ছাড়পোকার জ্বালা

in r2cornell •  2 years ago 

pexels-pixabay-35804.jpg
Basically the bed, pillow or sofa, these things are much higher in such things. The bite of the folding, pain and allergic problems begin which can be severely formed. So from the bedding should be removed as much as possible. There is little less that people who have not known the name in Bangladesh or have not heard the name. Especially there is no one who is in the student or the Mess, there is no doubt in the raciff. The smaller this animal can make someone's night's sleep forbidden. And once a lot of money is seen in the house, it comes to the head of the head to be able to suppress the way of suppression of silk. Many may also use different chemicals. But nevertheless, there is a lot of time to release from the quershoka. However, can you know that naturally you can get rid of quartic? Yes, this is also possible. In this case you have to adopt any of the following or a few methods. So let's see that there are 5 ways to suppress the silkup in natural ways: Hot water: The very effective way of suppression of silk is hot water. In hot water, there are many other microorganisms, including bacteria with not only bacteria. You have to wash your weary clothes with hot water. Then your room should be washed with hot water too. After the wash, the clothes and rooms will be dry well. Although 30-35 degrees Celsius temperature is enough for the sake of the boiling water, another method of suppressing the room of the room of the sun's heat is the use of the sun's heat. An extremely effective way to prevent the suppression of the quartus. This method is adopted since the ancient times. This method is yet to be applied to villagegranj. In this case, the things that can not be washed with hot water or washes are very difficult to prevent them in the morning. The silks die at the temperature of strong resistance and their eggs. Although this method is not very popular to Bangladeshis, it is one of the most effective ways of suppression of quarticism. For this reason, clean the vacuum cleaner at all places where you have Sharpoka. In this case, it should be cleared using a vacuum cleaner multiple times. This will go to the vacuum cleric in the quartic egg with eggs. But clean the vacuum cleaner out of the house and beat the vacuum with hot water and wash the vacuum cleaner. Another widely used method of suppression of Skipoka is the use of natural pesticides. In this case, the widely used pesticide is Diatomaceous Earth (Diatomaceous Earth). Many cozoka suppressive organizations also use it. For this reason, sprinkle the Diatomaceous Earth (Diatomaceous Earth) very thinly in which you have quarticosphere in the bed, house corners, sofa etc. According to Texas A & M University, when the querspokara comes in contact with the Diatomessius Earth, its chemical will die due to its chemical action.বিছানা, বালিশ বা সোফা এইসকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। ছারপোকার কামড়ে জ্বালাপোড়া, ব্যথা এবং অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায় যা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকার উপদ্রব যতোটা সম্ভব দূর করে ফেলা উচিত।
বাংলাদেশে ছারপোকা চেনেন না বা নাম শুনেন নি এমন মানুষ বোধহয় কমই আছে। বিশেষ করে ছাত্রছাত্রীরা বা মেসে থাকে এমন কেউই বোধহয় নেই যে ছারপোকার জালায় অতিষ্ঠ হয়নি। ছোট এই প্রাণীটি যে কারো রাতের ঘুম হারাম করে দিতে পারে। আর বাড়িতে একবার ছারপোকা দেখা গেলে ছারপোকা দমন এর উপায় খুজতে মাথার ঘাম পায়ে এসে যায়। অনেকে হয়তো বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদিও ব্যবহার করেন। কিন্তু তবুও অনেক সময় দেখা যায় ছারপোকা থেকে মুক্তি মেলেনি। তবে আপনি জানেন কি প্রাকৃতিকভাবেও আপনি ছারপোকা থেকে মুক্তির পেতে পারেন? হ্যা, এটাও সম্ভব। এক্ষেত্রে আপনাকে নিচের কোন একটি বা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো চলুন দেখে নেই প্রাকৃতিক উপায়ে ছারপোকা দমনের ৫টি উপায়
ছারপোকা দমনের খুব কার্যকরী উপায় হল গরম পানি। গরম পানিতে শুধুমাত্র ছারপোকাই না সাথে ব্যাকটেরিয়া সহ আরো অনেক অণুজীবই মারা যায়। এজন্য আপনাকে আপনার পরিধেয় জামাকাপর গুলো গরম পানি দিয়ে ধৌত করতে হবে। এরপর আপনার রুমটিকেও গরম পানি দিয়ে ধুয়ে ছারপোকা মুক্ত করতে হবে। ধোওয়ার পর ভালভাবে জামাকাপর ও রুম শুকাতে হবে। ছারপোকা মারার জন্য যদিও ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট তবুও ফুটন্ত পানি কিছুটা ঠাণ্ডা করেই রুম ধয়া উচছারপোকা দমন এর আরেকটি পদ্ধতি হল সূর্যের তাপ এর ব্যবহার। ছারপোকা দমনে রোধ একটি অত্যন্ত কার্যকরী উপায়। সেই প্রাচীন কাল থেকেই এই পদ্ধতি অবলম্বন করা হয়। গ্রামেগঞ্জে এখনো এই পদ্ধতির প্রয়োগ দেখা যায়। এক্ষেত্রে যেসব জিনিস গরম পানি দিয়ে ধোওয়া যাবে না বা ধোওয়া অনেক কষ্টসাধ্য সেগুলো সকালে রোধে দিতে হয়। শক্তিশালী রোধের তাপমাত্রায় ছারপোকাগুলো মারা যায় এবং সাথে তাদের ডিমও।
যদিও এই পদ্ধতিটি বাংলাদেশিদের কাছে অতটা জনপ্রিয় নয় তবুও এটি ছারপোকা দমনের অন্যতম কার্যকরী উপায়। এজন্য যেসব স্থানে ছারপোকা রয়েছে সেসব স্থানে ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা পরিষ্কার করুন। এক্ষেত্রে একাধিক বার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করা উচিত। এতে করে ছারপোকার ডিমসহ ছারপোকা ভ্যাকুয়াম ক্লিনারে চলে যাবে। তবে ভ্যাকুয়াম ক্লিনারটি বাড়ির বাইরে নিয়ে পরিষ্কার করুন এবং গরম পানি দিয়ে ছারপোকা মেরে ফেলুন ও ভ্যাকুয়াম ক্লিনারটি ধুয়ে নিন। ছারপোকা দমন এর আরেকটি বহুল ব্যবহৃত পদ্ধতি হল প্রাকৃতিক কীটনাশকের ব্যবহার। এক্ষেত্রে বহুল ব্যবহৃত কীটনাশকটি হল ডায়াটোমেসিয়াস আর্থ (Diatomaceous earth)। বহু ছারপোকা দমনকারী সংস্থাও এটি ব্যবহার করে। এজন্য যেসব স্থানে ছারপোকা থাকে যেমন বিছানা, ঘরের কোণা, সোফা ইত্যাদিতে খুব পাতলা করে ডায়াটোমেসিয়াস আর্থ (Diatomaceous earth) ছিটিয়ে রাখুন। টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি অনুযায়ী, ছারপোকারা যখন ডায়াটোমেসিয়াস আর্থ এর সংস্পর্শে আসে তখন এর রাসায়নিক ক্রিয়ার ফলে ছারপোকা শুকিয়ে মারা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!