This is the flower of rice pumpkin, I like to eat rice pumpkin, especially fried rice pumpkin. Also, many types of pills are made from rice and pumpkin in these regions, which are also very fun to eat. I saw that many ants were attached to this flower, so it was very nice to take the photography for it.
এটি হচ্ছে চাল কুমড়া এর ফুল, চাল কুমড়া খেতে আমি বেশ পছন্দ করি বিশেষ করে চাল কুমড়া ভাজি খেতে অনেক ভালো লাগে আমার কাছে । এছাড়াও চাল কুমড়া দিয়ে আমাদের এই সব অঞ্চলে অনেক ধরনের বড়ি তৈরি করা হয় এগুলো খেতেও বেশ মজা। এই ফুলটায় দেখছিলাম অনেক পিঁপড়া লেগে রয়েছে তাই দেখে অনেক ভালো লাগলো এর জন্যই ফটোগ্রাফি টা করা।