অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি।

in r2cornell •  last year 

1000010861.jpg

1000010862.jpg

1000010861.jpg

1000010864.jpg

1000010863.jpg

1000010865.jpg

1000010859.jpg

1000010858.jpg

1000010860.jpg
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই সুন্দর ভাবে আজকের আপনাদের দিনটা কেটে গেলো আমারও আজকের দিনটা খুবই ভালো গিয়েছে তাই তো আপনাদের মাঝে নতুন আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হতে পেরেছি বন্ধুরা তো আর বেশি কথা না বাড়িয়ে মূল কথাই চলে যাওয়া যায়।

চাইনিজ আলু ফুলের ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলগুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করা যায় কারন আমার কাছে ফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো।

চাইনিজ আলু ফুল মালয়েশিয়া ভাষাতে বলা হয়ে থাকে এই ফুল গাছটি যে কোন জায়গায় দেখা যায় বেশির ভাগ সব এলাকায় এই ফুল গাছটি অনেক বেশি দেখা যায় এবং এই চাইনিজ আলু রান্না করে খাওয়া যায় খেতে অনেক সুস্বাদু লাগে।

প্রাকৃতিক এর মাঝে ছড়িয়ে আছে এই ফুল গাছটি চারিদিকে মালয়েশিয়াতে অনেক মানুষ এই চাইনিজ আলু গাছটি বাড়ির রোপন করে থাকে এই চাইনিজ আলু বাজার ঘাটে অনেক জায়গায় বিক্রি হয়ে থাকে।

চাইনিজ আলু দুই ধরনের আছে একটি দেখতে লাল রঙ্গের হয়ে থাকে এবং আরেকটি সাধারণের হয়ে থাকে এই আলোটি রান্না করলে অনেক সুস্বাদু খেতে মজা লাগে যেহেতু বাংলাদেশে থাকতে আমি এই আলোর সম্পর্কে কিছুই জানতাম না এবং এই গাছটিও কখনো আমার দেখা হয়নি।

চাইনিজ আলু গাছটি আমি মালয়েশিয়াতে এই সর্বপ্রথম দেখেছি এবং তার কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি ভাবলাম আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করে নেয়া যাক এই চাইনিজ আলু ফুলের বিষয়ে।

আলুটি অনেকটি বাংলাদেশ মুলার মত হয়ে থাকে আলোটি মাটির ভেতরে কিছুটা গভীরে থাকে এবং এই গাছের ফুল গুলোও দেখতে অনেক সুন্দর হয়ে থাকে।

আমাদের আশেপাশে এমন অজানা অনেক খাদ্য খাবার আছে যেগুলো আমরা দেখি কিন্তু তার বিষয় কিছু জানি না হয়তোবা বাংলাদেশে আমরা এই আলু গাছটি দেখেছি কিন্তু সেই ভাবে খেয়াল করা হয়নি এই আলোটি খাওয়া যায়।

যেহেতু এই আলুটি আমিও এখনো পর্যন্ত খাইনি আমি আমার বড় ভাইয়ের মুখ থেকে কিছু কথা আলু টির বিষয়ে শুনছিলাম বলে তার কিছুটা ধারণা নিয়ে আপনাদের সাথে আজকের পোস্টে শেয়ার করা আমি ছবিটি তুলে আনার পরে আমার ভাইয়ের কাছে শুনছিলাম এই আলু গাছের বিষয়ে সে আমার সাথে অনেক কিছুই শেয়ার করেছে।

1000010862.jpg

1000010861.jpg

1000010864.jpg

1000010863.jpg

1000010865.jpg

1000010859.jpg

1000010858.jpg

1000010860.jpg

গাছগুলো অনেক লম্বা হয়ে থাকে এবং গাছে ফুল আসতেও অনেকটাই দেরি হয়ে থাকে গাছগুলো আমি প্রায় প্রতিদিনই দেখতাম কিন্তু ফুল ফুটতে এই প্রথম দেখলাম এই আলু গাছের ফুল গুলো দেখতে এত সুন্দর আমি দেখেই অবাক হয়ে গিয়েছি আমার নিজের কাছেই অনেক ভালো লাগলো।

আমি সব সময় ফটোগ্রাফি করতে ভালোবাসি এবং আজকের এই আলোর বিষয়ে কিছু জেনে এবং তার ফটোগ্রাফি করে খুবই ভালো লাগলো বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি গুলো আমার নিজের মোবাইল থেকে ধারণ করা আপনাদের কাছে যদি ছবিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।


আজ আর বেশি কিছু লিখব না কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভাল এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last year  ·  

আজকে আপনি যে ফুলের ফটোগ্রাফি করেছে এটা গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে এই ফুলটি অনেক।

অনেক সুন্দর একটি ফুল এর ফটোগ্রাফি করেছেন।

  ·  last year  ·  

অনেক ধন্যবাদ আপনাকে।