বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু মনটা অনেক খারাপ আজকে। আজকে ৩০ শে ডিসেম্বর আমি ২০২৩ সালে এই ৩০ শে ডিসেম্বর মাসে জীবনে অনেক বড় একটি সময় পার করেছি।
যে সময়টি ছিলো আমার জীবনের সব চেয়ে খারাপ একটি সময়। আমার জীবনের পুরো পুরি সব কিছু উল্টো হয়ে গিয়েছিল এই ৩০ শে ডিসেম্বরের পর থেকে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গিয়েছে। কিন্তু নিজের জীবনটা ঠিক ভাবে গুছিয়ে নিতে পারেনি আমি। এই দিনে দুপুর বেলা খবর পেয়েছিলাম বাংলাদেশ থেকে আমার আম্মা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে।
এ খবরটা একটি সন্তানের জন্য কতটা দুঃখ জনক খবর সেটা হয়তো বা আমার চেয়ে আর কেউ জানে না। আমার জীবনটা পুরো পুরি ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল যখন শুনেছিলাম আমার আম্মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। জীবনে আম্মা চলে যাওয়ার পরে অনেক কিছু শিখতে পেরেছি এই বাস্তব জীবনে। আম্মা চলে যাওয়ার পর থেকে এই একটি বছর আমার কাছে যেনো একটি শিক্ষানীয় দিন গিয়েছে প্রত্যেকটি দিন।
কারণ আমার আপন জন মানুষেরা দেখিয়ে দিয়েছে তাদের আসল রূপ। আম্মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়ি আর সম্পর্ক টিকে থাকলো না। আম্মা মারা যাওয়ার পর থেকে ই বাবার সাথে সম্পর্ক টিকে থাকলো না। কারণ সবাই নিজেদের মতো করে বাঁচতে চাই। আমি শুধু একটি কথাই ভেবে যাই আজকে যদি বাবা না থাকতো তাহলে আমার আম্মা কি পারতো বাবার মতো এই ধরনের কাজ করতে আমাদের সাথে।
আমার সেটা কখনো মনে হয় না আমার বাবা না থাকলে আমার আম্মা আমাদের সাথে এমন ধরনের কাজ করত। বাবা তার নিজের সুখের চিন্তা করেছে ঠিকই সন্তানের সুখের চিন্তা করতে পারল না। তাইতো বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি বিনা স্বার্থে বিনা অর্থে কাউ কে ভালোবেসে থাকে সেটা হলো মা। মা আজ আমার জীবনে নেই আমি এই একটি বছর প্রত্যেকটা দিন কাটিয়েছি একাহীন জীবন নিয়ে।
না পেরেছি ঠিক ভাবে কাজ করতে না পেরেছি ঠিক ভাবে ঘুমাতে। এমন কোন সময় যায়নি যে আমি আমার মায়ের কথা মনে করিনি। এমন কোন রাত নেই আমি আমার মায়ের জন্য কান্না করিনি। জানি কান্না করলেও আমার আম্মা কখনো আমার কাছে ফিরে আসবে না। তবুও মায়ের কথা আমি ভুলতে পারি না। আজকের রাত পার হয়ে কালকের রাতের থেকে শুরু হবে প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দর দিন।
কারণ সামনে আসছে নতুন বছর এই নতুন বছরে সবাই আনন্দ উপভোগ করে তারা নতুন একটি বছর পেয়েছে। আমিও অবশ্যই নতুন বছরে অনেক আনন্দ উপভোগ করতাম। কিন্তু নতুন বছরের শুরুর আগে থেকে এই দিনটা আমার জীবনের সবচেয়ে খারাপ একটি দিন হয়ে থাকবে সারা জীবন। আমি চাইলেও কখনো নতুন বছরের আনন্দ উপভোগ করতে পারবো না। কারণ এই দিনটা আমার জন্য কি দিন সেটা হয়তোবা আপনাদের বলে বোঝাতে পারবো না।
আম্মা মারা গিয়েছে হয়তোবা তার জন্য আমি কিছু করতে পারবো না। তবে সন্তান হিসেবে যতটুকু পারি তার জন্য দোয়া রাখি তার জন্য দান করব। আমি আপনাদের কাছে আমার আম্মার জন্য দোয়া চাইছি। এটাই চাওয়া আছে শুধু আপনাদের কাছে। আমি আশা করি আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া রাখবেন। আমি সব সময় আল্লাহর কাছে বলি তিনি যেনো আমার আম্মাকে জান্নাতবাসী করেন।আমিন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.