পদ্মা সেতু

in r2cornell •  3 years ago 

পদ্মাসেতু নিঃসন্দেহে আল্লাহর দেয়া নেয়ামত,
তাই নেয়ামতের শুকরিয়া যেন আল্লাহ কে স্মরণ করে আদায় করা হয়।

এক.
শাকির (কৃতজ্ঞতা প্রকাশ কারি) আল্লাহর একটা নাম,
ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ عَلِیۡمٌ
তবে নিশ্চয় শোকরকারী, সর্বজ্ঞ।
বাকারা-১৫৮

দুই.
শুকরিয়া নবিদের গুন,
اِنَّہٗ کَانَ عَبۡدًا شَکُوۡرًا
নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা।
ইসরা-৩

তিন.
আল্লাহ শুকরিয়া আদায় করতে আদেশ করেছেন,

                   فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ  وَ اشۡکُرُوۡا لِیۡ وَ لَا تَکۡفُرُوۡنِ 

অতএব, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় কর, আমার সাথে কুফরী করো না।
বাকারা-১৫২

চার.
শুকরিয়া মুমিনদের গুন,

عَنْ صُهَيْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
সুহায়ব (রাযিঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মু’মিনের অবস্থা বিস্ময়কর। সকল কাজই তার জন্য কল্যাণকর। মু’মিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ-শান্তি লাভ করলে শুকর-গুজার করে আর অস্বচ্ছলতা বা দু:খ-মুসীবাতে আক্রান্ত হলে সবর করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর।
সহিহ মুসলিম, হাদিস নং ৭৩৯০

পাচ.
শুকরিয়া আদায় আল্লাহর পছন্দ,
وَ اِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَہُ لَکُمۡ
এবং তোমরা যদি শোকর কর তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন
যুমার-৭

ছয়.
শুকরিয়া আযাব থেকে নিরাপত্তা দেয়,
مَا یَفۡعَلُ اللّٰہُ بِعَذَابِکُمۡ اِنۡ شَکَرۡتُمۡ وَ اٰمَنۡتُمۡ
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমান আন তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কী করবেন?
নিসা-১৪৭

সাত.
শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে,
لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ
যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব।
ইবরাহিম-৭

তাই আমাদের উচিত,
এক.
রবের অনুগ্ৰহ স্বীকার করা,
وَ اَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ
আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।
দুহা-১২

দুই
নেয়ামত আল্লাহর পক্ষ থেকে
وَ مَا بِکُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰہِ
আর তোমাদের কাছ যে সব নিআমত আছে, তা আল্লাহর পক্ষ থেকে।
নাহাল-৫৩

তিন.
নেয়ামত পেয়ে আল্লাহর প্রশংসা করা,
عن أنس بن مالك وأبي أمامة
ما أنعمَ اللهُ على عبدٍ نعمةً فحمِدَ اللهَ عليها، إلّا كان ذلِكَ الحمدُ أفضلَ منْ تلكَ النعمةِ
আল্লাহ কোন বান্দাকে নেয়ামত দেওয়ার পর যদি বান্দা শুকরিয়া স্বরূপ আল্লাহর প্রশংসা করে, তাহলে এই প্রশংসা ঐ নেয়ামতের চেয়ে বেশি শ্রেষ্ঠ হয়।
صحيح الجامع ٥٥٦٢ • صحيح

চার.
নেয়ামত অস্বীকার করা যাবেনা,
اَفَبِنِعۡمَۃِ اللّٰہِ یَجۡحَدُوۡنَ
তবে তারা কি আল্লাহর নিআমতকে অস্বীকার করছে?

পাচ.
নেয়ামত অস্বীকার করার ভয়াবহতা,
وَ ضَرَبَ اللّٰہُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِنَۃً مُّطۡمَئِنَّۃً یَّاۡتِیۡہَا رِزۡقُہَا رَغَدًا مِّنۡ کُلِّ مَکَانٍ فَکَفَرَتۡ بِاَنۡعُمِ اللّٰہِ فَاَذَاقَہَا اللّٰہُ لِبَاسَ الۡجُوۡعِ وَ الۡخَوۡفِ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ
আর আল্লাহ উপমা পেশ করছেন, একটি জনপদ, যা ছিল নিরাপদ ও শান্ত। সবদিক থেকে তার রিয্ক তাতে বিপুলভাবে আসত। অতঃপর সে (জনপদ) আল্লাহর নিআমত অস্বীকার করল। তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন।
নাহাল-১১২

ছয়.
নেয়ামত কে কেন্দ্রকরে কোন শিরকি কথা না বলা,

أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلَمْ تَرَوْا إِلَى مَا قَالَ رَبُّكُمْ قَالَ مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلاَّ أَصْبَحَ فَرِيقٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ ‏.‏ يَقُولُونَ الْكَوَاكِبُ وَبِالْكَوَاكِب
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কি জান, তোমাদের রব কি বলেছেন? তিনি বলেছেন, আমি যখন আমার বান্দার উপর অনুগ্রহ করি, তখনই তাদের একদল তা অস্বীকার করে এবং তারা বলে নক্ষত্র, নক্ষত্রের প্রভাবে আমাদের কাজ হয়।
সহিহ মুসলিম, হাদিস নং ১৩৫

download (5).jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!