সুন্দর একটি বিকালে সুন্দর কিছু ঘাসের ফটোগ্রাফি, হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি গাছের ফটোগ্রাফি নিয়ে আমি চলে এসেছি। আশা করি গাছের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে দেখে ভালো লাগবে।
গতকাল বিকালে ঘুরতে ঘুরতে চলে যাই প্রজেক্টের বাইরে প্রজেক্টের বাইরে বলতে অন্য একটি সাইটে সেখানে গিয়ে দেখি কিছু ছোট ছোট ঘাস গাছ লাগানো আছে গুলো সবুজ রঙের দেখতে খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম এই ঘাসের কিছু ছবি ধারণ করে নিয়ে আমার বন্ধুদের মাঝে শেয়ার করব।
এই ঘাস গাছ গুলো এখানে চাষ করা হয়েছে পরিবেশ সুন্দর রাখার জন্য। পরিবেশ সুন্দর রাখার জন্য এখানে এই ঘাস ছোট ছোট করে কেটে রাখা হয় এবং তার জন্য আলাদা কিছু মানুষ রাখা আছে তারা এই গাছের প্রতি যত্নশীল পালন করে। আসলে ছোট ছোট জিনিস দিয়ে উপরের আকৃতির সৌন্দর্য ধরে রাখা যায় তার প্রমাণ এই ঘাস গুলো।
ঘাস আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। আমাদের আশেপাশে কি সুন্দর সুন্দর ঘাস আছে যে ঘাসে অনেক সুন্দরও ফুল দেখা যায় কিন্তু এই ঘাসগুলো ফুল হওয়ার আগে তার লম্বা লম্বা গাছগুলো কেটে ফেলে দেয়া হয়। এবং ছোট ছোট করে রাখলে দূর থেকে এই ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং মানুষের আশায় ঘাসের অনুভূতি টি শেয়ার করতে পারি কারণ ঘাস খুবই সুন্দর দেখায় পরিবেশটি খুবই মিষ্টি লাগে যার জন্য ঘাস গাছ মানুষ বাসায় রোপন করে থাকে।
আমিও যখন এই গাছ গুলো দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে এবং এখানে এই গাছ রোপন করার পদ্ধতিটি খুবই সুন্দর আলাদা একটি কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে এই গাছগুলি রোপন করা হয়ে থাকে বন্ধুরা আমি আছি মালয়েশিয়া থেকে বায়োজিদ আমার দেশের বাড়ি বাংলাদেশ আমি মালয়েশিয়ান একজন প্রবাসী শ্রমিক যাই হোক বন্ধুরা যেখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবে।
Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord
Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord
অসংখ্য ধন্যবাদ আপনাকে।