Image Source
Now this is the month of Ramadan, all Muslims love and obey this month very much. Even after fasting all day, everyone has a smile on their face at the end of the day. Suhur before sunrise and do not eat anything all day, not even a drop of water, again after sunset break the fast. This is how the whole month goes. And at the end of the month comes Eid, the biggest festival of Muslims. This Eid comes twice a year. Thus, the price of things is higher in the month of Ramadan, but this time it is extra. I did not go near the price of oil, every time we have cucumbers from our own tree and the whole month of Ramadan goes by with them, cucumbers do not have to be bought separately but this time we have not picked cucumbers from the tree, so we have to buy from the market. The price of cucumber is 40 to 60 BDT per kg. On the day of fasting, people like lemon very much. Now 7 BDT is the price of per piece lemon, where last time I bought a lemon with 2 to 3 BDT per piece.
এখন রমযান মাস চলতেছে সকল মুসলিম এই মাসটিকে খুব পছন্দ করে এবং খুব মেনে চলে। সারাদিন রোযা রাখার পরেও দিন শেষে মুখে একটা হাসি থাকে সবার। সুর্য ওঠারো আগে সেহরি করে এবং সারাদিন কিচ্ছু খাই না, এক ফোঁটা পানিও নয়, আবার সুর্যাস্তের পর ইফতার করে রোযা ভঙ্গ করে। এই ভাবে চলে পুরো মাস। এবং মাস শেষে আসে ঈদ, মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। বছরে দুইবারই আসে এই ঈদ। এমনিতে রোযার মাসে জিনিসপত্রের দাম বেশি থাকে কিন্তু এবার অতিরিক্ত বেশি। আমি তেলের দামের কাছে নাই গেলাম, প্রত্যেকবার আমাদের নিজের গাছের শসা থাকে এবং সেগুলো দিয়েই পুরো রমযান মাস চলে যায়, আলাদা করে শসা কেনা লাগে না কিন্তু এবার এখনও গাছে শসা ধরে নাই, তাই বাজার থেকে কিনতে হচ্ছে। পরতই কেজি শসার মূল্য ৪০ থেকে ৬০ টাকা। রোযার দিনে মানুষ লেবু খুব পছন্দ করে, দিন শেষে লেবু দিয়ে শরবত, যেকোনো কিছুর সাথে লেবু খেতে ভালোই লাগে। এখন লেবু প্রতি পিস ৭ টাকা, গতবার যেখানে ২ থেকে ৩ টাকা পিস দিয়ে লেবু কিনেছিলাম।
It becomes very difficult for a laborer who is running his family with great difficulty to buy these things. But one of the best things of this month is that those who are a little self-sufficient help others, whether it is through food or clothing. Every day some people deliver food to the poor in our village before Iftar. If people in a society help each other in this way throughout the year, then there will never be a shortage in that society. But there are also some people who will not help and those who are helping make the opposite bad comments. We hope that the people around us will always be there for each other.
একজন দিন মজুর যিনি খুব কষ্টে সংসার চালাই তার কাছে এগুলো কেনা খুবি মুসকিল হয়ে পরে। তবে এই মাসে একটি দিক সবচেয়ে ভালো লাগে যারা একটু স্বাবলম্বী তারা ওপরকে সাহায্য করে, তা খাবার দিয়েই হোক বা বস্ত্র দিয়েই হোক। আমাদের গ্রামে যারা একটু গরিব তাদের প্রতিদিনই কেউ না কেউ ইফতারির আগে খাবার পৌঁছায়ে দেয়, আজকে এক বাড়ি থেকে দিল এবং কালকে আরেক বাড়ি থেকে দিল এমন হয়। একটা সমাজের ভিতর মানুষগুলো যদি সারা বছর এমন ভাবে একে ওপরকে সাহায্য করে তাহলে সেই সমাজে অভাব কখনই থাকে না। কিন্তু এর মাঝেও কিছু মানুষ আছে যারা সাহায্যও করবে না এবং যারা সাহায্য করছে তাদের উলটো খারাপ মন্তব্য করে। আশা করি আমাদের আশেপাশের মানুষগুলো সবসময় এমন ভাবেই যেন থাকে, একে অপরের পাশে থাকে সর্বদা।