শিশু ও নারী নির্যাতন, মানব পাচার এবং যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয়

in r2cornell •  2 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় পাঠক! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকের আলোচনা "শিশু ও নারী নির্যাতন, মানব পাচার এবং যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয়" নিয়ে।

IMG20241125104512.jpg

IMG20241117112641.jpg
অদ্য ২৫ নভেম্বর-২০২৪ খ্রি. সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্দ্যোগে জেলা মডেল মসজিদের মিলনায়তনে শিশু ও নারী নির্যাতন, মানব পাচার এবং যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের গর্ব জনাব মো. আব্দুস সামাদ, সম্মানিত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের অভিভাবক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ। উক্ত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক আলেম-ওলামা অংশ গ্রহণ করেন। আলেম-ওলামাদের পক্ষ থেকে আমাদের মাঝ থেকেই একজন বক্তব্য প্রদান করেন এবং আমাদের যে দাবিদাওয়া গুলো আছে সেইগুলো জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদের কাছে পেশ করেন। আমাদের পক্ষ থেকে জেনে বক্তব্য বা আলোচনা পেশ করেন তিনি অত্যন্ত কৌশলে বক্তব্য প্রদান করেন এবং জেলা প্রশাসককে আমাদের দাবিদাওয়া গুলো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন।

তারপরে আমাদের অত্র প্রতিষ্ঠানের অভিভাবক কৃষিবিদ জনাব মোঃ গোলাম মোস্তফা উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন চাপে নবাবগঞ্জ শাখা অত্যন্ত প্রাঞ্জল এবং যৌক্তিক কিছু বক্তব্য প্রদান করেন যা আমাদের জন্য এবং সকলের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে। তিনি তার বক্তব্য সুচারুরূপে প্রদান করেন এবং আমাদের প্রাণের গর্ব জনাব আব্দুস সামাদ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কে তিনি শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সাথে আলেম-ওলামাদের কেউ তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

IMG20241125103547.jpg

এরপর আমাদের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ উপজেলার গর্ব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ ও বক্তব্য প্রদান করেন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে নারী ও শিশু নির্যাতন সম্পর্কে বক্তব্য প্রদান করেন তিনি বলেন ইসলাম সর্বপ্রথম শিশু এবং নারীদেরকে মর্যাদা দিয়েছেন তাই আমি জাহেলিয়াতের যুগে যে সময় জীবন্ত নারী শিশুদেরকে হত্যা করা হতো সেসময় ইসলামী তাদের অধিকার নিশ্চিত করেছেন এবং সম্মানিত করেছেন। এরপর তিনি মানব পাচার সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেন অনেকেই কর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে কাজের জন্য যান কিন্তু গৃহকর্তাদের নির্যাতনের শিকার হন এবং তারা বাড়ি ফিরে আসতে বাধ্য হন। এরপর তিনি যৌতুক প্রতিরোধের উপর জোরালো বক্তব্য প্রদান করেন তিনি বলেন যে যৌতুক একটা পুরুষদের জন্য অভিশাপ যৌতুক যারা নেই তারা সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না সব সময় তাদেরকে মাথা নিচু করে সমাজে চলতে হয় এবং বউয়ের কাছে উচু আওয়াজে কথা বলতে পারেন না এবং শ্বশুরবাড়ির কথাবাত্রায় ওঠাবসা করতে হয়।


সোর্স
আলেম-ওলামাদের প্রতি ধন্যবাদ জানিয়ে সম্মানিত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ তার আলোচনার সমাপ্তি করেন এবং সবার মঙ্গল কামনা করেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp
ধন্যবাদ আজকের আর্টিকেল পড়ার জন্য।
gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp

blurt-logo-daisy.gif
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

You have made a very nice post about child and women abuse, human trafficking. Ashulia, I got to know a lot by reading your post and learned a lot. Thank you so much for sharing this kind of informative post with us.