কোটি বছর আগের সময়টিকে বলা হয় সিলুরিয়ান যুগ। এ সময় প্রথম আবির্ভূত হলো বর্মীমাছ। অস্টাকোডাম ।
২৭ কোটি বছর আগের সময়কালের নাম হচ্ছে কার্বোনিফেরাস যুগ। এ সময়টিতে উভচর প্রাণি থেকে উৎপত্তি হয়েছে সরীসৃপ জাতীয় প্রাণির। এই সময়টিকে বলা হচ্ছে অরণ্যযুগ । তখন উদ্ভিদজগতের বিকাশ ঘটেছে। পৃথিবীর স্থলভাগ তখন ভরে গিয়েছিল বিশাল আকারের গাছপালাতে ।
আঁশযুক্ত মাছ থেকে হেেছ আঁশহীন উভচর। এদের রয়েছে। ফুসফুস । বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে । তখন ভূ পৃষ্ঠের ডাঙাতে বিস্তার ঘটছে অরণ্যের । ঐ গাছপালার জন্য বাতাসে পাওয়া যাচ্ছে মুক্ত অক্সিজেন। এসব প্রাণিদের শরীরে তখন ধীরে ধীরে হাত পা গজাচ্ছে । এসব উভচরেরা কিন্তু ডাঙাতে ডিম পাড়ত না। ডিম পাড়ার জন্য তারা নেমে যেত পানিতে । বিবর্তনের ধারায় তখন মাছ থেকে জন্ম নিচ্ছে উভচরেরা ।
মাছের ফুসফুস নেই । মাছের কানকোর ভেতরে রয়েছে ঝিল্লি । এই ঝিল্লির সাহায্যে এরা পানি থেকে বাতাস নিত
এর মাঝামাঝি শ্রেণির প্রাণিটি হলো লোব-ফিন । এদের আবার কানকোও আছে। ফুসফুসও আছে। এরা পানির নিচে থাকার সময় অক্সিজেন নেয়ার জন্যে কানকোকে ব্যবহার করত। আর ডাঙাতে ব্যবহার করত ফুসফুস। এসব প্রাণি থাকত ডোবা পুকুরে। ছোট জলাশয়ে। খরার সময় যখন ডোবা পুকুরের পানি শুকিয়ে যেত ডোবা ছেড়ে দিয়ে অন্য ডোবাতে যেত । ধীরে ধীরে এসব প্রাণিদের