বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

in r2cornell •  4 months ago 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
----+-----^------^°^------^-------+-----
বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় পাঠক! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকের আলোচনা "বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
" নিয়ে।

IMG20240914144407.jpg

আতাহার তাহফিজুল কোরআন মডেল দাখিল মাদ্রাসা থেকে গোলাম রসুল আবিদ স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত সম্মানজনক এবং অনুভূতিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আবিদ স্যার মাদ্রাসার একজন প্রিয় শিক্ষক ছিলেন, যিনি তার কর্মদক্ষতা এবং দক্ষতায় শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তিনি অন্য প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, তাই মাদ্রাসা কর্তৃপক্ষ তার সম্মানে একটি বিদায় সংবর্ধনা আয়োজন করে।

IMG20240914144253.jpg

অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথমে স্যারকে বিভিন্ন ধরনের স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। উপহার হিসেবে স্যারের হাতে ক্রেস্ট এবং অন্যান্য স্মারক প্রদান করা হয়।

IMG20240914144215.jpg

শিক্ষকরা তাদের বক্তব্যে আবিদ স্যারের শিক্ষা কার্যক্রম এবং তার অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন যে, আবিদ স্যার শুধু একজন ভালো শিক্ষকই ছিলেন না, বরং তার নেতৃত্বগুণ এবং ছাত্রদের প্রতি ভালোবাসা তাকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছিল। ছাত্ররাও আবিদ স্যারকে মিস করবে বলে অনুভূতি প্রকাশ করে।

IMG20240914141411.jpg

IMG20240914141431.jpg

আবিদ স্যার তার বক্তব্যে মাদ্রাসায় কাটানো সময়গুলোর কথা স্মরণ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতা তাকে তার কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।


সোর্স
এই সংবর্ধনা অনুষ্ঠানটি আবেগময়ভাবে শেষ হয়, যেখানে সবাই আবিদ স্যারকে তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করে বিদায় জানায়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp
ধন্যবাদ আজকের আর্টিকেল পড়ার জন্য।
gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.webp

blurt-logo-daisy.gif
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!