অনেকই প্রশ্ন করেন MOI কী? MOI: Medium of Instruction.

in r2cornell •  3 years ago 

MOI.jpeg

অনেকই প্রশ্ন করেন MOI কী?
MOI: Medium of Instruction.

আপনি যেখান হতে আপনার ডিগ্রিটি নিয়েছেন সেটার মিডিয়াম যদি ইংলিশে হয় তাহলে আপনি এই সার্টিফিকেটি নিতে পারবেন। শুধুমাত্র এই সার্টিফিকেট থাকলে আপনি অনেক জায়গায় IELTS অথবা Duolingo ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি সব কলেজ বা ভার্সিটিতে এটার একটা ফরম্যাট থাকে, অফিসে গিয়ে বললেই দিয়ে দিবে।

যদি না-থাকে তাহলে আপনি নিজে একটা ফরম্যাট করে নিয়ে কলেজ বা ভার্সিটির অফিশিয়াল স্ট্যাম্প দিয়ে নিতে পারেন। মনে রাখবেন, স্ট্যাম্প ছাড়া এটা কাজে দিবে না।

এখন প্রশ্ন, কেমন করে ফরম্যাট দাঁড় করাবেন?

এখানে একটা মোটামুটি ধরনের ফরম্যাট দেওয়া হল। চাইলে, কেউ এটার সাহায্য নিতে পারেন।

Date:

Medium of Instruction

Name:
Date of birth:
Passport number:
Period of admission:
Major:
Program:
Date of graduation:
Degree received:

This is to certify that the above mentioned is a student in the school of xxxxxx, xxxxxx university, Dhaka, Bangladesh. The language of Instructions, Examinations and Assessments are fully in English.

School of xxxxxxx
Xxxxxxxx university
Address:
Contact information:

Stamp

কেউ চাইলে নিজের মতো করে ইডিট করে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার সময় Khairul Islam ভাইয়ার ক্রেডিট দিবেন।

MOI.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!