ছাত্রদেরকে চিত্রের মাধ্যমে পাঠদান
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "ছাত্রদেরকে চিত্রের মাধ্যমে পাঠদান"।
ছাত্রদেরকে বিভিন্ন পদ্ধতিতে পাঠদান করা যায়। ছাত্ররা যাতে পড়া অতি সহজেই আয়ত্ত করতে পারে এজন্য শিক্ষকদের প্রয়োজন বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা। এবং এই পদ্ধতি গুলো অনুসরণ করে ছাত্রদেরকে পাঠদান করা। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রদেরকে পাঠদান করা যায়। এভাবে যদি পাঠদান করা যায় তাহলে ছাত্ররা অনা আসে সেগুলো আয়ত্ত করতে পারবে।
আমি ছাত্রদেরকে পাঠদান করার সময় দেখেছি যে তাদেরকে যদি অভিনয়ের মাধ্যমে বা বিভিন্ন চিত্রের মাধ্যমে পাঠদান করা হয় তাহলে তারা সেগুলো অতি সহজে হাসতে হাসতে গ্রহণ করতে পারে এবং সেগুলো তাদের মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। একটি ছাত্রকে মেধাবী হিসেবে ফুটিয়ে তোলার জন্য বা তার সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য শিক্ষকগণ এভাবে বিভিন্ন পদক্ষেপ নিলে তারা অতি সহজেই একটি জিনিস আয়ত্ত করতে পারে।
আমি যখন ক্লাস থ্রির ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করি তখন দেখি তারা অনেকেই অমনোযোগী হয়ে থাকে পড়ালেখার প্রতি তাদের মন মস্তিষ্ক কাজ করেনা তখন তাদেরকে বিভিন্নভাবে পাঠদান করার চেষ্টা করি তার মধ্যে অন্যতম হলো চিত্রের মাধ্যমে পাঠদান করা এতে ছাত্ররা সহজে একটি জিনিস চিন্তা করে এবং স্থায়ীভাবে এটা মাথায় রাখতে পারে। এভাবে যদি তাদেরকে ক্লাস করানো হয় তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে তারা পরবর্তী ক্লাসে আরো ভালো ফলাফল করবে আশা করা যায়।
ছাত্রদেরকে পাঠদান করা খুবই কঠিন একটি কাজ কেননা একটি ক্লাসে যখন শিক্ষক প্রবেশ করেন তখন যদি ছাত্ররা শিক্ষকের কথামতো না চলে যদি শিক্ষকের কথা অনুযায়ী তারা কাজ না করে তাহলে সেই ছাত্রদেরকে শিক্ষকগণ ভালো হবে শাসন করতে পারেন না। এই কারণেই ছোট বাচ্চাদেরকে পাঠদান করা শিক্ষকদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। কারণ ছোট বাচ্চারা যখন স্কুলে আসে তখন তারা জানে না কিভাবে স্যারের সাথে কথা বলতে হয় কিভাবে স্যারকে সম্মান করতে হয়। আর এই ছোটখাটো বিষয়গুলো স্যারেরা সুন্দরভাবে ছাত্র-ছাত্রীদেরকে শিখিয়ে দেন।
কিন্তু যারা বড় ক্লাসে পড়ালেখা করেন তাদের কথাটা ভিন্ন তাদেরকে পড়াতেও ভালো লাগে এই কারণেই যে তারা বিশৃঙ্খলা কম করে সার যেভাবে নির্দেশনা দেন ছাত্ররা সেভাবেই সেই নির্দেশনা পালন করেন।
শিক্ষা বিষয়ে যারা এতক্ষণ আমার আর্টিকেলটি পড়লেন তাদের সকলকেই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
Teaching students through images
Bismillahir Rahmani Rahim
Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "teaching students through pictures".
Students can be taught in different ways. Teachers need to adopt different methods so that students can master reading easily. And teaching students following these methods. Students can be taught through different gestures. If teaching can be done in this way then the students will be able to master them.
I have seen while teaching students that if they are taught through acting or different images, they can easily accept them with a smile and they get stuck in their heads. Teachers can easily master a subject by taking various steps to make a student bright or bring out his latent talent.
When I teach class three students, I see that many of them are inattentive, their minds and brains are not working, so I try to teach them in different ways. can If they are taught in this way, they are expected to perform better in the next class.
Teaching students is a very difficult task because when a teacher enters a class, if the students do not follow the teacher's instructions, if they do not act according to the teacher's instructions, the teachers cannot discipline those students. This is why it becomes very difficult for teachers to teach young children. Because when young children come to school they don't know how to talk to sir how to respect sir. And these small things are beautifully taught by the teachers to the students.
But unlike those who study in large classes, they also enjoy teaching because they minimize the chaos and the students follow the instructions the way they give them.
I would like to conclude by thanking all those who have read my article on education from the bottom of my heart and wishing everyone good health and long life. Allah is Hafez.
উপরের সমস্ত ছবি আমার নিজস্ব ফোন থেকে ক্যাপচার করা হয়েছে। My phone name is "realme C25s"
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.
Thank you so much for support me
Greetings
Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.
Thank you for more engagement on posts in the Blurtconnect community.
Upvotes are regularly obtained on posts published by authors that engage with fellow Blurtians through comments under articles.
Your vote, by clicking here, will mean a lot to the Witness team
Peace
Thank you for your support me