আশেপাশে আমাদের চোখের সামনে পড়ে যায় ছোট ছোট অনেক ধরনের ফুল যে ফুল দেখলে আমরা প্রেমে পড়ে যাই বা ভালোবেসে ফেলি ফুল আমরা কিন্তু বহু জায়গায় বহু ধরনের ফুল উপভোগ করতে পারি ফুল মানুষের চোখের সামনে পড়ে না এমন কোন মানুষ কিন্তু নাই কারণ আমরা যে কোন একটি জায়গায় গেলে বিভিন্ন ধরনের ফুল কিন্তু আমাদের চোখের সামনে পড়তেই হবে।
কারোর চোখের সামনে ঘাসফুল দেখা যায় আবার কারোর সামনে জবাফুল কারোর সামনে শিউলি ফুল কারোর সামনে গাঁদা ফুল যাইহোক এরকম ফুলের দেখা আমরা কম বেশি অবশ্যই পেয়ে থাকি আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি ছোট্ট ছোট্ট ঘাস ফুলের মত দেখতে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে।
জানিনা ফুলের ফটোগ্রাফি টি আপনাদের কাছে কেমন লাগবে তবু আমি চেষ্টা করেছি আমার মত করে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য এবং আমি সর্বদাই ফুলের ফটোগ্রাফি করতে ভালোবাসি এবং আমি আরো বেশি ভালোবাসি যখন আপনাদের মাঝে ফুলের ছবি নিয়ে আমি চলে আসতে পারি।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে বায়োজিদ
একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে এসেছে আশা করব ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন।
Device | Name |
---|---|
Android | VivY77 /v2169 vivo |
Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
Short by | @bayezid123 |
Telegramand Whatsapp
অসংখ্য ধন্যবাদ।