলল, দেখি কেমন হয়েছে! আমি তাকে ক্যামেরা অন করে ছবি দুটো দেখালাম। আলাপচারিতায় উনি বলল, এসব তো ভালো ফোন , তাই ছবি ভালো হয়েছে। তিনি আরো বললেন, আমার ছেলেরাও আমাকে এসব ফোন কিনে দিতে চায়। আমি তো চালাতে পারি না। বললাম আপনার তো এসব চালানোর দরকার নাই। আপনার কাছে যে ফোনটি আছে ওটাই চালিয়ে যান। এমন সময় ডাক্তার শাহাদত বলে উঠলো, উনি এবার পবিত্র মক্কা শরীফএ হজব্রত পালন করতে যাবেন।সাথে সাথেই "আলহামদুলিল্লাহ" বললাম। বললাম আপনি যখন হজ্ব এ যাবেন, তখন আপনার এরকম একটি ফোন লাগবে। তখন আপনি ছেলেমেয়েদের সাথে এই ফোনে বাড়িতে ভিডিও কলে দেখাশুনা বা কথাবার্তা বলতে পারবেন। তখন তিনি বলে উঠলেন তখন না হয় দেখা যাবে।আমি ওনার কাছে দোয়া চাইলে তাৎক্ষণিক উনি আমাকে প্রাণ খুলে দোয়া করলেন। আমি বললাম ভাই আপনার নিজের তোলা ছবিটি ,আমি অনলাইনে প্রকাশ করার চেষ্টা করব। উনি বললেন ঠিক আছে।তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি জলিল ভাইয়ের ছবিটি আমার অনলাইন পেজে তুলে ধরার চেষ্টা করছি।আমাদের জলিল ভাই সহজেই যেন পবিত্র মক্কা শরীফ থেকে, হজ্বব্রত পালন করে সবার কাছে ফিরে আসতে পারে ,এজন্য সবাই দোয়া করবেন।মূলত আমাদের জলিল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাইতে এবং তাঁর মনের আশা পূরণ করতে ,অঅআমার আজকের এই লেখা। আমিন |
Stay Tuned
Content by | @mrnazrul |
---|---|
Captured by | Handset |
Location. | Rangpur,Bangladesh |
Visit My Another Activists
Blog
Youtube
Telegram
Discord
Best regards.