বন্ধুরা আজ আপনাদের সামনে আমি কিছু ফটোগ্রাফি উপস্থাপনা করতে চলেছি যে ফটোগ্রাফি গুলো আমি আগে কখনো শেয়ার করি নাই আমরা সবাই সব সময় ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আসলে ফুল থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আমাদের খুবই কম ফটোগ্রাফির মাঝে শেয়ার করা হয়ে থাকে।
বন্ধুরা আজকে কিছু শাক সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করব ছবিগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা তাহলে আর দেরি না করে মূল কথায় চলে যাওয়া যাক।
যে ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করা সব ছবিগুলো আমাদের ক্যান্টিন থেকে উঠানো আমরা কাজের সময়ের বাইরে খুব বেশি সময় পাই না যার কারণে ক্যান্টিন থেকে আমাদেরকে শাক সবজি বা জরুরী কিছু জিনিস নেওয়া লাগে।
বাহিরে যে জিনিসের দাম দুই টাকা থাকে সেই জিনিস ক্যান্টিন থেকে আমাদেরকে নিতে হয় ৫ টাকা দিয়ে কিন্তু আমাদের কিছু করার নাই কারণ আমরা বাহিরে যাওয়ার সময় পাই না আমাদের এখানে যে দামি ধরুক না কেন সেই দামের ভেতরে জিনিস আমাদের নেওয়া লাগে।
এবং আপনারা সবাই জানেন বিদেশ মানে অনেক কষ্টের একটি জায়গা ক্যান্টেনের মালিক যদি দেখে ফেলে আমরা বাহিরের থেকে কোন জিনিস কিনে এনেছি তাহলে সেটিও একটি বিপদ জনক বাহিরে থেকে জিনিস কিনে আনলে সেটা দেখলে অনেক বড় একটি ইস্যু তৈরি করে ফেলে ক্যান্টিনের মালিক।
বাহির থেকে কোন জিনিস আনা আমাদেরকে নিষেধ যার কারণে ক্যান্টিনের মালিক একটু দাম সব সময় বেশি ধরে আবার সবাই লুকোচুরি করে বাইরে থেকে জিনিস আনতে পারে না যার কারণে দাম সব সময় বেশি থাকে।
এখানে আমি বেশ কিছু ছবি উঠিয়েছি যার মধ্যে আছে ফুলকপি কুসি গাজর শসা কাঁচামরিচ কিছু আম পাকা সিম বেগুন লাউ এবং মিষ্টি কুমড়া যেগুলো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই বেশেরা একটি সবজি ও কিন্তু টাটকা নয়।
এই শাক সবজি গুলো বিক্রি হয়ে যাওয়ার পরে নতুন করে আবার শাক সবজি নিয়ে আসবে যতদিন না পর্যন্ত এইগুলা বিক্রি হবে ততদিন পর্যন্ত এখানে এভাবে পড়ে থাকবে এইসব বেসেরা শাক সবজি খেতে কিন্তু আসলে স্বাদ লাগেনা তবুও বাঁচতে হলে আমাদেরকে এইসব খাবারই খেতে হয়।
তাদের মনে লাগলে মাছ আনে আবার মাংসও আনে কিন্তু বেশির ভাগে ক্যান্টিনে যে জিনিসটা খেতে মনে চাই সেই জিনিসটা সব সময় পাওয়া যায় না যেটা থাকে সেটাই কিনে আমাদেরকে খেতে হয়। টাকা দিয়ে খাব তবুও নিজের মনের মতো করে খেতে পারি না এই বিদেশ বাড়িতে।
কথায় আছে টাকা থাকলে সব জায়গায় সবকিছুই চলে না তেমন আমাদের কাছে টাকা থাকলেও আমরা কিছু নিজের মনের মত করে নিজের স্বাধীনতা ভাবে চলতে ফিরতে পারিনা এটাই আমাদের জীবন।
আসলে যে শাক সবজি গুলো আছে সব শাক-সবজিতে অনেক ভিটামিন আছে তবুও টাটকা জিনিসের একটি স্বাদ অন্যরকম লাগে আর কতদিন আগের এই শাকসবজি তার কোন ঠিক নাই টাটকা জিনিসের যতটা স্বাদ আছে এই বেসারা জিনিসের ভেতরে কিন্তু সেই সাধটা পাওয়া যায় না।
বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord
Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord
অনেক ধন্যবাদ আপনাকে।
সবজি আমাদের আমি নিত্য প্রয়োজনীয় খাবার। রান্না করতে গেলে সবজি ছাড়া হয় না বললেই চলে। আপনি আজকে সবজি নিয়ে অনেক কিছু আলোচনা করেছেন খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।