হেদায়াত

in r2cornell •  last month 

হেদায়েত

20241107_121741.jpg
এই ছবিটি এডিট করা হয় [পিক্সেল] দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে প্রচার করব হেদায়েত নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

হেদায়েত শব্দটি আরবী । এর অর্থ পথ প্রদর্শন বা পথ নির্দেশ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা যায় হেদায়েত হল আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সঠিক পথ নির্দেশ। মাধ্যমে মানুষ আল্লাহর দান সন্তুষ্টি অর্জন করতে সমর্থ্য হই।

হেদায়েত বলতে বুঝায় মহান আল্লাহ তাআলা পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর নির্দেশিত পথে পরিচালিত হওয়া নির্দেশিত পথে চলা। এটি শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং সম দিক থেকেই এটি নির্দেশিত হওয়া বোঝাই।

হেদায়েতের গুরুত্ব পশ্চিম নিম্নে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হলো:
সঠিক পথের সন্ধান- মেয়েদের মানুষের সঠিক পথের সন্ধান করে দেয় এই ফোনে মানুষ হেদায়েতের পথে নির্দেশিত হয় অন্ধ সন্তুষ্টির জন্য।
সাফল্য ও নিরাপত্তা-মানুষ সঠিক পথে অনুসারে হলে সাফল্য নিরাপত্তা লাভ করে।
সূরা আল-আনকাবূত (29:69) "আর যারা আমাদের পথে সংগ্রাম করে, আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তায় হেদায়েত করব।"
হেদায়েত মানুষদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে দেই।
হেদায়েতের পথ অনুসরণ করলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং পরকালীন জীবনে সুফল পাওয়া যায়।
হেদায়েতের তাৎপর্য অনেক নিম্নে এর কিছু পয়েন্ট উল্লেখ করা হলো
আল্লাহর সাথে সম্পর্ক-মানুষ হেদায়েতের অনুসরণ করলে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং এটি শক্তিশালী বা ঈমান দৃড় হয়।
সমাজে শান্তি-ব্যক্তি সমাজ রাষ্ট্র যখন আল্লাহর নির্দেশিত পন্থায় পরিচালিত হয় তখনই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে।
নীতি নৈতিকতা-ছেলেদের অনুসরণ করলে সবার মাঝে নীতি-নৈতিকতা তৈরি হয় এতে করে সমান সুন্দরভাবে পরিচালিত হয়।
এবার আমরা আলোচনা করব কোরআন ও সুন্নাহর আলোকে হেদায়েত- সূরা বাকারার ২ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ এটি সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই এবং পরহেজগারদের জন্য এটি হেদায়েত। সুরাতুল ফাতিহার ৬ ৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ আমাদেরকে তরল সঠিক পথ প্রদর্শন করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন এবং ক্রোধান্বিত নন।


সোর্স
তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন 'আমি আল্লাহর হেদায়েত নিয়ে এসেছি' সহিহ মুসলিম
আমাদের প্রিয় নবী সাঃ আরো বলেছেন-যে ব্যক্তি আল্লাহতালার কাছে হেদায়েত চাই সে অবশ্যই পাবে।

আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!