Rasul SAW has forbidden to keep children outside after evening.

in r2cornell •  6 days ago 

FunPic_20240913_081905768.jpg

Children are the flowers of heaven. The petals of their hearts are soft like fluffy soft bodies. The Holy Prophet (PBUH) loved children with all his heart. He loved any child as his own. The Messenger of Allah, peace and blessings of Allah be upon him, ordered to keep children safe from danger.

He asked to keep an eye on the children especially during the evening. Because, some time after the evening, Jinn-devils roam outside. Therefore, in order to protect children from their evil influence, it is forbidden to take children outside at this time, from Maghrib until the time of Isha. The evening glow fades away. Because at this time Satan is roaming. (Muslim, Hadith: 2013)

When the evening approaches, it is said to bring the children into the house and close the door of the house by saying 'Bismillah'.
Hazrat Jaber Ibn Abdullah Radiyallahu Anhu also said, Rasulullah Sallallahu Alaihi Wasallam said, 'Do not stay busy with stories and rumors until late at night. Because none of you knows that Allah scatters many of His creatures to roam free in the night. Keep the doors of your house closed (at night); Tie or close the mouth of the pan (food container); Cover the pots and turn off the light.'

শিশুরা জান্নাতের ফুল। তুলতুলে নরম দেহাবয়বের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলোও থাকে কোমল। মহানবী (সা.) শিশুদের মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। যেকোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর-সোহাগ করতেন। শিশুদের বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

বিশেষত সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখেশুনে রাখতে বলেছেন। কারণ, সন্ধ্যার পর কিছুক্ষণ জিন-শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এ জন্য তাদের কুপপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময় তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে।রাসুল (সা.) বলেন, ‘তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলেমেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না—যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়। কারণ এ সময় শয়তান বিচরণরত থাকে। (মুসলিম, হাদিস : ২০১৩)

যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং ‘বিসমিল্লাহ’ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।

হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা গভীর রাত পর্যন্ত গল্প-গুজবে মশগুল থেকে না। কারণ তোমাদের কেউ জানে না যে, আল্লাহ তাঁর সৃষ্টিকুলের অনেককে রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা (রাতের বেলা) ঘরের দরজাগুলো বন্ধ রাখো; পানপাত্রের (খাবারের পাত্রের) মুখ বেঁধে বা বন্ধ করে রাখ; পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও।’

IMG_20240902_114437_699.jpeg

What should be done in order to lead a happy and prosperous life is mentioned in the scriptures. Apart from this, the scriptures also inform that doing any work can increase the problem. Here are some tasks that should be done in the evening. As a result financial loss is possible. Along with that, family peace is destroyed, life can become increasingly boring. Know what not to do after sunset.
Knowing the time of sunrise and today's sunrise and sunset has become an important matter for every human being, because in today's busy time many of us don't realize when day and night pass. Based on this, sunrise time and today's sunrise and sunset are discussed in this post.

Sunrise and sunset are a beautiful sight. It marks the beginning of the new day and the end of the day and is a marvel of nature's power.

Sunrise is the time when the sun rises above the horizon. This time usually occurs in the morning and marks the beginning of the day.

সুখী ও সমৃদ্ধ জীবন যাপনের জন্য কী করা উচিত, সে বিষয়ে শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি কোন কাজ করলে সমস্যা বাড়তে পারে, তা-ও জানিয়ে থাকে শাস্ত্র। এখানে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে, যা সন্ধ্যাবেলা করা উচিত। এর ফলে আর্থিক লোকসান সম্ভব। তার পাশাপাশি পারিবারিক শান্তি নষ্ট হয়, জীবন ক্রমশ অবসাদে ভরে উঠতে পারে। সূর্যাস্তের পর কোন কাজগুলি করবেন না জেনে নিন।
সূর্য উঠার সময় এবং আজকের সূর্যোদয় সূর্যাস্ত জানাটা প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারন এখনকার ব্যস্ত সময়ে কখন দিন-রাত চলে যাচ্ছে আমরা অনেকে টের পাই না। এর ভিত্তিতে সূর্য উঠার সময় এবং আজকের সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে।

সূর্য উঠার সময় এবং সূর্যাস্ত একটি সুন্দর দৃশ্য। এটি নতুন দিনের শুরুকে এবং দিনের শেষকে চিহ্নিত করে এবং প্রকৃতির শক্তির একটি আশ্চর্যজনক ।

সূর্য উঠার সময় হল সেই সময় যখন সূর্য দিগন্তের উপরে উঠে আসে। এই সময়টি সাধারণত সকালে ঘটে এবং দিনের শুরুকে চিহ্নিত করে।

IMG_20240902_114437_6952.jpeg

There are certain activities mentioned which should not be done in the evening. According to the scriptures one should never do evil deeds in the evening. Because Durga, Lakshmi and Saraswati live in the house. To do that in the evening means to anger all the gods and goddesses. As a result, financial hardship, family problems may arise. Don't forget what to do after sunset, find out.

Do not sleep in the evening

There is a right time to do all things. Many sleep in the evening too. According to the scriptures, do not sleep in the evening. Because of this their age is reduced. Also negative energy spreads in the house. Religiously, it is believed that Lakshmi arrives in the evening, when she sees the family members sleeping, the goddess gets angry and leaves.Never venture into the house or yard after sunset. Because it welcomes financial famine. According to the scriptures, if the house is cleaned in the evening, the auspicious time and happiness will disappear.Never sit outside the house in the evening. Because at this time Lakshmi came home. If one sits or stands at the crossroads in the evening, the path is blocked and Lakshmi goes back from there.According to Hindu scriptures, Tulsi trees should not be touched in the evening. If this prohibition of the scriptures is not obeyed, poverty and misfortune will come to that family. Do not water the tulsi plant even in the evening.

এমন কিছু কাজের উল্লেখ করা রয়েছে যা সন্ধ্যাবেলা করা উচিত নয়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা কখনও অশুভ কাজ করা উচিত নয়। কারণ বাড়িতে দূর্গা, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয়। সন্ধ্যাবেলা সেই কাজ করার অর্থ হল সমস্ত দেবী-দেবতাদের রাগিয়ে দেওয়া। এর ফলে আর্থিক অনটন, পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। সূর্যাস্তের পর কোন কাজগুলি ভুলেও করবেন না, জেনে নিন।

সন্ধ্যাবেলা ঘুমাবেন না

সমস্ত কাজ করার একটি সঠিক সময় রয়েছে। অনেকেই সন্ধ্যাবেলাও ঘুমিয়ে থাকেন। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘুমাতে নেই। কারণ এর ফলে তাঁদের বয়স কমে। পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে। আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধ্যাবেলা লক্ষ্মীর আগমন ঘটে, এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান।সূর্যাস্তের পর কখনও বাড়িতে বা উঠোনে ঝাট দিতে নেই। কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘর ঝাট দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়।সন্ধ্যাবেলা কখনও বাড়ির চৌকাঠে বসতে নেই। কারণ এ সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধ্যাবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান।হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই। শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না-মানলে সেই পরিবারে দারিদ্র ও দুর্ভাগ্য আসে। এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না।

IMG_20240902_114437_6951.jpeg

Hindu charity has special significance. Donations have certain rules. According to the Shastras one should never donate anything after sunset, especially refrain from donating milk and curd. Donating milk is auspicious according to astrology. But donating milk after sunset is prohibited. It is related to Sun and Moon. This made Lakshmi-Narayana angry. Even financial losses are incurred. Again curd is associated with Venus. It increases happiness and prosperity, maintains peace. So giving curd after sunset removes happiness and prosperity from the family.

হিন্দু দান-পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দানের কিছু নিয়ম রয়েছে। শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনও কিছু দান করা উচিত নয়, বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন। জ্যোতিষ অনুযায়ী দুধ দান করা শুভ। কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা বর্জিত। সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত। এর ফলে লক্ষ্মী-নারায়ণ রেগে যান। এমনকি আর্থিক লোকসান হয়। আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে, শান্তি বজায় রাখে। তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ-সমৃদ্ধি দূর হয়।

IMG_20240902_114437_698.jpeg

You probably mean Sandhya language. It is the language of the Charyapads. The language in which the Charyapads are written is the oldest known Bengali language known as the Sandhya language. Even though Sandhya is not a language name, it is named as such due to unintelligibility. In such linguistics the word has two meanings - one is its ordinary meaning, the other is its esoteric meaning.

Actually reading Charyapa means to enter into a wonderful mystery. Sahajiya Buddhist saints wrote Charyapa's poems. They were people from lower class of society. In fact, they wanted to preserve some religious mysticism through their poems, so that saints like them could understand them. Therefore, this language is very incomprehensible to the common people. While reading, I feel like I understand one line, and I don't understand another. Just like the game of light and darkness at dusk. Chali, therefore the language of the Charaps is called the Sandhya language.Each meal has specific nutritional requirements and timing. But the good news for roti or rota is that you can eat it at any time of the day!

It is better to eat dinner early to fully digest food and detox. It's not bad if it's in the evening. Bread rich in dietary fiber reduces your risk of diabetes, obesity, coronary heart disease, high blood pressure, stroke and gastrointestinal conditions.

A high-carbohydrate evening meal reduces nighttime hunger and increases the likelihood of weight loss.

আপনি সম্ভবত সান্ধ্য ভাষাকে বোঝাতে চাইছেন।এটা হলো চর্যাপদের ভাষা।বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছে তা সান্ধ্য ভাষা নামে পরিচিত। সন্ধ্যা কোনো ভাষার নাম না হলেও দুর্বোধ্যতার কারণে এরুপ নামকরণ করা হয়েছে। এই ধরনের ভাষারীতিতে শব্দের দুটি অর্থ থাকে - একটি তার সাধারণ অর্থ, অন্যটি নিগুঢ় অর্থ।

আসলে চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধাঁর মাঝে প্রবেশ করা।সহজিয়াপন্থী বৌদ্ধ সাধকেরা চর্যাপদের কবিতাগুলো লিখেছিলেন।তারা ছিলেন সমাজের নিচু শ্রেণির মানুষ। আসলে তারা নিজেদের কবিতার মাধ্যমে কিছু ধর্মীয় গূঢ়তত্ত্ব সংরক্ষণ করতে চেয়েছিলেন, যাতে তাদের মতো সাধকেরা সেগুলো বুঝতে পারেন।তাই সাধারণ জনগণের কাছে এ ভাষা অনেকটাই দুর্বোধ্য।পড়ার সময় মনে হয় একটি পংক্তি বুঝতে পারছি, আবার একটি পারছি না।ঠিক সন্ধ্যার সময় যেমন আলো আঁধারির খেলা চলে,এজন্য চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়।প্রতিটি খাবারের বিশেষ পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে ও বিশেষ সময়ও রয়েছে। কিন্তু রুটি বা পরোটার জন্য সুসংবাদটি হল আপনি দিনের যে কোনও সময় এটি খেতে পারেন!

খাদ্য সম্পূর্ণরূপে হজম করতে এবং ডিটক্স করার জন্য তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া ভাল। সেটা সন্ধ্যে বেলা হলে মন্দ নয়। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ রুটি আপনার ডায়াবেটিস, স্থূলতা, করোনারি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অবস্থার ঝুঁকি কমায়।

সন্ধ্যার খাবারে বেশিরভাগ কার্বোহাইড্রেট থাকলে রাতে ক্ষুধার অনুভূতি হ্রাস করে ও ওজন হ্রাসের সম্ভাবনাকে বাড়ায়।

IMG_20240902_114437_691.jpeg

Puja-path has special importance in Hinduism. Everyone regularly recites pooja in the house temple. In some houses, puja is read both in the morning and in the evening. It is said that it brings happiness and prosperity to the house. However, there are many differences between morning puja and evening puja. According to the Shastras, those who perform Puja in the evening should keep certain things in mind. Flowers should not be plucked during the Puja in the evening.
It is considered very auspicious to offer fresh flowers in the morning to worship the Lord. But flowers should not be plucked for puja in the evening. According to scriptures, plucking flowers at dusk is considered inauspicious. Therefore flowers should not be offered to God in evening puja. Conchs and bells should not be sounded during evening puja.
Conchs and bells must be played in morning puja as it brings positivity in the house but many people also play conchs and bells in evening puja which is totally inappropriate. It is believed that after sunset the deities go to sleep and their sleep is disturbed by the sound of conch shells and bells. Do not worship Sun God.
The scriptures enjoin worshiping the sun god at dawn and offering water. Sun worship should never be done after sunset, it is not considered auspicious. Also never use tulsi leaves in evening puja. Tulsi leaves should not be plucked after sunset. Do not sweep in the evening
Many people sweep their houses before Sandhya Puja. But it is inappropriate to do so. After sunset, it is not right to plant the house in any way. If you do this, there is no Lakshmi in the house. Also, people living at home may face problems related to happiness, peace and health.
The scriptures say that worshiping Lakshmi with Lord Vishnu on Parivartini Ekadashi is considered very auspicious. By doing this, Goddess Lakshmi arrived in the house and Goddess Lakshmi showered her blessings. Know the special measures related to worshiping Goddess Lakshmi which you can do on Parivartini Ekadashi to get Lakshmi.
হিন্দু ধর্মে পুজো-পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঘরের মন্দিরে সবাই নিয়মিতভাবে পুজো পাঠ করেন। কিছু বাড়িতে সকাল ও সন্ধ্যা দু'‌বেলাই পুজো পাঠ হয়ে থাকে। বলা হয়ে যে এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। যদিও সকালের পুজো ও সন্ধ্যায় করার পুজোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। শাস্ত্র মতে, যাঁরা সন্ধ্যার সময় পুজো করেন তাঁদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে।সন্ধ্যার পুজোর সময় ফুল ছেঁড়া উচিত নয়
সকালে ভগবানের পুজোয় তাজা ফুল দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু সন্ধ্যাবেলায় পুজোর জন্য ফুল ছেঁড়া উচিত নয়। শাস্ত্র মতে, সন্ধ্যার সময় ফুল ছেঁড়াকে অশুভ বলে মনে করা হয়। এইজন্য সন্ধ্যার পুজোয় ভগবানকে ফুল অর্পণ করা উচিত নয়।সন্ধ্যায় পুজোর সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত নয়
সকালের পুজোয় শঙ্খ ও ঘণ্টা অবশ্যই বাজানো উচিত কারণ এতে ঘরে ইতিবাচকতা আসে কিন্তু সন্ধ্যার পুজোতেও অনেকে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে থাকেন যা একেবারেই অনুচিত। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর দেবী-দেবতা শুতে চলে যান এবং শঙ্খ ও ঘণ্টার আওয়াজে তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটে।সূর্যদেবের পুজো করবেন না
শাস্ত্রে ভোরবেলা সূর্যদেবকে পুজো করার এবং জল নিবেদনের বিধান রয়েছে। সূর্যাস্তের পর কখনোই সূর্যের পুজো করা উচিত নয়, এটা শুভ বলে মনে করা হয় না। এ ছাড়া সন্ধ্যার পুজোয় কখনই তুলসী পাতা ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না
অনেকেই সন্ধ্যা পুজোর আগে বাড়ি-ঘর ঝাড় দেন। কিন্তু এটা করা অনুচিত। সূর্যাস্তের পর কোনওভাবেই ঝাঁটা বাড়িতে লাগানো ঠিক নয়। এটা করলে ঘরে লক্ষ্মী থাকে না। এছাড়াও, বাড়িতে বসবাসকারী লোকেরা সুখ, শান্তি এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে।শাস্ত্রে বলা হয়েছে যে পরিবর্তিনী একাদশীতে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে করে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন। দেবী লক্ষ্মীর আরাধনা সংক্রান্ত বিশেষ ব্যবস্থার কথা জেনে নিন যা পরিবর্তিনী একাদশীতে করলে আপনি লক্ষ্মী লাভ করতে পারেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!